একটি সরল দোলকের ফাঁপা দোলক পিন্ডকে পারদ দ্বারা অর্ধপূর্ণ করলে এর দোলনকালের কি ঘটবে ?
কোন রঙের কাপে কফি বেশিক্ষণ গরম থাকে ?
কোনো তারের দৈর্ঘ্য দ্বিগুণ এবং এর টান চারগুণ করা হলে তারের কম্পাংকের কিরূপ পরিবর্তন ঘটবে ?
কম জায়গায় বেশি তড়িৎ সঞ্চয় করে রাখার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয় ?
কোনো পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্য এক ভোল্ট হলে এবং তার মধ্যে দিয়ে এক এ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চললে সেই পরিবাহকের পরিবাহিতা কে কি বলে ?
তাপমাত্রা বৃদ্ধি পেলে কোনটির রোধ বৃদ্ধি পায় না ?
নীচের কোনটি দুই তরল বিদ্যুৎ কোষ ?
নিরাপত্তা ফিউজে কোন ধাতু ব্যবহার করা হয় ?
নীচের কোনটির উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাব রয়েছে ?
সমকোণে একটি বিন্দুতে ক্রিয়াশীল দুটি সমান বলের লব্ধি মান যে কোনো একটি বলের -
কোনটি সঠিক নয় ?
কোনটি অদিক রাশি ?
পৃথিবীর ভর চাঁদের ভরের 81 গুন এবং পৃথিবীর ব্যাসার্ধ চাঁদের ব্যাসার্ধের 4 গুন বড় । চাঁদের অভিকর্ষজ ত্বরণ কত হবে ?
স্থিতিস্থাপক সীমার মধ্যে বস্তুর দৈর্ঘ্য বিকৃতির অনুপাত ধ্রূব সংখ্যাকে বলে -
কৃত্রিম উপগ্রহের উচ্চতা ও আবর্তন কালের মধ্যে সম্পর্ক-
একটি কক্ষের তাপমাত্রা 27°C । ফারেনহাইট স্কেলে এর মান কত ?
একটি সুষম তড়িৎ ক্ষেত্রে 25 cm ব্যবধানে অবস্থিত দুটি বিন্দুর বিভাব পার্থক্য 150 V হলে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত ?
একটি মোটরগাড়ীর হেড লাইটের ফিলামেন্ট 5A তড়িৎ প্রবাহ বহন করে । প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য 6V হলে ফিলামেন্টের রোধ কত ?
একটি বৈদ্যুতিক হিটার 220 V সরবরাহ লাইন থেকে 2A বিদ্যুৎ গ্রহণ করে । হিটারটি 500hr ব্যবহার করলে কত KW-hr ব্যয় হবে ?
9.8m/sec বেগে একটি বলকে উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটি কত সময় পর ভূপৃষ্ঠে ফিরে আসবে?
পৃথিবীর ব্যাসার্ধ R=6.38×106m এবং অভিকর্ষীয় ত্বরণ 9.8/sec2 হলে পৃথিবী পৃষ্ঠ হতে কেন বস্তুর মুক্তিবেগ নির্ণয় কর।
কোন বস্তুর ভর 8.36×103kg এর পুরোটা শক্তিতে রুপান্তরিত করা হল। কি পরিমাণ শক্তি উৎপন্ন হবে?
ওহম রোধের একটি তারকে সমান 4 টি খণ্ডে বিভক্ত করে এদেরকে সমান্তরাল সমবায়ে সংযোগ করা হল। তুল্য রোধ কত হবে?
0.2μF একটি ক্যাপাসিটরকে এমনভাবে চার্জ করা হলে যেন প্লেটের বিদ্যুৎ বিভব 100V হয়। এই সঞ্চিত চার্জের শক্তি কত?
একটি কমন নিঃসরক ট্রানজিস্টর সংযোগে নিঃসারক প্রবাহ 0.85mA এবং বেস প্রবাহ 0.05mA। α এর মান নির্ণয় কর।
r রোধের একটি তারকে টেনে তিনগুণ লম্বা করলে, লম্বা করা তারটির রোধ কত হবে?
একজন ক্ষীণ দৃষ্টি সম্পন্ন লোক 0.25m অপেক্ষা বেশী দুরের বস্তু দেখতে পাননা। 0.35m দুরে অবস্থিত বস্তু সুষ্ঠভাবে দেখতে হলে তাকে কত ক্ষমতার লেন্স ব্যবহার করতে হবে?
বায়ুতে শব্দের বেগ 330m/sec। 1 litre হাইড্রোজেন গ্যাসে শব্দের বেগ নির্ণয় কর। (হাইড্রোজেন গ্যাসের ভর0.0896gm ও 1 litre বায়ুর ভর1.29gm)
একটি স্টীলের তারের দৈর্ঘ্য 2m এবং প্রস্থচ্ছেদ ক্ষেত্রফল 0.8×10-6m2। তারের এক প্রান্ত দৃঢ়ভাবে আটকানো আছে। অন্য প্রান্তে কত বল প্রয়োগ করলে তারের দৈর্ঘ্য 0.5mm বৃদ্ধি পাবে। স্টীলের ইয়ং গুণাংক2.0×1011N/m2 ।
0°C তাপমাত্রায় কোন গ্যাসের চাপ 3×105Pa হলে 60°C তাপমাত্রায় এর চাপ কত হবে?
20cm ফোকাস দুরত্বের একটি উত্তল লেন্সকে 30cm ফোকাস দূরত্বের একটি অবতল লেন্সের সংস্পর্শে রাখা হল। তুল্য লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয় কর?
0°C তাপমাত্রায় 3kg বরফকে 0°C তাপমাত্রায় পানিতে পরিণত করলে এনট্রপির পরিবর্তন কত হবে? বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ পানিতে = 3.36×105 J/kg
একটি সুরেলী কাঁটা প্রতি সেকেণ্ডে 200 বার কাঁপে এবং উহা হতে শব্দ 3 সেকেণ্ডে 1200 মিটার দূরত্ব মিটার অতিক্রম করে। বায়ুর মধ্যে দৈর্ঘ্য কত নির্ণয় কর।
27°C তাপমাত্রায় 1kW একটি ইলেকট্রিক কেতলিতে 2 litre পানি আছে। কেতলিটিকে 10 মিনিটের জন্য অন করা হলো । যদি চারপাশে তাপ হ্রাসের হার 160J/sec হয় তবে 10 মিনিটে কেতলির তাপমাত্রা কত হবে?
36 km/hr একটি ট্রেন কোন স্থানকে বেগে অতিক্রম করার 2m/sec2 পর সুষম ত্বরণে চলে। 10 sec পরে ট্রেনটির গতিবেগ কত হবে?
শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হবে?
একটি পানিপুর্ণ কুয়ার ব্যাস 4m এবং গভীরতা 12m । একটি পাম্প 20 minute - এ এটাকে পানি শূন্য করতে পারে। পাম্পটির ক্ষমতা নির্ণয় কর।
একটি তেজস্ক্রীয় মৌলের অর্ধায়ু 140 দিন। 560 দিন পরে এক গ্রাম তেজস্ক্রীয় মৌলের উপাদান হ্রাস পাবে-
বিনা বাধায় পড়ন্ত বস্তুর নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ঐ সময়ের সমানুপাতিক হলে বস্তুটির আদি বেগ কত?
যদি বরফ গলনের আপেক্ষিক সুপ্ততাপ 336×103J/Kg হত,তাহলে 1kg বরফ গলাতে কতটুকু তাপের প্রয়োজন হবে?
একটি বস্তুর ভর4.81×10-3 kg ।বস্তুটির ভরকে সম্পূর্ণরূপে তাপ শক্তিতে রূপান্তরিত করলে তাপশক্তির পরিমাণ কত হবে?
একটি 60W বাতি 5মিনিট জ্বললে বিদ্যুৎশক্তির পরিমাণ কত হবে?
কোন যন্ত্রের সাহায্যে উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায়?
একটি ট্রান্সফরমারের প্রাইমারী এবং সেকেন্ডারী তারের অনুপাত 20:1।এর সেকেন্ডারীর সাথে 12Ω লাগানো আছে।যদি প্রাইমারীতে 240V লাগানো থাকে তবে সেখানে প্রবাহ কত হবে?
যে কৌশলের সাহায্যে তড়িৎ প্রবাহকে একমুখী করা যায় অর্থাৎ এসিকে ডিসি করা যায় তাকে কি বলে?
কোন একটি সরল দোলকের দৈর্ঘ্য যদি 2.25 গুণ বৃদ্ধি করা হয়,তবে এর দোলনকাল কত হবে?
কোন বোমারু বিমান 120m/sec বেগে ভূমির সমান্তরালে চলা অবস্থায় একটি বোমা নিক্ষেপ করে।উহা 10sec পরে ভূমিতে পতিত হয়।কত উপর থেকে বোমাটি ফেলা হয়েছিল?
কোনো বস্তুকে নূন্যতম কত বেগে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যাবে?
এক ক্যালরি তাপ উৎপন্ন করতে কত জুল কাজ করতে হয়?
দ্রুত গতি সম্পন্ন ইলেকট্রন কোনো ধাতুর উপর আঘাত করলে তা থেকে যে রশ্নি বিকীর্ণ হয় তার নাম কি?