চৈতি লিমিটেড ভুলক্রমে বকেয়া সেবা আয়ের সমন্বয় সাধন করেনি। আর্থিক বিবরণীতে এর ফলাফল কী হবে?
যদি জনাব লিমনের ব্যবসায়ে প্রারম্ভিক মূলধনের পরিমাণ ৭০,০০০ টাকা এবং সমাপনী মূলধনের পরিমাণ ১,৩০,০০০ টাকা, নিট ক্ষতির পরিমাণ ৪০,০০০ টাকা এবং উত্তোলনের পরিমাণ ৫০,০০০ টাকা হয়, তাহলে বছরব্যাপী তিনি ব্যবসায়ে কত অতিরিক্ত মূলধন প্রদান করেছেন?