১.২০ মিটার × ২.১০ মিটার আকারের পাঁচটি প্যানেল দরজার চৌকাঠ ও শাটারিং এর কাজে প্রয়োজনীয় কাঠের পরিমাণ ও রং এর কাজের পরিমাণ নির্ণয় করুন।
একটি ১ম শ্রেণির ইটের পাঁচটি বৈশিষ্ট্য লিখুন।
টিম্বার সিজনিং এর উদ্দেশ্য কী? টিম্বারের পাঁচটি বিকল্প সামগ্রীর নাম লিখুন ।
লে-আউট বলতে কী বোঝায়? একটি ইমারতের লে-আউট কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম লিখুন।
উদাহরণসহ রংয়ের উপাদানগুলোর নাম লিখুন।
ফর্মওয়ার্ক ও দেফোল্ডিং এর মধ্যে পার্থক্য লিখুন।