প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য গুলো নিন্মরূপঃ
1. ইট শক্ত, টেকসই, দৃঢ়বদ্ধ গঠন, ফাটল মুক্ত ও ঝাঁঝরাহীন হবে।
2. ইটের রং গাঢ় লাল তাম্র বর্ণের হবে এবং রং এর সম্যত থাকবে।
3. আঘাতে ধাতব শব্দের সৃষ্টি হবে।
4. ইটের আকার সাম্য থাকবে এবং পৃষ্ঠাসমূহ সমান্তরাল কিন্তু অমসৃণ থাকবে।
5. স্বাভাবিক আচরে কোন দাগ পড়বে না।
6. 24 ঘন্টা ভিজিয়ে রাখলে উহার নিজিস্ব ওজনের 1/6 অংশের বেশি পানি শোষণ করবে না।
7. উৎকৃষ্ট ইটের তাপ পরিবাহিতা ন্যূনতম হবে। 8. ইট দ্রবীভূত লবণের পরিমাণ 2.5% এর বেশি হবে না।
9. পানিতে ভিজিয়ে রাখলে বা আর্দ্রতা পরিবর্তনে ইটের আয়তন পরিবর্তিত হবে না।
10. আদর্শ একটি দাও হো নয় এবং দহনে সহায়তা করে না এবং অতিরিক্ত লাইম থাকবে না।
কাঠের আয়ুকাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত উপায়ে যে পানি অপসারণ করা হয় তাকে কাঠ সিজনিং বলে। কাঠের স্থায়িত্ব বাড়ানোর জন্যই সিজনিং করা হয়।
সদ্য চেরাই করা বা ভিজা কাঠ থেকে পানিকে কমিয়ে আবহাওয়ার সম-পরিমান করাকেই কাঠের সিজনিং বা মৌসুমীকরণ বলে । ভেজা কাঠে ৪০% থেকে ৬০% পানি থাকে । এ পানিকে রৌদ্রে শুকিয়ে বা সিজনিং প্লান্টের সাহায্যে কমিয়ে ৮%-১৪% এ নিয়ে আসাকে কাঠের সিজনিং বলে ।
লে আউট : ড্রায়ং শিটে যে ড্রইং করা আছে তা হুবহু মাঠে স্থাপন করাকে লে আউট বলা হয়।
ইমারতের লে-আউট দেওয়া
প্রয়োজনীয় যন্ত্রপাতি ও মালামাল:
মেজারিং টেপ
কোদাল
ওলন
মাটাম
হাতুড়ি
কাঠের খুঁটি
সুতলি
পেরেক
চুন
দালানের নকশা
লেভেল : দুটি বস্তু বা বিন্দুর আপেক্ষিক উচ্চতা বা গভীরতা কে লেভেল বলে।
লেভেলিং: যে কলা কৌশলের মাধ্যমে দুটি বস্তুর উচ্চতা গভীরতা নির্ণয় করা হয় তাকে লেভেলিং বলে।
SPT
PERT
ইল্ড পয়েন্ট
স্লাম্প টেস্ট
ইনফেকশন পয়েন্ট।