সাম্প্রতিককালে প্রায়োগিক নীতিবিদ্যার নতুন ধারা হিসেবে যাত্রা শুরু করে-
i. ব্যবসায় নীতিবিদ্যা
ii. জীব নীতিবিদ্যা
iii. পেশাগত নীতিবিদ্যা
নিচের কোনটি সঠিক?
'বিজ্ঞাপনে নারীর স্থান কোথায়,' 'ব্যবসায় মুনাফা বৃদ্ধির কৌশল খ কী হওয়া উচিত' প্রভৃতি ক্ষেত্রে ভূমিকা রাখে-
i. তাত্ত্বিক জ্ঞান
ii, নৈতিক যুক্তি
iii. ব্যবহারিক প্রয়োগ
যুক্তি প্রয়োগের সঙ্গে সংশ্লিষ্ট-
i. বাস্তব বিষয়
ii. নৈতিক ভিত্তি
iii. তাত্ত্বিক জ্ঞান
নন্দনতত্ত্ব হলো এমন বিষয় যার মধ্যে রয়েছে-
i. যৌক্তিক দিক
ii. নান্দনিক দিক
iii. আকর্ষণীয় দিক
কলার অন্যতম বৈশিষ্ট্য হলো-
i. মানুষের মনকে আকর্ষণ করে
ii. মানুষের অনুভূতিকে জাগ্রত করে ও উদ্দীপ্ত করে
iii. নতুন কোনো প্রযুক্তি সৃষ্টিতে প্রকল্প হিসেবে কাজ করে
কাজের উৎপত্তি ও বিকাশ ঘটে-
i. নান্দনিক চেতনা থেকে
ii. অনুকরণ প্রবণতা থেকে
iii. কথা থেকে
ব্যক্তির চারিত্রিক গুণ বা আচরণ সংযত হয়- (অনুধাবন)
i. যুক্তিবিদ্যার অনুশীলনের মাধ্যমে
ii. নীতিবিদ্যা অনুশীলনের মাধ্যমে
iii. নন্দনতত্ত্ব অনুশীলনের মাধ্যমে
যুক্তির মধ্যে রয়েছে-
i. সৌন্দর্যবোধ
ii. নৈতিকবোধ
iii. আকর্ষণবোধ
আখতার স্যারের অন্যতম গুণ হলো তিনি গুছিয়ে কথা বলেন। গুছিয়ে কথা বলা একটি-
i. চারিত্রিক গুণ
ii. নান্দনিক রূপ
iii. নৈতিক রূপ
'যুক্তিবিদ্যা হলো শীর্ষ আর্ট'। কারণ-
i. যুক্তির মধ্যে রয়েছে সৌন্দর্য ও আকর্ষণীয় দিক
ii. শৈল্পিকতার অন্যতম ভিত্তি হলো যুক্তি
iii. যুক্তির সৌন্দর্য মানুষ গ্রহণ করে বলে
যুক্তিবিদ্যার সঙ্গে সাদৃশ্য রয়েছে-
i. গণিতশাস্ত্রের
ii. ভূগোলশাস্ত্রের
iii. নীতিশাস্ত্রের
যুক্তিবিদ্যার আলোচনার বিষয়বস্তু
i. যুক্তির সাধারণ আকার
ii. যুক্তির বৈধতা বা অবৈধতা
iii. ব্যবহারিক নৈতিকতা
মানুষের সহজাত প্রবণতা হলো-
i. সংবেদন
ii. আবেগ
iii. চিন্তা করা
'২ + ২ = ৪'- উক্ত সমীকরণের সমাধান পেয়ে থাকি-
i. জীববিজ্ঞানের মাধ্যমে
ii. গণিতের মাধ্যমে
iii. যুক্তিবিদ্যার মাধ্যমে
গণিত বলতে বোঝায়-
i. সংগঠন বিষয়ক গবেষণা
ii. পরিবর্তন বিষয়ক গবেষণা
iii. পরিমাণ বিষয়ক গবেষণা
গণিতের উদ্দেশ্য ও লক্ষ্য হলো-
i. অসমাধানযুক্ত সমস্যার অনুসন্ধান করা
ii. সমস্যার সুশৃঙ্খলভাবে সমাধানের ধারণা প্রদান করা
iii. যুক্তিশাস্ত্রকে গণিতশাস্ত্রের মাধ্যমে প্রমাণ করা
গণিত এবং যুক্তিবিদ্যার মধ্যে ব্যাপক বৈসাদৃশ্য বিদ্যমান। কারণ-
i. যুক্তিবিদ্যার ভিত্তি চিন্তন; অন্যদিকে গণিতের ভিত্তি চিন্তন ক্রিয়া
ii. যুক্তিবিদ্যা দর্শনের শাখা; আর গণিত হলো বিজ্ঞানের শাখা
iii. যুক্তিবিদ্যায় বিশ্লেষণিক ও সংশ্লেষণিক উভয় দিকই পরিলক্ষিত হয় কিন্তু গণিতে কেবল বিশ্লেষণিক উক্তি দেখা যায়।
কার্যকারণ সম্পর্ক বিদ্যমান-
i. গণিতে
ii. যুক্তিবিদ্যায়
iii. পদার্থবিদ্যায়
দৈনন্দিন জীবনে ক্যালকুলেশন বা গণনা করতে ব্যবহার হয়-
i. রসায়নবিদ্যা
ii. যুক্তিবিদ্যা
iii. গণিতশাস্ত্র
'p, q, =, =, Σ' এসব প্রতীক বা চিহ্ন ব্যবহার করা হয়-
i. যুক্তিবিদ্যায়
ii. উদ্ভিদ বিদ্যায়
iii. গণিতশাস্ত্রে
(x + y)2 = x2 + y2 + 2xy, এখানে সমীকরণটি কোন বিজ্ঞানের অন্তর্গত?
'ত্রিভুজের দুই বাহুর সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর'- উক্তিটি-
i. গণিতের ক্ষেত্রে লক্ষণীয়
ii. স্বতঃসিদ্ধ ও প্রামাণিক সত্যতা বিদ্যমান
iii. যুক্তিবিদ্যার ক্ষেত্রে লক্ষণীয়