সংবিধানের ৭নং অনুচ্ছেদে সাংবিধানিক প্রাধান্যের বিষয়ে বর্ণিত আছে।
৭। (১) প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ, এবং জনগণের পক্ষে সেই ক্ষমতার প্রয়োগ কেবল এই সংবিধানের অধীন ও কর্তৃত্বে কার্যকর হইবে।
(২) জনগণের অভিপ্রায়ের পরম অভিব্যক্তিরূপে এই সংবিধান প্রজাতন্ত্রের সর্বোচ্চ আইন এবং অন্য কোন আইন যদি এই সংবিধানের সহিত অসামঞ্জস্য হয়, তা হলে সেই আইনের যতখানি অসামঞ্জস্যপূর্ণ, ততখানি বাতিল হইবে।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের আইনের খসড়া প্রস্তাবকে 'বিল' বলা হয়।
অর্থ বিল: অর্থবিল বলতে নিম্নলিখিত যে কোন বিষয় সংক্রান্ত বিধিকে বোঝায় ৷
কর আরোপ, কর নিয়ন্ত্রণ, কর রদ বদল, কর মওকুফ বা রহিতকরণ, সরকার কর্তৃক ঋণ গ্রহণ বা কোন গ্যারান্টিদান, সরকারের আর্থিক দায়-দায়িত্ব সংক্রান্ত আইন সংশোধন, সংযুক্ত তহবিলের রক্ষণাবেক্ষণ, অনুরুপ তহবিল থেকে অর্থদান বা অর্থ নির্দিষ্ট-করণ, সংযুক্ত তহবিলের উপর দায় আরোপ বা রহিত-করণ, সরকারি তহবিলে অর্থ প্রাপ্তি, অর্থ রক্ষণাবেক্ষণ বা দান, সরকারের হিসাব-নীরিক্ষা, কোনো জরিমানা বা অন্য কোন অর্থদন্ড আরোপ বা রদবদল, লাইসেন্স ফি বা অন্য কোন কাজের জন্য ফি, স্থানীয় প্রশাসন বা প্রতিষ্ঠান কর্তৃক ধার্য-কৃত কর আরোপ বা রদ অথবা রহিতকরণ।
যে কোন শ্রেষ্ঠ ভাষণমাত্রই প্রচণ্ড উদ্দীপনাময়; মুহূর্তে মানুষকে নবচেতনায় জাগিয়ে তুলে অভীষ্ট লক্ষ্য অর্জনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে তাদের প্রস্তুত করতে পারঙ্গম। ১৯৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রাক্কালে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ সমগ্র বাঙালি জাতিকে নজিরবিহীনভাবে ঐক্যবদ্ধ এবং স্বাধীনতার মন্ত্রে উজ্জীবিত করেছিল।
জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেস্কো প্যারিসে অনুষ্ঠিত এর দ্বিবার্ষিক সম্মেলনে ৩০ অক্টোবর ২০১৭ তারিখে বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে 'বিশ্ব ঐতিহ্য দলিল' হিসেবে স্বীকৃতি দিয়ে তা সংস্থাটির 'মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে' অন্তর্ভুক্ত করেছে।
বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে ১৯৭০ সালের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাইলফলক। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে ১৯৭০ সালের নির্বাচন যে ভূমিকা রেখেছিলো তার কতিপয় উল্লেখ করা হলো-
পদ্মা নদীর উপর নির্মীয়মাণ সেতুর দৈর্ঘ্য ৬.১৫ কিলোমিটার এবং প্রস্থ ১৮.১০ মিটার। ২০১৯ সালে পদ্মা সেতুর ব্যয় দাঁড়িয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা (প্রাথমিক ভাবে যা ছিল ১০ হাজার ১৬১ কোটি ৭৫ লক্ষ টাকা)। পদ্মা সেতু নির্মাণের এ বিপুল পরিমাণ অর্থ দেশীয় অর্থায়নে যোগান দেওয়া হবে। পদ্মা সেতু যোগ করেছে মাওয়া (মুন্সিগঞ্জ) এবং জাজিরা (শরিয়তপুর)। সেতুটির মোট পিলার ৪২টি এবং স্প্যান ৪১টি।
বাংলাদেশের তিনটি পার্বত্য নদীর নাম লিখুন ।
বাংলাদেশের তিনটি পার্বত্য নদীর নাম হলো সাঙ্গু, মাতামুহুরী ও কর্ণফুলী ।
করতোয়া, হালদা ও গোমতী নদীর উৎপত্তি স্থান ও পতিত মুখের নাম লিখুন ৷
নদীর নাম করতোয়া হালদা গোমতী উৎপত্তিস্থল সিকিমের পার্বত্য অঞ্চল খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ ভারতের ত্রিপুরা পাহাড়ের ডুমুর পতিত মুখ কাটাখালি হয়ে বাঙ্গালী নদী চট্টগ্রামের রাউজানে কর্ণফুলী নদী কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা নদী