দুটি সুর শলাকার কম্পাংক যথাক্রমে 128 Hz এবং 256 Hz। রায়ুতে এদের দ্বারা সৃষ্ট শব্দ তরঙ্গদৈর্ঘ্যর অনুাপাত কত?
তাপমাত্রা স্থির থাকলে কোন পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের?
যদি কোন স্তানের ভূচুম্বক ক্ষেত্রের আনুভূমিক ও উলম্ব উপাংশ সমান হয় তবে বিনতি কোণ কত?
নিম্নের কোন রাশিটির কোন মাত্রা বা একক নেই?
একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুন্ডলীতে পাক সংখ্যা যথাক্রমে 100 ও 200। মূখ্য কুন্ডলীতে ভোল্টেজ 220 হলে, গৌণ কুন্ডলিতে কত?
একটি সরল দোলকের ভূ-কেন্দ্রের দোলন কাল কত?
কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফরেনহাইট স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়?
2N বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে60 ডিগ্রি কোণ উৎপন্ন করে 5 সেমি দুরে সরে গেলে কাজের পরিমাপ কত?
একটি 204V ও 60W লেখা বৈদ্যুতিক বাল্বের মধ্যে দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহ মাত্রা কত?
প্রোটন ও ইলেকট্রনের মধ্যে আকর্ষণের জন্য কোন মৌলিক বলটি দায়ী?
হিগস প্রক্রিয়াটি কি?
একটি অবতল দর্পনের জন্য ফোকাস দুরুত্ব 12Cm দর্পণ হতে 4cm দূরে একটি বস্তু রাখলে প্রতিবিম্বের অবস্থান কত দূরে হবে?
যে সব পদার্থের পারমানবিক সংখ্যা অভিন্ন কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলা হয়?
কৃঞ্চগহ্বর হলো একটি তারকা যার-
গ্যাসের গতিতত্ত্ব অনুসারে 0k তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি কত হবে?
রুদ্ধতাপে চাপ ও আয়তনের মধ্যে সম্পর্ক কোনটি?
দুটি ভেক্টর রাশির প্রতিটির মান 7 িএকক। এরা পস্পর 120 ডিগ্রি কোণে একই সাথে কোন বিন্দুতে ক্রিয়াশিল ।এদের লদ্দির মান কত?