'হাঙর নদী গ্রেনেড' গ্রন্থের রচয়িতা প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন
'বন্দী শিবির থেকে' কাব্যগন্থের রচয়িতা শামসুর রাহমান।
‘গগনে গরজে মেঘ’ = অধিকরণে ৭মী বিভক্তি
‘যা অতিক্রম করা যায় না’- এক কথায় প্রকাশ অনতিক্রম্য।
‘ঠগ বাছতে গাঁ উজাড়’- বাগধারাটির অর্থ ভালো মানুষের অভাব
উপদ্বীপ
'যাবজ্জীবন' শব্দের সন্ধি-বিচ্ছেদ যাবৎ + জীবন
স্বর্গীয় ফুল
বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন- রচিত একটি গ্রন্থের নাম পদ্মরাগ
নীর, নীড়
নীর = পানি (বানের নীর নিম্নবিত্ত মানুষের অবর্ণনীয় কষ্টের কারণ)
নীড়= পাখির বাসা (গোধূলি লগনে পাখি ফিরে আসে নীড়ে)
দ্বীপ, দীপ
দ্বীপ = জলবেষ্টিত স্থান (সেন্টমার্টিন দ্বীপ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত)
দীপ = প্রদীপ (তোমার মনের গহীন কোণের নিকষ অন্ধকারে দীপ জ্বালাতে যাই)
সততা একটি মহৎ গুণ। এটি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতার গুপ্তরহস্য। সততার মূল্য অনেক বেশি। এটি ভালোবাসা, শ্রদ্ধা এবং নির্ভীকতাকে জয় করে নেয়। একজন সৎ ব্যক্তি সম্মানের সাথে সুখে দিনযাপন করে।
ইউক্রেনে রুশ আগ্রাসনের জন্য বিশ্বকে চরম মূল্য দিতে হচ্ছে। এ যুদ্ধ যত দীর্ঘায়িত হবে বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা ততই বৃদ্ধি পাবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২২ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি দাড়াতে পারে ৩.২ শতাংশে, ২০২১ সালে যা ছিল ৬ শতাংশে। এর পর ২০২৩ সালে তা আরো কমে দাড়াবে ২.৭ শতাংশে। বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী ২০২২ সালে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হয় ৫.২ শতাংশ এবং ২০২৩ সালে হবে ৫.৫ শতাংশ। ফলে বিশ্ব নিম্ন প্রবৃদ্ধির যুগে প্রবেশ করবে। এতে বিশ্বব্যাপী অর্থনীতি আরো সংকুচিত হয়ে পড়বে।