একটি ১ম শ্রেণির ইটের পাঁচটি বৈশিষ্ট্য লিখুন।
টিম্বার সিজনিং এর উদ্দেশ্য কী? টিম্বারের পাঁচটি বিকল্প সামগ্রীর নাম লিখুন ।
লে-আউট বলতে কী বোঝায়? একটি ইমারতের লে-আউট কাজ সম্পন্ন করতে প্রয়োজনীয় যন্ত্রপাতির নাম লিখুন।
উদাহরণসহ রংয়ের উপাদানগুলোর নাম লিখুন।
ফর্মওয়ার্ক ও দেফোল্ডিং এর মধ্যে পার্থক্য লিখুন।
একটি ডিজিটাল থিওডুলাইট (Theodolite) এর দশটি উপাংশের নাম লিখুন।
বন্ড কাকে বলে? ইংলিশ বন্ডে গাথুনী একটি দেয়ালের সম্মুখ দৃশ্যের চিত্র অঙ্কন করুন।
প্লাম্বিং সিস্টেম কী? প্লাম্বিং কাজে ব্যবহৃত পাঁচটি করে ফিটিংস ও ফিকচারের নাম লিখুন।
সাফফেস কনডুইট ওয়্যারিং এবং কনসিন্ড কনভূইট ওয়্যারিং এর সুবিধা ও অসুবিধাসমূহ লিখুন।
লেভেল ও লেভেলিং এর মধ্যে পার্থক্য কী? লেডেলিং এর উদ্দেশ্যসমূহ লিখুন ।
শিকল জরিপের ধাপসমূহ কী কী? শিকলের দৈর্ঘ্য ছোট কিংবা বড় হওয়ার কারণগুলি উল্লেখ করুন ।
কনস্ট্রাকশন সিডিউল কী? বিল্ডিং মেইন্টেন্যান্স এর কর্মক্ষেত্রের সতর্কতাসমূহ লিখুন।
নিম্নের চিত্রে প্রদর্শিত বীমটির শেয়ার ফোর্স ও বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অঙ্কন করুন ।
২০০ মিটার দীর্ঘ সড়ক বাঁধের উপরের প্রস্থ ১০ মিটার এবং পাশ ঢাল ২:১। রাস্তার দুই প্রান্তের উচ্চতা যথাক্রমে ১.২০ মিটার ও ১.৮০ মিটার। রাস্তাটি বাধাইয়ে মাটির কাজের পরিমাণ ও দুই পার্শ্বে টারফিং এর কাজের পারমাণ নির্ণয় করুন।
বলের লব্ধি বলতে কী বোঝায়? নিম্নের চিত্রে প্রদর্শিত বলগুলোর লব্ধির মান ও দিক নির্ণয় করুন:
১.২০ মিটার × ২.১০ মিটার আকারের পাঁচটি প্যানেল দরজার চৌকাঠ ও শাটারিং এর কাজে প্রয়োজনীয় কাঠের পরিমাণ ও রং এর কাজের পরিমাণ নির্ণয় করুন।
১: ১১২:৩ অনুপাতে ২০ ঘনমিটার আর. সি. সি কাজে প্রয়োজনীয় মালামালের পরিমাণ এবং বর্তমান বাজার দরে পারিশ্রমিকসহ খরচের পরিমাণ নির্ণয় করুন।
(ইহাতে ১.৫% লোহা ব্যবহৃত হয়েছে)
সেপটিক ট্যাংক এর প্রয়োজনীয়তা কী? ১০ জন লোকের ব্যবহার উপযোগী একটি সেপটিক ট্যাংক ডিজাইন করুন।
বৈদ্যুতিক সার্কিট ব্রেকার কী? একটি বাতি দুইটি সুইচ দ্বারা নিয়ন্ত্রণের সার্কিট অঙ্কন করুন।
SPT