একটি বর্গক্ষেত্রের দুইটি বাহুর সমীকরণ y - 4 = 0 এবং y - 8 = 0 বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কোনটি?
i=-1 হলে i999 এর সমান কোনটি?
ax2 + bx + c = 0 সমীকরণের মূলদ্বয় α, β হলে 1α, 1β মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ কোনটি?
f(x)=xx ফাংশনের বিস্তার কোনটি?
∫dx4+x2 এর সমান কোনটি?
y = x2 + 1 হলে কোন বিন্দুতে y ও dydx এর মান সমান?
Cos4x এর পর্যায় কোনটি?
sin-1x + sin-y = π2 হলে x2 +y2 এর মান কোনটি?
x2-2x+3 এর সর্বনিম্ন মান কোনটি?
a + b + c9 এর বিস্তৃতিতে পদসংখ্যা কয়টি?
x-x1x-x2+y-y1y-y2= 0 সমীকরণটি কোনটি প্রকাশ করে?
limx→0sin7x4x এর মান কোনটি?
2x - 3<7 অসমতাটির সমাধান কোনটি?
দ্বিমিক সংখ্যা 11010011 এর মান কোনটি?
কোন দ্বিঘাত সমীকরণের একটি মূল 2 -3i হলে সমীকরণটি হয়-
যটিল সংখ্যা 2i এর বর্গমূল কোনটি?
sin10° sin50° sin70° - এর মান হবে-
1 থেকে 20 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি হতে একটি সংখ্যা খুশিমত নিলে উহা 3 বা 5 এর গুণিতক হওয়ার সম্ভাবনা কোনটি?
y=x2-4x+7 ফাংশনের স্কেচ অংকন কর। একই সাথে ফাংশনের ডোমেন, রেঞ্জ, সিমেট্রিক লাইন সর্বোচ্চ/সর্বনিম্ন মান, এবং X-অক্ষ ও Y-অক্ষ হতে কর্তিত অংশ বের কর।
1+2i1-3iকে r(cosθ+i sinθ) আকারে প্রকাশ কর।
1+2i1-3iকে rcosθ+i sinθ আকারে প্রকাশ কর।
যদি A=4321এবং AB=101747 হয় তবে B ম্যাট্রিক্স এর উপাদানসমূহ বের কর।
একটি সমবৃত্তভুমিক কোণকের মধ্যে একটি খাড়া বৃত্তাকার সিলিন্ডার স্থাপন করা আছে। সিলিন্ডারের বক্রতল বৃহত্তম হতে হলে দেখাও যে, সিলিন্ডারের ব্যাসার্ধ কোণকের ভূমির ব্যাসার্ধের অর্ধেক।
(2x2+Px3)10 এর বিস্তৃতিতে x5 এবং x15 এর সহগ এর সমান P হলে এর ধনাত্মক মান নির্ণয় কর।
একটি বৃত্তের সমীকরণ নির্ণয় কর যা x-অক্ষকে স্পর্শ করে এবং (1, 1) বিন্দু দিয়ে যায় এবং যার কেন্দ্র প্রথম চতুর্ভাগে x+y=3 রেখার উপর অবস্থিত।
P এবন Q সমান্তরাল ও সদৃশ বল। P বলের ক্রিয়া রেখাকে এর সমান্তরাল বরাবর Q বলের দিকে x দূরত্বে সরানো হলে এদের লব্ধি d দূরত্বে সরে যায়। প্রমান কর যে,
দুটি রেখা (-1, 2) বিন্দু দিয়ে যায় এবং তারা 3x-y+7=0 রেখার সাথে 45° কোণ উৎপন্ন করে। রেখা দুটির সমীকরণ নির্ণয় কর এবং তাদের স্মীকরন হতে দেখাও যে, তারা পরস্পর লম্বভাবে অবস্থান করে।
দুজন ছাত্রকে একটি দ্বিঘাত সমীকরণ সমাধান করতে বলা হল। একজন ছাত্র সমীকরণের x এর সহগটি ভুল লিখে 2 এবং 6 এই বীজ দুটি পেল। অপর ছাত্র ধ্রুবক পদটি ভুল লিখে 2 এবং -9 এই বীজ দিটি পেল। নির্ভুল সমীকরণের বীজগুলো নির্ণয় কর।
tanθ+tanπ3+θ+tan2π3+θ কে tan 3θ এর মাধ্যমে প্রকাশ কর।
যদি y=f(x) এবং x=1z হয়, তবে দেখাও যে, d2fdx2=z4d2ydz2+2z3dydz
একটি পাত্রে নয়টি বল আছে, যার মধ্যে দুইটি লাল, তিনটি নীল এবং চারটি কালো। তিনটি বল পাত্র থেকে দৈবভাবে নেওয়া হল। (ক) বল তিনটি ভিন্ন রংয়ের এবং (খ) বল তিনটি একই রংয়ের হওয়ার সম্ভাবনা কত?
y2 = ax এবং x2+y2=4ax রেখাদ্বয়ের অন্তবর্তী এলাকার ক্ষেত্রফল নির্ণয় কর।
f(x)=sin3x হলে limh→0 f(x+3h)-f(x)3h এর মান নির্ণয় কর।
ABC ত্রিভুজের শীর্ষত্রয় A(1,2,3), B(2,3,1) এবং C(3,1,2) হলে, ভেক্টর পদ্ধতিতে ABC ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় কর।
CALCULUS শবটির বর্ণগুলোর সবগুলোকে একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়? এই বিন্যাসগুলোর কতগুলোতে প্রথম ও শেষে একই অক্ষর থাকবে?
যদি sinx + siny = a এবং cosx + cosy = b হয়, তবে দেখাও যে, sin12x-y=±124-a2-b2
মূলবিন্দু হতে 3x +4y =10 রেখাটির লম্ব দূরত্ব -
সাধারণ জ্যা এর সমীকরণ নির্ণয় কর যখন বৃত্তের সমীকরণ - x2+y2-4x+6y-36=0 এবং x2 +y2-5x+8y-43=0
C6n=C8n হলে C19n এর মান হচ্ছে -
α সূক্ষ্মকোণে হলে, xcosα+ysinα =4 এবং 4x + 3y= সমান্তরাল রেখাদ্বয়ের দূরত্ব-
C8n =C8n হলে Cn16 এর মান হচ্ছে -
একটি বাক্সে 10 টি সাদা ও 5 টি কালো রং এর মার্বেল আছে। বাক্স থেকে নিরপেক্ষ ভাবে 2 টি মার্বেল উঠিয়ে নিলে প্রতিবারে দু'টি ভিন্ন রং এর মার্বেল পাওয়ার সম্ভব্যতা কত?
যদি tan α +tanβ =b, cotα + cotβ=a এবং α +β=θ হয়, তবে tanθ=?
নিম্নের কোন ফাংশনটির পর্যায় 2π নয়?
f: R→R, যেখানে f(x) =x2-2|x| এবং g:R→R, যেখানে g(x)=x2+1; "(g of ) (-4) " এর মান কত?
x>0 এর সাপেক্ষে e ভিত্তিক log1x এর অন্তরক -
∫5-x5+xdx=?
|x|=|y| থেকে নিচের কোনটি নির্দেশিত হয়?
4x2-6x-(p+2) =0 সমীকরণের একটি মূল অপরটির দ্বিগুণ হলে, p- এর মান কোনটি?
9x2-16y2-36x-32y-124=0 সমীকরণ সূচিত বক্ররেখাটি কি নির্দেশ করে?