একটি সরল দোলকের ফাঁপা দোলক পিন্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে এর দোলনকালের কি ঘটবে ?
কোন রঙের কাপে কফি বেশিক্ষণ গরম থাকে ?
কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং এর টান চারগুণ করা হলে তারের কম্পাংকের কিরূপ পরিবর্তন ঘটবে ?
কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ?
কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হলে এবং তার মধ্যে দিয়ে এক এ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে সেই পরিবাহকের পরিবাহিতা কে কি বলে ?
তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনটির রোধ বৃদ্ধি পায় না ?
নীচের কোনটি দুই তরল বিদ্যুৎ কোষ ?
নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় ?
নীচের কোনটির উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে ?
সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি মান যে কোনো একটি বলের -
কোনটি সঠিক নয় ?
কোনটি অদিক রাশি ?
পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুন এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুন বড় । চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত হবে ?
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রূব সংখ্যাকে বলে -
কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তন কালের মধ্যে সম্পর্ক-
একটি কক্ষের তাপমাত্রা 27°C । ফারেনহাইট স্কেলে এর মান কত ?
একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভাব পার্থক্য 150 V হলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত ?
একটি মোটরগাড়ীর হেড লাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে । প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত ?
একটি বৈদ্যুতিক হিটার 220 V সরবরাহ লাইন থেকে 2A বিদ্যুৎ গ্রহণ করে । হিটারটি 500hr ব্যবহার করলে কত KW-hr ব্যয় হবে ?
নাইট্রোজেনের কোন অক্সাইডকে নাইট্রিক ও নাইট্রাস উভয় এসিডের মিশ্র অ্যানহাইড্রাইড বলে ?
মাটির অম্লত্বকে নিয়ন্ত্র করে -
কোন ক্লোরিক এসিড বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় ?
হাইড্রোজেনের আইসোটােপ নয় -
আনারসের রসে OH- এর মান 10-10 moI/L হলে এর pH হবে-
এক অনু গ্লূকোজ ও এক অনু গ্যালাক্টোজ ঘনীভবন বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি করে এক অনু-
কোনটি প্রোটিনকে আর্দ্র বিশ্লেষণ করতে পারে না ?
এস্টার বন্ড থাকে কোনটিতে ?
দুধের প্রোটিনের নাম-
নিদ্রাকরকরূপে ব্যবহৃত হয় -
ইলেক্ট্রন স্থানান্তর ও ভাগাভাগির মূলনীতি হলো -
কপার লবণের উপস্থিতিতে অ্যাসিটিলিন হাইড্রোসায়ানিক এসিডে সাথে যে বিক্রিয়া দেয়, তা-
অনার্দ্র খনিজ এসিডের উপস্থিতিতে অ্যালডিহাইড দুই অনু অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে-
যে বিদ্যুৎ কোষ নিজের রাসায়নিক শক্তি থেকে সরাসরি বিদ্যুৎ উৎপন্ন করে বিদ্যুৎপ্রবাহ বজায় রাখে, তাকে বলা হয়-
CI2 অণুর মধ্যে বন্ধন প্রকৃতি হলো-
HN3 যৌগটির সঠিক নাম-
কোনটি তীব্র এসিড নয় ?
কোনটি সোডিয়ামের যৌগ নয় ?
5x2+6x2+7x+8=0 সমীকরণের মূলত্রয়ের গুণফল কোনটি ?
4x2+kx+1=0 সমীকরণের মূলদ্বয় সমান হলে k এর মান কত ?
x = 2, x = 5, y = 1, y = 3 রেখাগুলো দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ একক ?
বৃত্তের পরিধি বৃদ্ধির হার এর ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ ?
বৃত্তের কেন্দ্রের স্থানাংক (-4,-3), এবং তা Y অক্ষকে স্পর্শ করে । বৃত্তটির ব্যাসার্ধ কত একক ?
কোনো গোলকের ব্যাসার্ধ r হলে এর আয়তন বৃদ্ধির হার ব্যাসার্ধ বৃদ্ধির হারের কত গুণ ?
একটি নবভূজের কর্ণের সংখ্যা কত ?
sin 2θ এর মান কোনটি ?
x2+x+1 এর ক্ষুদ্রতম মান কোনটি ?
tan-1(2x+3)+cot-1(2x+3) এর মান কোনটি ?
C0n এর মান কোনটি ?
x + y=0 এবং x - y=0 রেখাদ্বয়ের মধ্যবর্তী কোণটি কত ?
tan2θ=13 হলে θ এর সাধারণ মান কোনটি ?
log(logx) এর অন্তরক সহগ হলো -
x = 0, y = 0 এবং x + y =1 রেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজটি হবে -
SHEREBANGLA শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে সাজানো যায় কত প্রকারে ?
∫01exxdx এরে মান হবে-
পরিপক্ক হওয়ার পর যে ফল ওপর থেকে ফেটে যায় তা কোন প্রকারের ?
অত্যাবশ্যক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড প্রাপ্তির জন্য কোন তেল বেশি উপকারী ?
কোলেস্টেরল (Cholesterol) কোন জাতীয় পদার্থ ?
DNA অনুর নাইট্রোজেন বেস কত প্রকার ?
দাঁতের এনামেল কোন জার্মলেয়ার থেকে উৎপন্ন হয় ?
আরশোলার পুঞ্জাক্ষীর প্রতিটি দর্শন একককে বলে-
সন্ধিযুক্ত পদ কোন পর্বের প্রাণীদের প্রাধান বৈশিষ্ট্য ?
স্তন্যপায়ীর নিউক্লিয়াসবিহীন কোষ কোনটি ?
মানুষের চোখের রেটিনায় কত প্রকার আলোক সংবেদী কোষ থাকে ?
বাংলাদেশ কোন প্রাণিভৌগোলিক অঞ্চলের অন্তর্গত ?
কোন ফসলের গোত্রের নাম Poaceae ?
ক্লোরোফিল কোন আলো সবচেয়ে বেশি শোষণ করে ?
কোন পরিবারের বর্তমান নাম Asteraceae ?
অপ্রকৃতকোষী (Prokaryote) জীব কোনটি ?
মিয়োসিসে ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয় কোন ধাপে ?
জীবের প্রজাতি নামটি-
ফাইলেরিয়া কৃমি কোন পর্বের অন্তর্গত ?
আলনা কিসের অস্থি ?
(x+α) (x-β)+(x-β) (x+γ)+(x+γ) (x+α)=0 সমীকরণের মূলগুলির যোগফল শূন্য হবে, যদি
(x+2) (x+3)≥0 এর সর্বাধিক সঠিক উত্তর কোনটি?
i2=-1 হলে, i+i2+i3+....i23=? (If i2=-1, i+i2+i3+....i23=? )
lim┬(x→∞) x/e^x =?
একটি গোলাকার বলের আয়তনের বৃদ্ধি হার তার ব্যাসার্ধ r এর বৃদ্ধি হারের কত গুণ?
1+x2n এর বিস্তারে xn+1 এর সহগ-
ln1+x1-x এর বিস্তারের সাধারণ পদ (n≥1)
x = 2t, y= t2 দ্বারা প্রকাশিত পরাবৃত্তের উপকেন্দ্রের স্থানাঙ্ক-
Ltx→0 10-2x-10-3xx=?
∫xe-xdx(x-1)2=?
x এর কোন মানের জন্য ম্যাট্রিক্স A=2070101-21, ম্যাট্রিক্স B=-x14x7x010x-4x-2xএর বিপরীত হবে
যদি cosα+cosβ=a, sinα-sinβ=b এবং α-β=2θ হয় তবে cos3θcosθ এর মান?
যদি ax2+2cx+b=0 এবং ax2+2bx+c=0,(b≉c) সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, তবে a+4b+4c এর মান কত?
একটি কণার উপর 4i^ +j^-3k^ এবং 3i^ +j^-k^ মানের দুইটি ধ্রুব বল কাজ করার ফলে কণাটি i^+2j^+3k^ বিন্দু থেকে 5i^+4j^-k^ বিন্দুতে সরণ হলে সম্পন্ন কাজের পরিমান কত?
(y-1)2=4(x+2) পরাবৃত্তের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় কর।
(-1+i) এর আর্গুমেন্ট কত?
100 m অনুভুমিক পাল্লার জন্য একটি বুলেটের উড্ডয়ন কাল হল 10 sec, নিক্ষেপণ কোণ কত?
n!(n-2)!3!=5 হলে n=?
9.8m/sec বেগে একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে?
পৃথিবীর ব্যাসার্ধ R=6.38×106m এবং অভিকর্ষীয় ত্বরণ 9.8/sec2 হলে পৃথিবী পৃষ্ঠ হতে কেন বস্তুর মুক্তিবেগ নির্ণয় কর।
কোন বস্তুর ভর 8.36×103kg এর পুরোটা শক্তিতে রুপান্তরিত করা হল। কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে?
ওহম রোধের একটি তারকে সমান 4 টি খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হল। তুল্য রোধ কত হবে?
0.2μF একটি ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ করা হলে যেন প্লেটের বিদ্যুৎ বিভব 100V হয়। এই সঞ্চিত চার্জের শক্তি কত?
একটি কমন নিঃসরক ট্রানজিস্টর সংযোগে নিঃসারক প্রবাহ 0.85mA এবং বেস প্রবাহ 0.05mA। α এর মান নির্ণয় কর।
r রোধের একটি তারকে টেনে তিনগুণ লম্বা করলে, লম্বা করা তারটির রোধ কত হবে?
একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোক 0.25m অপেক্ষা বেশী দুরের বস্তু দেখতে পাননা। 0.35m দুরে অবস্থিত বস্তু সুষ্ঠভাবে দেখতে হলে তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
বায়ুতে শব্দের বেগ 330m/sec। 1 litre হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ নির্ণয় কর। (হাইড্রোজেন গ্যাসের ভর0.0896gm ও 1 litre বায়ুর ভর1.29gm)
একটি স্টীলের তারের দৈর্ঘ্য 2m এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 0.8×10-6m2। তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে। অন্য প্রান্তে কত বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.5mm বৃদ্ধি পাবে। স্টীলের ইয়ং গুণাংক2.0×1011N/m2 ।