বাংলাদেশ ব্যাংক উন্নয়নমুখী ভূমিকা নেওয়ার কারণে এদেশের কৃষক, ক্ষুদে উদ্যোক্তা, নারী উদ্যোক্তা ঋণ পাচ্ছে এবং আর্থিক অন্তর্ভুক্তির অংশ হিসেবে মোবাইল ব্যাংকিং, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং তথা ডিজিটাল আর্থিক সেবার ব্যাপক প্রসার ঘটেছে যার প্রভাব ব্যবসা-বাণিজ্য ও কর্মসংস্থানের ওপর পড়তে শুরু করেছে।