যুক্তিবিদ্যা এবং গণিত বিষয়ে অভিন্নত্ব কোথায়?
পদের ব্যপ্যতার নিয়ম কয়টি?
অরিন জানতে পারে প্রাণিবিজ্ঞানীরা বাঘকে নমুনা হিসেবে গ্রহণ করে ফেলিডা নামক শ্রেণিটি গ্রহণ করে। এক্ষেত্রে বাঘের সাথে যে প্রাণিগুলোর সাদৃশ্য রয়েছে-
i. সিংহ
ii. চিতা
iii. হায়েনা
নিচের কোনটি সঠিক?
শিক্ষক তার ছাত্রকে 'মানুষ' পদের বিভেদক লক্ষণ সম্পর্কে বলতে বলেন। 'মানুষ' পদের উক্ত পুণটি অবশ্যই উল্লেখ করতে হয় কোনটিতে ?
গুণ ও পরিমাণ যুক্তিবিদ্যায় ব্যবহৃত অধিকাংশ পদের দুটি দিক। পদের পরিমাণগত দিক নিয়ে আলোচনা করে 'ক' বিভাগ। 'ক' বিভাগ বলতে কোন শ্রেণিটিকে বোঝাবে?
যৌক্তিক সংজ্ঞা ও যৌক্তিক বিভাগের মধ্যে কী পার্থক্য আছে বলে তুমি মনে কর?