নিম্নোক্ত রবীন্দ্রনাথ ঠাকুর এর “ভিক্ষা ও উপার্জন” কবিতাটি সারমর্ম লিখুনঃ
বসুমতি, কেন তুমি এতই কৃপণা কত খোঁড়াখুঁড়ি করি পাই শস্যকণাদিতে যদি হয় দে মা, প্রসন্ন সহাস-কেন এ মাথার ঘাম পায়েতে বহাস । বিনা চাষে শস্য দিলে কী তাহাতে ক্ষতি?শুনিয়া ঈষৎ হাসি কন বসুমতি,আমার গৌরব তাহে সামান্যই বাড়ে
শ্রমবিমুখ মানুষ এই পৃথিবীর সবকিছু থেকে বঞ্চিত হয়। সুকঠিন শ্রম ও কর্মসাধনার কোনো জিনিস লাভ করলে তাতে গৌরব ও আত্মতৃপ্তি দুই-ই পাওয়া যায় । পরিশ্রম ও সৃষ্টিশীলতা মানুষের মর্যাদা ও গৌরব বাড়ায় ।