গ্রিক 'Ethos' শব্দের অর্থ-
i. আচার-ব্যবহার
ii. রীতিনীতি
iii. চরিত্র
নিচের কোনটি সঠিক?
নীতিবিদ্যার মূল আলোচ্য বিষয় হলো- (উচ্চতর দক্ষতা),
i. সমাজে বসবাসকারী মানুষ
ii. মানুষের ঐচ্ছিক আচরণ
iii. আচরণের মূল্যায়ন
নীতিবিদ্যার জ্ঞান বা শিক্ষা প্রায়োগিক জীবনে সাহায্য করে-
i. ভালো-মন্দ পার্থক্য করতে
ii. বৈধ বা সঠিক চিন্তন সম্পাদিত করতে
iii. নিজের ও অন্যের ত্রুটিপূর্ণ আচরণ ঠিক করতে
নীতিবিদ্যা এবং যুক্তিবিদ্যার মধ্যে সাদৃশ্য বিদ্যমান। কারণ-
i. উভয়ই বিষয়নিষ্ঠ বিজ্ঞান
ii. উভয়ই আদর্শনিষ্ঠ বিজ্ঞান
iii. উভয়ই দর্শনের দুটি শাখা
প্রায়োগিক নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ শাখা হলো-
i. পেশাগত নীতিবিদ্যা
ii. ব্যবসায় নীতিবিদ্যা
iii. চিকিৎসা নীতিবিদ্যা
সত্যের আদর্শ প্রতিষ্ঠা করা যায়-
i. ধর্মের আলোকে
ii. যুক্তির আলোকে
iii. নীতিবিদ্যার আলোকে
'ভালোত্ব-মন্দত্ব', 'ন্যায়ত্ব-অন্যায়ত্ব' বা 'ঔচিত্য-অনৌচিত্য'- এসব বিষয় আলোচনা করা হয়-
i. নীতিবিদ্যায়
ii. যুক্তিবিদ্যায়
iii. ধর্মশাস্ত্রে
কোন প্রতীককে যুক্তিবিদ্যায় প্রতীক হিসাবে ব্যবহার করা হয়??
i. শাব্দিক প্রতীক
ii. অশাব্দিক প্রতীক
iii. গ্রাহক প্রতীক
ইচ্ছাকৃতভাবে কোনো কিছুকে অন্যকিছুর চিহ্ন হিসাবে ব্যবহার করাকে বলে-
i. সংকেত
ii. প্রতীক
iii. সারণি
যখন একটি বিষয় অন্য কোনো বিষয়ের নির্দেশ হিসাবে বিশেষ অর্থ বহন করে তখন তাকে বলে-
i. প্রতীক
ii. সংকেত
iii. চিহ্ন
প্রতীকী যুক্তিবিদ্যায় ধ্রুবক প্রতীক হচ্ছে-
i. উপাদান জ্ঞাপক প্রতীক
ii. গ্রাহক প্রতীক
iii. আকার জ্ঞাপক প্রতীক
যে বচন বা বাক্যে 'এবং' শব্দ ব্যবহার করে একাধিক বক্তব্য প্রকাশিত হয় তাকে বলে-
i. সংযোজক বাক্য
ii. যৌগিক বাক্য
iii. সরল বাক্য
প্রাকল্পিক ও বৈকল্পিক যোজকের প্রতীকের নাম হলো-
i. ফলা প্রতীক
ii. ঢেউ প্রতীক
iii. নাল প্রতীক
প্রাকল্পিক ও সমমানিক বাক্যের যোজক হচ্ছে-
i. ⊃
ii. ≡
iii. ~
p ⊃ q বচনের সত্য সারণি উভয় অঙ্গ বচন F এবং TF হলে চূড়ান্ত স্তম্ভটি হবে যথাক্রমে-
i. F
ii. TF
iii. T
p = q এবং p v q বচন দুটির সত্য সারণির উভয় অঙ্গ বচন F হলে চূড়ান্ত স্তম্ভটি হবে যথাক্রমে-
i. T
ii. F
iii. T F
চের কোনটি সঠিক?
যুক্তি বৈধ হতে পারে-
i. আশ্রয়বাক্য সত্য হয়ে সিদ্ধান্ত মিথ্যা হলে
ii. আশ্রয়বাক্য মিথ্যা হয়ে সিদ্ধান্ত সত্য হলে
iii. যুক্তির সবগুলো বাক্য মিথ্যা হলে
p≡q এর ক্ষেত্রে মূল বচন মিথ্যা হবে-
i. দুটি উপাদান বচন সত্য হলে
ii. দুটি উপাদান বচন মিথ্যা হলে
iii. একটি উপাদান বচন সত্য ও একটি উপাদান বচন মিথ্যা হলে
উদ্দীপকের অন্তর্নিহিত তাৎপর্য-?
i. বিপদ সংকেতের পূর্বাভাস
ii. আবহাওয়ার পূর্বাভাস
iii. নিরাপদ অবস্থানে যাওয়ার সংকেত
প্রতীকের বৈশিষ্ট্য হলো-?
i. এক ধরনের চিহ্ন বা সংকেত
ii. কোনো কিছুর পরিবর্তে ব্যবহৃত হয়
iii. একটি কৃত্রিম বিষয়
যুক্তিবিদ্যায় প্রতীক ব্যবহারের উপযোগিতা রয়েছে?
i. ভাষার দোষত্রুটি এড়ানোর ক্ষেত্রে
ii. যুক্তির আকার নির্ধারণের ক্ষেত্রে
iii. সময়ের অপচয় রোধ করার ক্ষেত্রে