প্রদত্ত বর্তনীতে R3 রোধে তড়িৎপ্রবাহ কত?
একটি আনুভূমিক বিদ্যুৎ সরবরাহ লাইনে 70 A তড়িৎ প্রবাহিত হচ্ছে । লাইনের 2m নিচে চৌম্মক ক্ষেত্রে মান কত?
একটি বিন্দু চার্জ হতে 2m দূরত্বে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান E হলে,1 m দূরত্বে তড়িৎক্ষেত্রের প্রাবল্যের মান কত?
যদি 5A তড়িৎ 3 ঘণ্টা ধরে একটি বাতির মধ্য দিয়ে প্রবাহিত হয় তাহলে ঐ বাতির মধ্যে দিয়ে প্রবাহিত চার্জের মান
10 cm দৈর্ঘের 2A তড়িৎ প্রবাহবিশিষ্ট একটি তারকে 0.2 T চৌম্বকক্ষেত্রের লম্বভাবে স্থাপন করা হলো । তারের উপর প্রযুক্ত বল কত?
10,000 kg জ্বালানীসহ একটি রকেটের ভর 15000 kg । জ্বালানী যদি 200 kg /s হারে পুড়ে রকেটের সাপেক্ষ 2000 m /s বেগে নির্গত হয়, তাহলে রকেটের উপর উপযুক্ত ধাক্কা বা থ্রাষ্ট কত?
1 g ভরের একটি বস্তুকে 0.5 m ব্যাসার্ধের একটি আনুভূমিক বৃত্তাকার পথে 2m /s সমদ্রুতিতে ঘোরানো হচ্ছে। এক পূর্ণ ঘূর্ণনের জন্য প্রয়োজনীয় কাজের মান কত?
3d2xdt2 +27 x =0 সমীকরণটি একটি সরল ছন্দিত স্পন্দন বর্ণনা করে। এই স্পন্দনের কৌণিক কম্পাংক কত?
দুইটি কণার মধ্যে মহাকর্ষ বলের মান কেমন পরিবর্তন হবে যদি একটি কণার ভর পূর্বের দ্বিগুণ, অন্য কণার ভর তিনগুন করা হয় এবং একই সাথে তাদের মাঝের দূরত্ব দ্বিগুণ করা হয়?
E শক্তির একটি ফোটনের তরঙ্গদৈর্ঘ্য কত?
1 মিটার দৈর্ঘের একটি স্কেল তার প্রস্থ বরাবর 0.95 C বেগে চলমান হলে ল্যাবে এর পরিমিত দৈর্ঘ্যের মান কত?
ঘড়ির মিনিটের কাটার কৌণিক বেগের মান -
সর্বনিম্ন কত বেগে ভুপৃষ্ঠ হতে (m) ভরের একটি বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর কখনো ফিরে আসবে না ?
কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুণ করা হলে, তার অণুগুেলোর rms বেগ কতগুণ বৃদ্ধি পায়?
একটি মাধ্যমে 600 Hz ও 400Hz কম্পাঙ্কের দুটি শব্দ তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 1m হলে ঐ মাধ্যমে শব্দের বেগ কত?
নিম্নের কোন তরঙ্গের প্রসারণ এর জন্য মাধ্যমের প্রয়োজন হয়?
সমবাহু ত্রিভুজাকৃতির একটি প্রিজমের প্রতিসরাংক 2 হলে এর ন্যূনতম বিচ্যূতি কোণ কত?
একটি আদর্শ স্প্রিং -এর শেষ প্রান্তে ঝুলানো একটি ভর T পর্যায়কালে নিয়ে উল্লম্বভাবে স্পন্দিত হয়। এখন স্পন্দনের বিস্তার দ্বিগুণ করা হলে , নতুন দোলনকাল হবে -
একটি পাতলা ফিল্মের উপর একবর্ণী আলো উল্লম্ভভাবে আপতিত হলো। যদি ফিল্মের ভেতর আলোর তরঙ্গদৈর্ঘ্য λ হয়, তবে সর্বনিম্ন কত পুরুত্বের জন্য প্রতিফলিত আলো সবচেয়ে বেশি উজ্জ্বল হবে?
বাইনারী সংখ্যা 1100112 এবং 1011012 এর যোগফল -
NGC 4472 গ্যালাক্সি আমাদের গ্যালাক্সির সাপেক্ষে 770 (km/s) দ্রুতিতে দুরে সরে যাচ্ছে। হাবল ধ্রুবল 55 (km/s) MPc হলে, আমাদের গ্যালাক্সি থেকে NGC 4472 গ্যালাক্সির দূরত্ব কত?
নিম্নের কোন উক্তিটি ফোটনের ক্ষেত্রে সঠিক নয়?
একটি আদর্শ গ্যাসের ক্ষেত্রে Cp/Cv=x হলে, নিচের কোন সর্ম্পকটি এক মোলের জন্য সঠিক?
একটি কণার স্বাধীনতার মাত্রার সংখ্যা 5 হলে শক্তির সমবিভাজন নীতি অনুযায়ী কণাটির মোট শক্তি কত?
হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষের শক্তি - 13. 6 V হলে এর দ্বিতীয় কক্ষের শক্তি কত?
যদি তড়িৎপ্রবাহের সমীকরণ I (t) =20 sin ( 628t) হয়, তাহলে তড়িৎ এর কম্পাঙ্ক ও rms মান কত?
একটি কানো ইঞ্জিনের জন্য যদি তাপ উৎসের তাপমাত্রা অপরিবর্তিত রেখে তাপ গ্রাহকের তাপমাত্রা ধীরে ধীরে কমানো হয়, তাহলে ইঞ্জিনের কর্মদক্ষতা কেমনভাবে পরিবর্তিত হবে?
নিচের কোন সরণ বনাম সময় লেখচিত্রটি সমবেগে চলমান বস্তুর গতি ব্যক্ত করে?