Write an essay on "Turning Students from Job Seekers into Job Creators" within 350 (+/- 10%) Words.
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলার জন্য নয়া ধাঁচের উন্নয়ন প্রকল্প, সবুজ অর্থায়ন, সামাজিক এবং ব্যক্তি উদ্যোগকে প্রয়োজনীয় প্রেরণা দিয়ে আগামী দিনের টেকসই বাংলাদেশ গড়ার নীতিকৌশলকে সর্বদাই অগ্রাধিকার দিয়ে যেতে হবে- এ ক্ষেত্রে প্রয়োজনে আঞ্চলিক সংযোগ বাড়াতে হবে।
বাংলাদেশ ব্যাংক উন্নয়নমুখী ভূমিকা নেওয়ার কারণে এদেশের কৃষক, ক্ষুদে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ঋণ পাচ্ছে এবং আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং তথা ডিজিটাল আর্থিক সেবার ব্যাপক প্রসার ঘটেছে যার প্রভাব ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ওপর পড়তে শুরু করেছে।
একটি সমৃদ্ধ জাতি গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধুর ছিল তাকে আমরাই আমাদের ধ্যানে, ত্যাগে, পরিশ্রমের মাধ্যমে রূপায়ণ করব-এই সংকল্প গ্রহণ করেই আমরা তাঁর সর্বশ্রেষ্ঠ বাঙালি হবার গৌরবকে অভিনন্দিত করতে পারি।
যদি দেখা যায় পরিবারের কোনো প্রবীণ সদস্য হঠাৎ নিজেকে গুটিয়ে নিচ্ছেন, একা থাকছেন, সামাজিক অনুষ্ঠানগুলো এড়িয়ে চলছেন এবং তাঁর খাওয়া ও ঘুমের পরিবর্তন ঘটেছে, মনোযোগ কমে যাচ্ছে, তখন পরিবারের সদস্যদেরকে তাঁর প্রতি বিশেষ মনোযোগ দিতে হবে এবং মানসিক সমর্থন যোগাতে হবে।
সরকারের নীতি প্রনোদনা, অর্থায়ন এবং সম্প্রসারনের সুযোগ নিয়ে বাংলাদেশের কৃষি অনেকটাই আধুনিক, তার ফলে ধান, মাছ, মুরগি, গরু, সবজি, ফলসহ সকল কৃষি পণ্যেরই উৎপাদন গত তিপ্পান্ন বছরে অনেক গুনে বেড়েছে।
As the travel and tourism sector evolves with modern innovations, the concept of cashless travel is gaining more momentum, aligning with the country's move towards a cashless society offering convenience, security, and efficiency in managing transactions.
Child-friendly infrastructure, design, and services require little to no cost if we only care to look at things through the eyes of a child when preparing any infrastructure, we may paint popular characters on the walls from children's literature.
Neglect and over-exploitation of forests can lead to land disputes that can spill across borders and impact communities, particularly those of the Indigenous people in our region.