আধুনিক এস-আই একক পদ্ধতিতে ভর , ত্বরণ ও বলের একক যথাক্রমে নিম্নভাবে প্রকাশ করা হয়?
4 কেজি ভরের একটি বস্তুকে 6 মি. /সেকেন্ড২ ত্বরণ প্রদান করতে হলে বস্তুটিতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে নির্ধারণ কর?
ধরা যাক , এক ব্যক্তি ঘোষণা করল যে, সূর্যে প্রচন্ড বিস্ফোরণ ঘটেছে। তোমাকে কতক্ষণ অপেক্ষা করতে হবে এটা নিশ্চিতভাবে বুঝতে যে ঐ কথা মিথ্যা ? (সূর্য থেকে পৃথিবীর দূরত্ব 1.5×108 কি. মি.)
একটি ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর সংখ্যা 1000 পাক । মুখ্য কুন্ডলীতে প্রযুক্ত 4400 V (AC) ভোল্টেজকে গৃহস্থলি কাজে ব্যবহারোপযোগী 220 V (AC) -এ নামিয়ে আনতে হলে গৌণ কুন্ডলীর পাক সংখ্যা কত হবে?
সবচেয়ে সহজ উপগ্রহ কক্ষপথ সৃষ্টি করা যায় তা মোটামুটি বৃত্তাকার এবং সেটা পৃথিবী পৃষ্ঠের ঠিক উপরে হবে যাতে অতিরিক্ত বায়ু ঘর্ষণ না হয়। এই তথাকথিত সর্বনিম্ন কক্ষপথে উপগ্রহের গতিবেগ কত? (পৃথিবীর ব্যাসার্ধ 6.4×106m )
ইয়ং গুণাংক Y রিজিডিটি গুণাংক n এবং বাল্ক গুণাংক K - এই তিন রাশির মধ্যে সম্পর্ক হলো -
10 গ্রাম বরফকে 0°C থেকে 100°C বাষ্পে রুপান্তর করতে তাপের পরিমাণ হলো -
ঢাকা রেডিও স্টেশন থেকে AM রেডিও তরঙ্গ পাঠানো হয় এই তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য আসন্ন মানে কত?
সূর্য পৃথিবীর উপরে 3.6 ×1022 N আকর্ষণী বল প্রয়োগ করে। পৃথিবী যদি সূর্য থেকে 1.5 ×1011m দূরে থাকে এবং পৃথিবীর ভর যদি 5.98×1024kg হয়, তা হলে সূর্যের ভর কত? (G=6.67×10-11 N-m2/Kg2)
তোমার একটি ক্যাপাসিটর প্রয়োজন যার ক্যাপাসিটান্স হলো 0.25μF । কিন্তু তোমার কাছে আছে 4 টি ক্যাপসিটর যাদের প্রত্যেকের ক্যাপাসিটান্স হলো 1μF । এখন কি করবে?
কোন এক স্থানে একটি সরল দোলকের পরীক্ষণ থেকে প্রাপ্ত T2 বনাম L সরল রেখাটির নতি (slope) 1260 C2 /ফুট পাওয়া গেল। ঐ স্থানে g এর মান হবে?
2 মিঃ ফোকাস দৈর্ঘ্য বিশিষ্ট একটি উত্তল (convex) দর্পণের সামনে 6 মিঃ দূরত্বে অবস্থিত বস্তুর প্রতিবিম্বটির বিবর্ধন M কত হবে?
একটি 30 কেজি ওজনের শিশুর জ্বর উঠেছে 102°.2 ফা.। শিশুটির শরীর থেকে কি পরিমাণ তাপ সরাতে হবে যাতে তার তাপমাত্রা 98.6° ফা. এ নেমে আসে ? [মানুষের শরীরের আপেক্ষিক তাপ ধারণ ক্ষমতা হলো 3470 জুল প্রতি কেজি প্রতি ডিগ্রী সি]
একটি প্রস্থর খন্ডকে 196 ms-1 বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হল। প্রস্থর খন্ডটির প্রাথমিক অবস্থানে ফিরে আসতে সময় লাগবে।
একটি মুকুট বাতাসে ঝোলানো অবস্থায় দেখা গেল তার ওজন 25 নিউটন এবং নিমজ্জিত অবস্থায় তার ওজন 22.6 নিউটন। মুকুটটির ঘনত্ব কত ? [পানির ঘনত্ব 1000 কেজি/মি৩]
একটি ছেলে গলা বাড়িয়ে তার ভবনের জানালা থেকে যা ভূমির উপরে 10 মি. উচ্চতায় উপরের দিকে একটি বল 10 মি/সে গতিবেগে ছুঁড়ে দেয় বলটি ভূমির ঊর্ধ্বে সর্বোচ্চ কত উচ্চতায় ওঠে?
50 একক মেরুশক্তি বিশিষ্ট একটি চৌম্বক মেরু থেকে 10 সেঃ মিঃ দূরে চৌম্বক প্রাবল্য হবে -
" জড়তা হলো জড় পদার্থের ধর্ম এবং তা গতির পরিবর্তনকে বাধা দেয় এবং ভর হলো জড়তার পরিমাপ।" কথাটি-
100 ওয়াটের একটি বৈদ্যুতিক বাতি প্রতিদিন 10 ঘন্টা করে জ্বলে। প্রতি একক বৈদ্যুতিক শক্তির মূল্য 1.50 টাকা হলে 30 দিনে খরচ হবে-
যে সব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা সমান নয় তাদের বলা হয়ে থাকে-
যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী উচ্চবিভবকে নিম্নবিভব ও নিম্নবিভবকে উচ্চবিভবে রুপান্তরিত করা যায় তার নাম -
একটি প্রিজমের মধ্য দিয়ে সূর্যরশ্মি গমনের ফলে যে সপ্তবর্ণের বর্ণালী উৎপন্ন হয় এই ঘটনাকে বলা হয়-
একটি টিউনিং ফর্ক অন্য একটি টিউনিং ফর্কের সাথে অনুনাদ ছিল যার কম্পাঙ্ক 256 Hz অজ্ঞাত ফর্কটির কম্পাঙ্ক হবে -
25 গ্রাম ভরের একটি বুলেট 500 মি./সে. বেগে একটি লক্ষ্যবস্তুকে আঘাত করে 100 মি./সে. বেগে বের হয়ে গেল। বস্তুটির ভেতর দিয়ে যাওয়ার ফলে কি পরিমাণ শক্তি ব্যয়িত হলাে?
একটি পরিবাহী গোলকের ব্যাসার্ধ 7.5 সে.মি. এবং এর পৃষ্ঠে চার্জের তল ঘনত্ব 2/π গোলকের চার্জু হবে-