২৪-০৮-২০১৯
বরাবর
সচিব
শিল্প মন্ত্রণালয়
বাংলাদেশ সচিবালয়
ঢাকা, বাংলাদেশ
বিষয়ঃ সিরাজগঞ্জের বেলকুচিতে তাঁতশিল্প স্থাপনের জন্য সরকারি অনুমোদন প্রসঙ্গে।
জনাব,
যথাবিহীত সম্মান প্রদর্শনপূর্বক জানাচ্ছি যে, সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা একসময় তাঁতশিল্পের জন্য খুবই প্রসিদ্ধ ছিল। এখানে প্রস্তুতকৃত পোশাক একসময় দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হতো। এখনও বিশ্ববাজারে এখানকার প্রস্তুতকৃত তাঁতবস্ত্রের চাহিদা ব্যাপক। গার্মেন্টস খাতের তৈরী পোশাক ছাড়াও হস্তচালিত তাঁতে তৈরী পোশাকের চাহিদা দিন দিন যেন বেড়েই চলছে। কিন্তু দেশীয় ও বিশ্বের ভোক্তার নিত্য-নতুন ডিজাইন ও চাহিদার সঙ্গে তাল মেলাতে পারছে না এই অঞ্চলের তাঁতিরা। ফ্যাশন ছাড়াও রঙের ক্ষেত্রেও এখানকার তাঁতিরা নতুন চিন্তাধারা প্রয়োগ করতে পারছে না ।
এই কারণে তাঁতিদের ফ্যাশন ডিজাইনের নিত্য নতুন ধারা ও পাশ্চাত্য চাহিদার সাথে পরিচিত করানো ও হাতে কলমে শেখানোর জন্য সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় একটি ইনস্টিটিউট গড়ে তোলার জন্য আমি একান্তভাবে আগ্রহী । বেলকুচিতে রয়েছে তাঁত শিল্পের যথেষ্ট সম্ভাবনা। কারণ এখানে রয়েছে পাটের প্রাচুর্য ও সস্তায় শ্রম যা উৎপাদন খরচ কমানোর প্রধান হাতিয়ার। এছাড়া এই শিল্প এখানে স্থাপিত হলে প্রায় ২০০০ লোকের কর্মসংস্থানের সৃষ্টি করবে যা গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করে তুলবে।
অতএব, বিনীতি নিবেদন এই যে সিরাজগঞ্জের বেলকুচিতে একটি তাঁতশিল্প অনুমোদনের সুযোগ ও এই শিল্প স্থাপনে সরকারিভাবে কিছু সুযোগ-সুবিধা প্রদানে আপনার মর্জি হয় ।
বিনীত নিবেদক
প্রণয় তির্কী
চেয়ারম্যান
হাজেরা গ্রুপ লিমিটেড
বেলকুচি, সিরাজগঞ্জ।
মোবাইলঃ ০১৭১১১১১১১১১