চার বছর পূর্বে ঝিলমিল ট্রেডার্স ৫,৫০,০০০ টাকা ব্যয়ে একটি অফিস সরঞ্জাম ক্রয় করে, যার ১০ বছর আয়ুষ্কাল এবং আয়ুশেষে আনুমানিক ভগ্নাবশেষ মূল্য ৫০,০০০ টাকা হবে। সরঞ্জামের ক্ষেত্রে সরল-রৈখিক অবচয় পদ্ধতি ব্যবহার করা হয়। বর্তমানে যদি এই সরঞ্জামটি ৩,০০,০০০ টাকায় বিক্রয় করা হয় তা হলে লাভ বা ক্ষতির পরিমাণ কত হবে?
চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয়ের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?