কোনটি উৎপাদন ব্যয়?
একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরণের ভুল?
নিচের কোনটি চলতি মূলধনের অংশ নয় ?
ব্যবসায়ের কাজের জন্য ব্যাংক থেকে টাকা তোলা হলঅ এর জাবেদা হবে-
মেশিনের অবচয় নিধারনের জন্য িএকটি ব্যবসায় প্রতিষ্ঠান প্রতি বছরই মেশিনের ক্রমহ্রাস মান জের পদ্ধতি ব্যবহার করে । পদ্ধতির কোন পরিবরতন করেনা । এ প্রয়োগ হিসাববিজ্ঞানের কোন নীতির উপর নির্ভরশীল ?
একটি কোম্পানির লাভ-ক্ষতি হিসাবের প্রধান সীমাবদ্ধতা হল-
প্রারম্ভিক মূলধন ২,০০,০০০ টকা, বছরের মাঝখানে বিনিয়োগ ৩,০০,০০০ টাকা, মালিকের উত্তোলন ৫০,০০০ টাকা এবং বছরের শেসে মূলধন ৭,০০,০০০ টাকা। মুনাফ কত ?
একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়,মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরনেরে ভুল ?
বিক্রয়কমীর কাছে ভ্যাট হল
নিচের কোনট মুনাফা অনুপাত ?
নিচের কোনটি আরথিক বিবরণীর গুনগত বৈশিষ্ট নয় ?
যদি বাকীত বক্রিত পণ্য ক্রতার নকট হতে ফেরত আসে, তবে সাধারণত য বহিতে লিপিবদ্ধ করা হয় -
চলতি সম্পত্তি লিপিবদ্ধ কর হয়-
যে আর্থিক বিবরণীতে সম্পত্ত দায় ও স্বত্তাধিকারী লিপিব্ধ কর হয় তা হলো -
অভ্যন্তরীণ সত্ত্বা হল-
৩১ শে ডিসেম্বর ২০১০ স্টোনল্যান্ড কোম্পানির সম্পত্তি ৩,৫০০ টাকা এবং সত্ত্বাধিকারী ২,০০০ টাকা। স্টোনল্যান্ড কোম্পানির ৩১ শে ডিসেম্বর ২০১০ এর দায় কত হব ?
সমাপনী দাখিলা জাবেদা এবং খতিয়ানভুক্ত করার পর কোন হিসাবটির ব্যালেন্স শূ্ণ্য হয় ?
আরথিক বিবরণী প্রস্তুত্বের পূরবে যদি হিসাবের সমন্বয় করা না হয় , তা হলে আয়ের উপর তার প্রভাব হবে ?
নিম্নের কোনটি একটি কোম্পানির মালিকানা স্বত্বকে পরিবর্তন করবে না ?
অবিরত মজুদ পদ্ধতিতে একটি ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের রেওয়ালিলের নিম্নর কোন হিসাবের জের থাকবে না ?