TIN এর পূর্ণরূপ কি?
TIN এর পূর্ণরূপ Tax Identification Number
সর্বশেষ তথ্যানুযায়ী বাংলাদেশের জনগনের মাথাপিছু আয় ২৭৬৫ ডলার।
ভেনেজুয়েলার রাজধানীর নাম কি?
ভেনেজুয়েলার রাজধানীর নাম কারাকাস ।
আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে কত কিলোমিটার?
আলোর গতিবেগ প্রায় ৩,০০,০০০ কিঃমিঃ/ সেকেন্ড।
বাংলাদেশের প্রথম নোবেল পুরস্কার অর্জন হয় ২০০৬ সালে (ড. মোহাম্মদ ইউনুস)।
ফ্রান্সের মুদ্রার নাম কি?
ফ্রান্সের মুদ্রার নাম ফ্রাঙ্ক, কিন্তু ইউরোপীয় ইউনিয়নের মুদ্রা ইউরো।
১ কিলোবাইট = কত বাইট?
১ কিলোবাইট = ১,০২৪ বাইট ।
বাংলাদেশের অষ্টম বিভাগ কোনটি?
বাংলাদেশের অষ্টম বিভাগ ময়মনসিংহ ।
বিশ্ব ব্যাংকের তথ্য অনুসারে ২০১৭ সালে বাংলাদেশ জিডিপি পার ক্যাপিটা অনুযায়ী বিশ্বে ১৪৬ তম ছিল ।
NGO এর পূর্ণরূপ কি?
NGO এর পূর্ণরূপ Non Government Organization.
Google এর বর্তমান CEO এর নাম কি?
Google এর বর্তমান CEO এর নাম Sundar Pichai.
ওজোন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী ?
ওজোন স্তর ধ্বংসের জন্য ক্লোরো ফ্লোরো কার্বন (CFC) গ্যাস দায়ী।
কোম্পানির বিনিয়োগকারীদের মুনাফার যে অংশ দেওয়া হয় তাকে লভ্যাংশ (Dividend) বলে।
সুইজারল্যান্ডের প্রাচীন নাম কি?
সুইজারল্যান্ডের প্রাচীন নাম হেলভেটিয়া ।
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর কে?
বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর জনাব ফজলে কবির।
কোন দেশের রাজধানী নেই?
নাউরু দেশের রাজধানী নেই।
WWW এর পূর্ণরূপ কি?
www এর পূর্ণরূপ World Wide Web.
কম্পিউটারে তথ্য সংরক্ষিত থাকে কোন অংশে?
কম্পিউটারে তথ্য সংরক্ষিত থাকে Memory অংশে।
Bangladesh Securities and Exchange Commission অর্থ মন্ত্রণালয়ের আওতাভুক্ত ।
টেসলা গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা কে?
টেসলা গাড়ি কোম্পানির প্রতিষ্ঠাতা Martin Eberhard, Mark Tarpenning, Elon Musk.