রৈখিক গতির ক্ষেত্রে বলের যে ভূমিকা, কৌণিক গতির ক্ষেত্রে কোনটির সেই ভূমিকা?
সরল ছন্দিত গতির বৈশিষ্ট্য নয় কোনটি?
রুদ্ধতাপে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক-
যে বস্তু তার উপর আপতিত সকল বিকিরণ শোষণ করে নেয় তাকে বলে?
একটি ইঞ্জিন 3400 J তাপ গ্রহন করে এবং 2400 J তাপ বর্জন করে। ইঞ্জিনটি দ্বারা সম্পাদিত কাজের পরিমাণ নির্ণয় কর?
একটি কর্নো ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা 227ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস, ইঞ্জিনের দক্ষতা কত?
একটি রোধের গায়ে বাদামী, কাল ও সোনালী রং দেওয়া আছে। রোধের মান কত?
হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত?
কোন তেজক্রিয় পদার্থের অধায়ু 3 মিনিট হলে েএর ক্ষয় ধ্রুবকের মান কত?
একটি পরিবাহকের ধারকত্ব 40F. এত কত চার্জ প্রদান করলে এর বিভব 8V হবে?
নিউটনের তৃতীয় সূত্রের প্রয়োগ নয় কোনটি?
বল ও সরণের মধ্যবর্তী কোণের মান কত হলে কাজের পরিমাণ শূন্য হয়?
বায়ুর গতিবেগ নির্ণয়ের জন্য –