যে কক্ষপথে কৃত্রিম উপগ্রহ স্থির থাকে তাকে কি বলে ?
5 ফুট লম্বা এক ব্যক্তি একটি খাড়া সমতল দর্পণে তাহার পূর্ণ প্রতিবিম্ব দেখতে চায় । এ ক্ষেত্রে দর্পণের ন্যূনতম উচ্চতা কোনটি হওয়া উচিত ?
রাস্তার বাঁকে সাইকেল আরোহীর নতি কোণের মান কিসের উপড় নির্ভর করে না?
সর্বনিম্ন কত বেগে কোন বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে তা আর পৃথিবীতে ফিরে আসবে না ?
ধাতব পদার্থের ক্ষেত্রে পয়সনের অনুপাত কত ?
গ্রীন হাউজ প্রতিক্রিয়া কোন সূত্রের সাহায্যে ব্যাখ্যা করা যায় ?
1 m ব্যাসার্ধ এর একটি গোলাকার পরিবাহীর পৃষ্ঠে IC চার্জ স্থাপন করলে কেন্দ্র হতে 0.5 m দূরে তড়িৎ প্রাবল্য কত হবে ?
6Ω রোধের একটি তারকে টেনে তিনগুন লম্বা করা হলে তারটির বর্তমান রোধ কত হবে ?
1.5 প্রতিসরাঙ্কের কাঁচ দ্বারা নির্মিত একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব এবং বক্রতার ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কোনটি ?
1.4 μF ধারকত্ব বিশিষ্ট একটি ইলেকট্রনিক যন্ত্রের টার্মিনাল দ্বয়ের মধ্যে 3000V বিভব পার্থক্য দেয়া হলো । ধারকে সঞ্চিত শক্তির পরিমাণ কত ?
একটি জলাশয়ের প্রকৃত গভীরতা 6 m প্রতিসরাঙ্ক পানির জন্য 43 হলে এর আপাত গভীরতা কত ?
প্লাটিনামের কার্যাপেক্ষক 6.31ev হলে সূচন কম্পাঙ্ক কত ?
দীর্ঘ দৃষ্টি প্রতিকারে কোন লেন্স ব্যবহৃত হয় ?
সরল দোলককে কৃত্রিম উপগ্রহের অভ্যন্তরে নিলে দোলন কত হবে ?
সবচেয়ে কম ভরের কণিকা কোনটি ?
বস্তুর যে ধর্মের জন্য গ্লাসের গায়ে পানির ফোটা লেগে থাকে তা হলো-
কাঁচ ও পারদের মধ্যকার স্পর্শকোণ কোনটি
10 cm ফোকাস দূরত্বের একটি অবতল দর্পণের সামনে কত দূরে বস্তু স্থাপন করলে বস্তুর সমান আকারের সদবিম্ব পাওয়া যাবে ?
100 ডাইনের একটি বল 25 গ্রাম ভরের স্থির বস্তুর উপর 5 সেকেন্ড ক্রিয়া করলে বেগ কত হবে ?
4 টি ঘণাকৃতি পাথর খন্ডের প্রতিটির ভর 250 kg এবং উচ্চতা 0.5 m একটির উপর একটি রেখে স্তম্ভ প্রস্তুত করতে কৃত কাজের পরিমাণ হবে-
পৃথিবী ও মঙ্গল গ্রহের অভিকর্ষীয় ত্বরণের অনুপাত 2062 : 1 । পৃথিবীতে একটি লোকের ওজন 100 পাউন্ড হলে মঙ্গল গ্রহে তার ওজন কত হবে ?
একটি বায়ুর বুদবুদের আয়তন একটি হ্রদের তলদেশ হতে তার পৃষ্ঠে ওঠার পর বৃদ্ধি পেয়ে 10 গুন হয় । হ্রদের পৃষ্ঠে বায়ুমন্ডলের চাপ 0.76 m (of Hg) হলে হ্রদের গভীরতা কত ?
1 kg ভরের একটি বস্তু 3 মিটার উঁচু হতে পড়ে তাপে রূপান্তরিত হলে তাপের পরিমাণ কত হবে ?
নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় ?
শূন্যস্থানে আলোর বেগ 3×108 ms-1 হলে কেরোসিনে আলোর বেগ কত ? [কেরোসিনের প্রতিসরাংস = 1.44]
অবতল দর্পনের প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, যদি-
বার্ধক্য দৃষ্টি ও বিষম দৃষ্টি দূরীকরণের জন্য ব্যবহৃত হয়, যথাক্রমে-
কোনটি ভুল ?
1 Kg ভরের বস্তুকে 90.8 m/s বেগে উপরে ছোড়া হলে কতক্ষণ পর উহা ভূমিতে ফিরে আসবে ?
4000 kg ভরের একটি ট্রাক 50 km/h বেগে চলার সময় উপর থেকে হঠাৎ 1000 kg ভরের একটি বস্তু ট্রাকের উপর ফেলা হলো । এখন ট্রাকের গতি কত হবে ?
প্রতি মিনিটে 600 kg পানি 75 m উচ্চতায় উত্তোলন করতে কত অশ্ব শক্তির প্রয়োজন ?
1
7.5
10
কোনোটিই নয়
একটি সরল দোলক 2 সেকেন্ডে দোলন সম্পন্ন করে । দোলকটির দৈর্ঘ্য কত ?
কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায় ?
80°C তাপমাত্রার গরম পানি 0°C তাপমাত্রার সমপরিমাণ বরফের সাথে মিশালে নতুন তাপমাত্রা কত হবে ?
100°C তাপমাত্রার 1 kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে কত এনট্রপির পরিবর্তন হয় ?
পানি সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 9/8. বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 3/2. বায়ু সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত ?
একটি হিটার 220 V লাইন হতে 3amp প্রবাহ গ্রহণ করে । হিটারটি 1hr ব্যবহার করা হলে কত kWh ব্যায় হবে ?
যে যন্ত্রের সাহায্যে কোন বর্তনীর তড়িৎ প্রবাহ মাপা হয় তাকে বলে-
বেতার তরঙ্গ দৈর্ঘ্যের বিস্তৃতি-
একটি অবতল দর্পনের ফোকাস দূরুত্ব 50 cm । দর্পন হতে কত দূরে বস্তু রাখলে সমান বাস্তব প্রতিবিম্ব পাওয়া যাবে ?
১ নং চিত্রে V1, V2,V3 ভোল্টেজের মান নির্ণয় কর এবং সংশ্লিট ক্যাপাসিটরের চার্জ নির্ণয় কর ।
1:2 বিচ্ছুরণ ক্ষমতা বিশিষ্ট ক্রউন কাঁচের একটি উত্তল ও ফ্লিন্ট কাঁচের একটি অবতল লেন্স সংলগ্ন রেখে 30cm ফোকাস দূরত্বের একটি অবার্ন অবতল লেন্স তৈরী করতে হলে লেন্সদ্বরে ফোকাস দূরত্ব কত হবে ?
একটি মিটার গেজ রেললাইনের একটি বাকের ব্যাসার্ধ 816 মি. । ঘন্টায় ৭২ কি.মি. বেগে চলন্ত একটি ট্রেনের নিরাপত্তার স্বার্থে বাঁকের স্থানে ব্যাংকিং এর জন্য বাঁকের লাইনের পাতকে ভিতরের লাইনের পাত অপেক্ষা কত উচুতে রাখতে হবে।
একটি সিলিন্ডারে রক্ষিত অক্সিজেন গ্যাস আয়তন 1X10-2M3 তাপমাত্রা 300K এবং চাপ 2.5X105NM-2 । তাপমাত্রা স্থির রেখে কিছু অক্সিজেন বের করে নেয়া হল । চাপ কমে হল। ব্যবহৃত অক্সিজেনের ভর নির্ণয় কর ।
7.6 x 1014 Hz কম্পাংক বিকিরণ কোন ধাতব পৃষ্ঠ আপতিত হলে সর্বোচ্চ 1.8 x 10-19j শক্তি সম্পন্ন ইলেকট্রন নিঃসৃত হয়। ঐ ধাতু পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসরণের জন্য সর্বনিম্ন কত কম্পাকের বিকিরণ প্রয়োজন হবে ?[প্লাংকের ধ্রুবক = 6.62 x 10-34js]
কোন স্প্রিং এর এক প্রান্তে 40cm ভরের একটি বস্তু সরল ছন্দিত স্পন্দন আন্দোলিত হবার সময় বস্তুটি তার সামাব্যস্থা থেকে সর্বাধিক 12cm দূরে সরে যাচ্ছে এবং বস্তুটির পর্যাকাল 1.5 sec । স্প্রিং ধ্রুবক এবং সাম্যাবস্থা থেকে 6 cm দূরের অবস্থান বস্তুটির দ্রুতি কত ?
একটি ইঞ্জিন স্থির দর্শক অতিক্রমকালে এর হুইসেলের আপাত প্রতীয়মান কম্পাংক 6:5 অনুপাতে পরিবর্তন হয়। যদি বাতাসে শব্দের বেগ 341m/s হয় , তবে ইঞ্জিনের বেগ নির্ণয় কর ।
একটি ক্যামেরাতে দূরের ভুমির দৃশ্য পস্কিারভাবে আসে যখন ক্যামরাটির লেন্স 8cm দুরে। 80cm দুরের একটি ম্যাপ পরিস্কারভাবে ক্যামরাতে পেতে ক্যামেরায় লেন্সর দূরত্ব কি ধরনের পরিবর্তন কতে হবে ?
একটি লােক লাঠির একপ্রান্তে বাঁধা একটি বােঝা কাঁধে বহন করছে। বােঝাটির ওজন W এবং লােকটির কাধ হতে বােঝাটির ও লােকটির হাতের দূরত্ব যথাক্রমে 1 metre এবং 12 metres লােকটির কাঁধের উপর চাপ কত?
যদি A→ = i^+ 2j^- 3k^ এবং B→= 3i^-j^+ 2k^ হয়,তাহলে A→+ B→ এবং A→-B→ মধ্যবর্তী কোণ হবে-