সকল বিষয়

                                                                                                                                ফাইভ-জি যুগে বাংলাদেশ

বাংলাদেশে ২০২১ সালের ১২ ডিসেম্বর ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে পরীক্ষামূলকভাবে ফাইভ-জি নেটওয়ার্ক ব্যবহার করা হয়। তবে, শুধু টেলিটক নির্দিষ্ট কিছু জায়গায় এ সেবা দিবে। টুজি'র (দ্বিতীয় প্রজন্ম), থ্রিজি (তৃতীয় প্রজন্ম), ফোরজিকে ব্যক্তি গ্রাহক পর্যায়ের ডিজিটাল বিপ্লব হিসেবে বিবেচনা করা হলেও ফাইভজিকে বলা হচ্ছে চতুর্থ শিল্পবিপ্লব। বিশ্বের বিভিন্ন টেলিযোগাযোগ নিয়ন্ত্রক ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠানগুলো ৫-জি তথা মোবাইল ব্রডব্যান্ড, আইওটিসহ নানামুখী সেবার বাণিজ্যিক বাস্তবায়নে অগ্রসর হচ্ছে। এজন্য উন্নয়নশীল ও উন্নত বহুদেশ ইতোমধ্যে বাণিজ্যিক ও পরীক্ষামূলকভাবে ৫-জি চালু করেছে। বাংলাদেশেও টুজি, থ্রিজির পর ফোরজিতে বদলে যায় প্রযুক্তি ব্যবহারকারীদের জীবনযাত্রা। শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য সর্বক্ষেত্রেই লেগেছে এর ছোয়া। তথ্য-প্রযুক্তির সুবিধা ছড়িয়ে পড়েছে শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত। তথ্য-প্রযুক্তিতে বৈপ্লবিক পরিবর্তন ঘটাতে এবার বাংলাদেশে চালু হচ্ছে ৫-জি। মোবাইল ফোনের পঞ্চম জেনারেশন ইন্টারনেটকে সংক্ষেপে বলা হয় ফাইভজি বা ৫-জি। ৪-জির তুলনায় অনেক দ্রুতগতিতে ইন্টারনেট থেকে তথ্য ডাউনলোড আপলোড করা যায় এই ৫-জি সেবায়। হাই ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয়ে থাকে ৫-জি মোবাইল নেটওয়ার্কে। এর মাধ্যমে একই সঙ্গে একই সময়ে অনেক মোবাইল ফোনে দ্রুতগতিতে ইন্টারনেট ব্যবহার করা যায়। মানুষ ও ডিভাইসের মধ্যে তৈরি হবে জিরো ডিসটেন্স কানেক্টিভিটি। এতে প্রযুক্তিগত বিষয়গুলো যেমন সমৃদ্ধ হবে, তেমনি সহজ হয়ে যাবে প্রযুক্তিনির্ভর অনেক কাজ। বলা হচ্ছে, ৫-জি প্রযুক্তি মানুষের প্রতিদিনের জীবনযাত্রা বদলে দেবে। ৫-জি প্রযুক্তির মাধ্যমে চালকবিহীন গাড়ি চলবে রাস্তায়। ভার্চুয়াল রিয়েলিটি আরও শক্তিশালী হবে। স্মার্ট সিটি বিনির্মাণ সহজ হবে। এর সঙ্গে যুক্ত থাকা রোবট পরিচালনা করা যাবে। বাড়বে আইওটি (ইন্টারনেট অব থিংস) প্রযুক্তির ব্যবহার। সেন্সরগুলোর ডাটা স্থাপিত হবে ট্রাফিক লাইটে, ঘরে, অফিসে, থানায়, পাবলিক পার্কে। ফলে নগর ব্যবস্থাপনা হবে আরো সহজ। এছাড়া বিগডাটা, কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে ৫-জি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ৫-জি চালু হলে আমূল পরিবর্তন আসবে চিকিৎসা ও শিক্ষা খাতে। ৫-জি প্রযুক্তির মাধ্যমে টেলিমেডিসিন সেবার উন্নয়নের ফলে গ্রামে বা প্রত্যন্ত এলাকায় বসেও রোগী শহরের বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে পারবেন। চাইলে বিশ্বের খ্যাতনামা চিকিৎসকের কাছ থেকেও পরামর্শ নিতে পারবেন। দূর শিক্ষণ বা অনলাইন ক্লাসরুমের ফলে দূরগ্রাম বা প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিক্ষার্থীরা বিখ্যাত বিশ্ববিদ্যালয়, কলেজ ও স্কুলের শিক্ষালাভের সুযোগ পাবে। ৫-জি ডিজিটাল ডিভাইস বা প্রযুক্তিগত বৈষম্য দূর করতে সহায়তা করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রযুক্তিবিদরা বলছেন, ৫-জি নেটওয়ার্ক সেবা চালু হলে দেশের চিকিৎসা ও শিক্ষা খাতে উন্নয়ন ঘটবে, বদলে যাবে শিল্প-কারখানায় উৎপাদন ব্যবসা, মানুষের দৈনন্দিন জীবন যাত্রা। পাওয়া যাবে উন্নত টেলিমেডিসিন সেবা। এতে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও সহজেই উন্নত চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবে। এমনকি দেশের চিকিৎসকের পাশাপাশি বিদেশের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা যাবে। ৫-জি প্রযুক্তি ব্যবহার করে অনলাইনে ক্লাস করতে পারবে দেশের প্রত্যন্ত ও দুর্গম এলাকার শিক্ষার্থীরাও। অর্থাৎ হাতের মুঠোয় চলে আসবে বিশ্বের নামিদামী সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ক্লাস। এর মাধ্যমে দূর হবে প্রযুক্তিগত বৈষম্য। ৫-জি নেটওয়ার্কে গেমিংয়ে কোনো প্রকার ল্যাগ ছাড়াই খেলা যাবে। বাফারিং ছাড়াই অনলাইনে হাই রেজ্যুলেউশন বা ৪০০ ভিডিও দেখা যাবে। একই সঙ্গে ডিস্টার্ব ছাড়াই আরো উন্নত ও স্বচ্ছভাবে ভিডিও কল করা যাবে। এ ছাড়া চালকবিহীন গাড়ি, লাইভ ম্যাপ এবং ট্রাফিক তথ্য জানার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এই ৫-জি নেটওয়ার্ক সেবা। উল্লেখ্য, প্রাথমিকভাবে সীমিত আকারে টেলিটকের মাধ্যমে পরীক্ষামূলকভাবে এই সেবা চালু করা হচ্ছে। পরবর্তীতে অন্য মুঠোফোন অপারেটরদের জন্য ৫- জি তরঙ্গ নিলাম করা হবে। ফলে আগামী বছর অন্যান্য অপারেটরও ৫-জি চালু করতে পারবে। অবশ্য খুব দ্রুতই সারা দেশে ৫-জি ছড়িয়ে দেওয়া হবে, বিষয়টি তেমন নয়। ৫-জি সেবা বেশি কাজে লাগবে ব্যবসা-বাণিজ্য ও শিল্পকারখানায়। সেদিকেই নজর বেশি থাকবে। পাঁচটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল শিল্পকারখানায় ৫-জি সেবা দেওয়ার জন্য বিটিসিএলকে তৈরি থাকতে বলা হয়েছে। মন্ত্রী আরও বলেন, ফাইভ-জি ডিভাইসের সংকটের কথা বলা হচ্ছে। ফাইভ-জি পুরোপুরি চালুর আগেই দেশে ডিভাইস সংকট থাকবে না। এখনই বাংলাদেশে ফাইভ-জি স্মার্টফোন তৈরি হচ্ছে। চাহিদার ৯০ শতাংশ ৪জি স্মার্টফোন এখন দেশেই তৈরি হচ্ছে।

Humankind is facing a wide range of environmental challenges nowadays that lead to the feeling of helplessness in many people. They think that there is nothing that little ordinary people can do to improve the situation but the government and large companies must take the responsibilities. In my personal views, I completely disagree with this opinion and I believe only if individuals take some actions could environmental contamination be effectively alleviated. On the one hand, solving environmental problems needs large budgets and various technologies, and the government and big firms have the ability to deal with these problems. For example, the government can implement eco-friendly policies and regulations to cut down the contamination and pollution. Similarly, corporations should enhance their technologies such as a proper waste treatment system reduce chemical hazards in the air, water and land. These actions can really reduce the damage and help to achieve sustainable development. On the other hand, I am of the opinion that unless we human beings take some actions, the pollution of our surroundings could be a chronic issue to cope with and there are a lot of deeds that individuals might probably adopt to reduce the negative effects on the environment. Firstly, it is possible for citizens to enhance their own awareness of being friendly to their living places. For example, people should change their daily habits such as using public transportation instead of personal vehicles, reducing household wastes or replacing plastic material with biodegradable packaging when we go shopping. As a result, this will eliminate the vast amount of fossil waste that is going into the food sources of animal pieces every day. In conclusion, it is the whole society's responsibility to improve the situations and protect the environment. In terms of individuals, efforts and attempts are also an integral part of the aim to create a better living environment.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

`Banks deposit: Before and after of Covid-19'.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Banks play a pivotal role in the public and private sector investment. Banks deposit works as a major tool of funding for the economic development of a country. Banks take out idle money and advance them making them asset for the country.

In the last one decade, Bangladesh's money market has been one of the top ten FDI, attracting sectors with a market size $4.5 billion contributing to 3.5% of GDP and is estimated to rise $5.5 billion by 2025. With policies driving sectoral growth valued at $12 billion, the money market has been growing at 8% for the cost one decade.

The demand for deposits and supply of deposits chain were disrupted by the covid-19 pandemic during 2019-2020 financial years. That time, deposits as well as advances as very low as people choose keeping cash money in hand. Deposit grew 13.1% where as private sector credit grew only 8.6%

Translate the following passage into English :
7.

সব ধরনের পেমেন্ট সিস্টেম কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন ২০২১' এর খসড়ায় চূড়ান্ত অনুমােদন দিয়েছে মন্ত্রীসভা। এ আইন অনুযায়ী পেমেন্ট তথা পরিশােধ ব্যবস্থা পরিচালনকারী, পরিশােধ ব্যবস্থায় অংশগ্রহণকারী ও পরিশােধ সেবাদানকারীর কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। কোনাে সেবাদানকারী প্রতিষ্ঠানের যদি অবসায়ন ঘটে তাহলে দায়দেনা পরিশােধের ক্ষেত্রে আইন গ্রাহকদের অগ্রাধিকার দেয়ার বিধান রাখা হয়েছে। আইনের মাধ্যমে দেশে কার্যরত সব পরিশােধ ব্যবস্থা পরিচালনাকারী, নিকাশ ও নিস্পত্তিকরণ কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ কৰে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশে কার্যরত স্টক এক্সচেঞ্জগুলাের কার্যক্রম এ আইনের বাইরে থাকবে।

Created: 2 weeks ago | Updated: 1 week ago

সব ধরনের পেমেন্ট সিস্টেম কার্যক্রম পরিচালনা ও নিয়ন্ত্রণে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস আইন ২০২১' এর খসড়ায় চূড়ান্ত অনুমােদন দিয়েছে মন্ত্রীসভা। এ আইন অনুযায়ী পেমেন্ট তথা পরিশােধ ব্যবস্থা পরিচালনকারী, পরিশােধ ব্যবস্থায় অংশগ্রহণকারী ও পরিশােধ সেবাদানকারীর কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ থাকবে কেন্দ্রীয় ব্যাংকের হাতে। কোনাে সেবাদানকারী প্রতিষ্ঠানের যদি অবসায়ন ঘটে তাহলে দায়দেনা পরিশােধের ক্ষেত্রে আইন গ্রাহকদের অগ্রাধিকার দেয়ার বিধান রাখা হয়েছে। আইনের মাধ্যমে দেশে কার্যরত সব পরিশােধ ব্যবস্থা পরিচালনাকারী, নিকাশ ও নিস্পত্তিকরণ কার্যক্রম পরিচালনার অনুমতি প্রদান, তদারকি ও নিয়ন্ত্রণ কৰে কেন্দ্রীয় ব্যাংক। তবে বাংলাদেশে কার্যরত স্টক এক্সচেঞ্জগুলাের কার্যক্রম এ আইনের বাইরে থাকবে।

= Cabinet approves draft of 'Payment and Settlement System Act 2021 for conducting and controlling all types of payment system activities. According to this law, the central bank will be in charge of supervising and controlling the activities of the payment system, which is the operator of the payment system and the service provider. Customers are given priority in the law in case of payments of liability in the time of bankruptcy of any service provider institution. The central bank will oversee and control the issuance, clearance and disposal activities governing all the payment systems operating in the country through law. However, the activities of stock exchanges operating in Bangladesh will be outside the law.

The economic growth of Bangladesh decelerated to 5.24 percent in FY20 from 8.15 percent in FY19 in the aftermath of the economic slowdown caused by a government-declared lock down to prevent the contagion of COVID-19 pandemic. Bangladesh's government and Bangladesh Bank undertook a range of coordinated fiscal, monetary, and macro-prudential policy actions which included stimulus packages and easy credit availability in order to cushion Bangladesh's economy from the fallout from the pandemic. The overriding objectives of these policy measures are to minimize the negative impacts of the pandemic and to bring economic activities back to the pre-COVID-19 level. These policy measures are expected to make financing conditions easy for investors, entrepreneurs bodies who now can access more favorable financing sources to resume their business in full swing It is hat the economy will recuperate from lost investment and consumption and bounce back to the economic growth momentum observed in the last decade.

= কোভিড- ১৯ সংক্রমণ প্রতিরোধের জন্য সরকার ঘোষিত লকডাউনের কারনে ২০১৯ অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৮.১৫% হতে ২০২০ অর্থবছরের অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে 5.24% হয়েছে। বাংলাদেশ সরকার ও বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংক সমন্বিত কিছু রাজস্ব, আর্থিক বৃহত্তর পরিসরে দূরদৃষ্টিসম্পন্ন কিছু পদক্ষেপ গ্রহন করেছে যার মধ্যে রয়েছে প্রনোদনা প্যাকেজ এবং সহজে ঋণপ্রাপ্তির বিষয়টি। এগুলো এই কারনে নেয়া হয়েছে যাতে বাংলাদেশকে মহামারীর সময় অর্থনৈতিক ধ্বসের হাত থেকে বাঁচানো যায়। গৃহীত এই নীতিগুলোর উদ্দেশ্য হলো মহামারীর নেতিবাচক প্রভাবগুলোকে হ্রাস করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডগুলিকে কোভিড-১৯ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা। আশা করা হয় এই নীতিগুলো বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের অর্থায়নের বিষয়টিকে সহজতর করে তুলবে । এখন তারা তাদের ব্যবসায় পুনরায় পুরোদমে শুরু করার জন্য অধিকতর সহজ অর্থায়নের উৎসগুলো পাচ্ছে। এটা আশা করা হয় যে অর্থনীতি তার ক্ষতি পুষিয়ে হারানো বিনিয়োগ ও ভোগ ফিরে পাবে এবং গত দশকে যে অর্থনৈতিক গতিধারা পরিলক্ষিত হয়েছিল, সে ধারায় ফিরে আসবে।

Privately-owned land is property. It is protected by the law because it symbolizes individual right, the right to benefit from developing it, the right to profit by selling it. However, this attitude cannot be maintained when there is a small minority of landholders and a large majority of landless people. In a situation of land scarcity, those with more land than they need cannot expect the government fully to protect their unused land against trespassers. Squatters never occupy productively used land, even agricultural land. They occupy unused land held by private speculators or by government agencies. Squatters hold a traditional view of landownership - the ownership of use; that people have a right only to the land that they can and do use, that one actually establishes ownership through use. What they lack is the legal tenure the will allow them to build for themselves, to develop their communities, and to obtain the required public services. Urban land reform which will provide the same amounts of land necessary for expanding low-income housing cannot be avoided.

= Prevailing laws always protect private or public property. But unused & unproductive lands are not always free from squatters - the landless people of any region. They always use barren lands for their use and non-permanent residence. Though they have no legal rights, but their wants can not be avoided.

Here, Number of people who don't have cell phone = 100-80 = 20 Number of people who don't have DVD player = 100 75 = 25 Number of people who don't have MP3 player = 100 - 55 = 45 Number of people who don't have All the three devices are = 20 + 25 + 45 = 90 Here, the number of people who have MP3 player = 55=x As all three devices are used by them. Number of people who have all the three devices is = 100 - 90 = 10 y = 10 Required (x - y) = 55 - 10 = 45

রনি ৬ ঘন্টায় টাইপ করে = ৩২ পৃষ্টা

রনি ১ ঘন্টায় টাইপ করে = = পৃষ্টা

আবার, জনি ৫ ঘন্টায় টাইপ করে = ৪০ পৃষ্টা 

জনি ১ ঘন্টায় টাইপ করে = = পৃষ্টা

তারা একত্রে ১ ঘন্টায় টাইপ করে = (+)=(+)=পৃষ্টা

এখন, তারা একত্রে পৃষ্টা টাইপ করে = ১ ঘন্টায়

তারা একত্রে ১১০ পৃষ্টা টাইপ করে = ×=ঘন্টায় বা ৮ ঘন্টা ১৫ মিনিট।

দেয়া আছে, b=a

=(a)2=(b)2  a=b2

আবার, c=a+b

c=b2+b=(b+1)

এখানে c এর মান কেবল বিজোড় সংখ্যা হবে কারণ c=(b+1).

এক্ষেত্রে b এর মান কেবল জোড় হলেই c বিজোড় হতে পারে। অপশনে একমাত্র জোড় সংখ্যা 30.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

BACH stands for Bangladesh Automated Clearing House. BACPS stands for Bangladesh Automated Cheque Processing Systems.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Belgium has joined a diplomatic boycott of the Beijing 2022 Winter Olympics and Paralympics, with Prime Minister Alexander De Croo vowing the Government will not have a presence at the Games. The diplomatic boycott centres on China's record on human rights, particularly in Xinjiang but also in Tibet and Hong Kong.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

COP 25 তম সম্মেলন অনুষ্ঠিত হয় ২ থেকে ১৩ ডিসেম্বর ২০১৯ সালে চিলির সান্টিয়াগোতে।

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Emma Raducanu is the winner of US open 2021 women's final.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

The Central Bank of the Russian Federation.

Created: 2 weeks ago | Updated: 2 weeks ago

Gravel Heart is a 2017 novel by Abdulrazak Gurnah.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

By far, the most populous country in South America is Brazil.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Barbados has become the world's newest republic. Nearly 400 years after the country became a British colony, Barbados has become the world's newest republic. The Caribbean island nation removed Queen Elizabeth II as the head of the state in a ceremony attended by Prince Charles.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Devaluation of money increases export and decreases import.

Created: 2 weeks ago | Updated: 1 week ago

Bangladesh Bank, the central bank of Bangladesh regulates the scheduled banks of Bangladesh.