ঢাকা শহরের বায়ু দূষণের মূল কারণগুলো হলো-
বায়ুতে সিসা ও কার্বন মনো-অক্সাইড এর মাত্রাতিরিক্ত বৃদ্ধি। এছাড়াও নাইট্রোজেন অক্সাইড ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড সালফার ডাই-অক্সাইড সহ বিভিন্ন ধরণের ক্ষতিকর উপাদান বৃদ্ধি পেয়েছে।

Created: 3 months ago | Updated: 6 days ago

পরস্পর সম্পর্কযুক্ত তথ্য উপাত্তের সমাহার বা সমাবেশকে বলা হয় ডাটাবেস/ডাটাবেজ।

রোবট সোফিয়া হলো কৃত্রিম বুদ্ধিমত্তার একটি রোবট যা মানব আকৃতিতে তৈরি করা হয়েছে এবং এটি সামাজিক যোগাযোগ করতে সক্ষম। রোবট সোফিয়া এর নির্মাতা হংকংভিত্তিক প্রতিষ্ঠান হ্যানসন রোবটিক্সের কর্ণধার ডেভিড হ্যানসন। হলিউড অভিনেত্রী অড্রে হেপবার্নের মতো দেখতে। তিনি বাংলাদেশে আসে ৫ ডিসেম্বর ২০১৭ সালে। সৌদি আরব ২৫ অক্টোবর ২০১৭ সালে তাকে নাগরিকত্ব প্রদান করে ।

অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স হতে যদি ইনস্যুলিন নিঃসরণ বন্ধ হয়ে যায় তাহলে Diabetes রোগ হয়। ইনস্যুলিন রক্তের গ্লুকোজকে ভেঙে শক্তি উৎপাদন করে। আর অগ্ন্যাশয়ের আইলেটস অব ল্যাঙ্গারহেন্স হতে যদি ইনস্যুলিন নিঃসরণ বন্ধ হয়ে যায় তাহলে রক্তের অতিরিক্ত গ্লুকোজ দেহে বিভিন্ন ধরণের জটিলতা সৃষ্টি করে যাকে Diabetes বলে। রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করার জন্য Diabetes রোগীকে Insulin দেয়া হয়।

ডেঙ্গু হলো এডিস মশা বাহিত একটি রোগ ।
ডেঙ্গু জ্বরের লক্ষণ: তীব্র জ্বর ও মাথা ব্যথা; শরীরের বিভিন্ন অংশে যেমন: মাংসপেশী, কোমর, অস্থি সন্ধি ইত্যাদিতে প্রচণ্ড ব্যথা; শরীরে র‍্যাশ উঠা ইত্যাদি ।

নাটোর জেলা ও নাটোরের লালপুর উপজেলায় বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে কম ৷

Related Sub Categories