সংখ্যা ও অন্যান্য পরিমাপযোগ্য রাশিসমূহের মধ্যকার সম্পর্ক বর্ণনা করে কোন শাস্ত্র?
সমির পরীক্ষা করে দেখাল যে পাহাড়ের চূড়ায় পারদ কম উত্থিত হয়েছে। সমির যা পরীক্ষা করলো-
i. অবরোহ পদ্ধতির মাধ্যমে সমর্থন
ii. পরোক্ষ সমর্থনের মাধ্যমে প্রমাণ
iii. প্রত্যক্ষ সমর্থনের মাধ্যমে প্রমাণ
নিচের কোনটি সঠিক?
E-যুক্তিবাক্যের প্রতিবর্তন হবে-
প্রতিবর্তনের সিদ্ধান্তকে কী বলা হয়?
যুক্তিবিদ্যার প্রধান উদ্দেশ্য ও লক্ষ্য হলো-
i. বুদ্ধিবৃত্তিক উন্নয়নে সহায়তা করা
ii. সত্যকে অনুসন্ধান করা
iii. মিথ্যাকে যুক্তির মাধ্যমে প্রতিষ্ঠা করা
কিছু মানুষ নয় ডাক্তার কিছু ডাক্তার নয় মানুষ উপরিউক্ত দৃষ্টান্তটি –
i. একটি অবৈধ অবর্তন
ii. O-বাক্যের অবৈধ আবর্তনজনিত অনুপত্তি ঘটেছে
iii. আবর্তনের নিয়ম বিরোধী