কাজের পরিামাণ সবচেয়ে বেশী হয় যখন প্রযুক্ত বর ও সরণের মধ্যে কোণের মান-
সুষম ছিদ্রবিশিষ্ট একটি থার্মোমিটার সমান ডিগ্রীতে ভাগ করা আছে। থার্মোমিটারটি গলন্ত বরফে 15°C এবং 70°C তাপমাত্রায় 100°C পাঠ দেয়। 120°F তাপমাত্রায় উক্ত থার্মোমিটারটি ক পাঠ দিবে?
একটি তারের দৈর্ঘ্য অর্ধেক করলে এর রোধ-
নিচের কোনটি সেমিকন্ডাক্টর নয়?
10kg ভরের দুটি বল 1 m দূরে রাখলে তাদের মধ্যে অভিকর্ষজ বলের মান কত?
একটি তরলের ফোটা ভেঙ্গে 125টি ফোঁটা তৈরি করতে কত শক্তির দরকার? (তরলের তলটান T ধরতে হবে)
0°C তাপমাত্রায় বায়ুতে শব্দের বেগ কত হবে)
যে তাপমাত্রায় ফেরোচৌম্বক পদার্থ প্যারাচৌম্বক পদার্থে পরিণত হয় তাকে কি বলে?
ভেক্টর A→=i^-3j^+5k^এবং B→=ai^+6j^-10k^ a এর মান কত হলে ভেক্টর দুটি সমান্তরাল হবে?
আলোর কোন ধর্মের উপর নির্ভর করে অপটিক্যাল ফাইাবার তৈরি করা হয়েছে?
কোনো ভেক্টর রাশি অর্ঘূনামান হবে যদি-
পোস্ট অফিস বক্স নিচের কোনটির ভিত্তিতে কাজ করে?
একটি চাকার ভর 10Kg এবং চক্রগতির ব্যাসার্ধ 0.5m এর জড়তার ভ্রামক কত?
পৃথিবীর ভরের সঠিক সমীকরণ কোনটি?
গ্যাসের আয়তন কোন তাপমাত্রায় শুন্য হয়?
নিচের কোনটি অচৌম্বক পদার্থ?
পথ ও দশা পার্থক্যের সম্পর্কে কোনটি সঠিক?
চিত্রে কোন বিন্দুটি চুম্বক ধারণ ক্ষমতা নির্দেশ করে?
চিত্রটি একটি সরল দোলকের লেখ, এখন x অক্ষ বরাবর L হলে Y অক্ষ বরাবর হবে-
নিম্নের কোনটি ডায়াচৌম্বক পদার্থ?
একটি ট্রান্সফরমারের মুখ্য কুন্ডলীর ভোল্টেজ 5V এবং প্রবাহ 3V। গৌণ কুন্ডলীর ভোল্টেজ 25V হলে গৌণ কুন্ডলীর প্রবাহ কত?
মান শুন্য নয় এমন দুটি ভেক্টরের ডট গুণফল শুন্য হলে ভেক্টরদ্বয় পরস্পর –
মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে এ বিষয় টি উপস্থাপন করেন –
অবতল দর্পণের ফোকাস দূরত্ব বক্রতার ব্যাসার্ধের –
গ্যালভানোমিটারের দু’প্রান্তের সাথে সান্ট ব্যবহার করা হয়-
শব্দের বেগ মাধ্যমের ঘনত্বের-
’একটি চশমা ক্ষমতা +4 ডায়পটার -এর অর্থ কি?
একটি গাড়ি 36 km/hr বেগে গতিশীল। প্রায় কোন গতিতে চললে গাড়ীটির গতিশক্তি দ্বিগুণ হবে ?
এক ভদ্রলোকের 6 জন বন্ধু আছেন। তিনি কত প্রকারে তার এক জন বা একাধিক বন্ধুকে নিমন্ত্রন করতে পারেন ?
0.4 mm ব্যবধান বিশিষ্ট চিড় হতে 1 m দূরত্বে অবস্থিত পর্দার উপ ব্যাতিচার সজ্জা সৃষ্টি হলাে। ব্যবহৃত আলাের তরঙ্গদৈর্ঘ্য 5000 A হলে পরপর দুটি উজ্জ্বল ও অন্ধকার পট্টির কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কত?
বিশুদ্ধ অর্ধ পরিবাহকে নিচের কোন অপদ্রব্য মেশালে p-tpye অর্ধ পরিবাহক তৈরি হয়?
1 m দীর্ঘ কোনো তারের ব্যাস 5 mm । তারের দের্ঘ্য বরাবর বল প্রয়োগ করায় এ ব্যাস 0.01 mm হ্রাস পায় এবং দৈর্ঘ্য 2 cm বৃদ্ধি পায়। পয়সনের অনুপাত কত হবে?
একটি n-p-n ট্রানজিস্টারকে নিঃসারক বর্তনীতে রাখা আছে। ট্রানজিস্টার প্রবাহ লাভβ =200। সংগ্রাহক প্রবাহ 1 mA পরিবর্তিত হলে নিঃসারক প্রবাহের পরিবর্তণ কত হবে?
একটি ঘূর্ণরত কণার ব্যাসার্ধ ভেক্টর r→ =(2i^+2j^-k^)m এবং প্রযুক্ত বল F →=(6i^+3j^-3k^)N হলে টর্কের মান কত?
কোন তাপমাত্রা সেলসিয়াস ও ফারেনহাইট উভয় স্কেলে একই সংখ্যা দিয়ে প্রকাশ করা যায়?
তেজস্ক্রিয়তার এস . আই একক কি?
1 বর্গ সেমি. প্রস্থচ্ছেদ বিশিষ্ট একটি তারে কত বল প্রয়োগ করা হলে এর দৈর্ঘ্য বৃ্দ্ধি আদি দৈর্ঘ্যের সমান হবে ? ( Y= 2×1011Nm-2)
একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y=sin2π(vt-5) মিটার। তরঙ্গটির দৈর্ঘ্য কত?
রেডনের অর্ধায়িু 3.82 দিন। রেডনের তেজষ্ক্রিয় ধ্রবকের মান কত?
1 ঘর্ণন/ সেকেন্ড-
60 kg ভরের একজন মানুসকে 50 m উচ্চতায় উঠাতে ক কাজ করতে হবে?
P→=4i^-4j^+k^ এবং Q→=2i^-2j^-k^ ভেক্টরদ্বয় একটি সামন্তরিকের দুটি সন্নিহিত বাহু নির্দেশ করলে তার ক্ষেত্রফল কত?
5 kg ভরের একটি বস্তুকে 5 ms-2 ত্বেরণে গতিশীল করতে কত বল প্রয়োগ করতে হবে? [পথের ঘর্ষন বল= 5 N]
দুটি ভেক্টর A→=9i^-4j^ এবং B→=i^+4j^হলে A →×B→ এর মান নির্ণয় কর।
কোন বস্তুর ওজন W এবং 4°C তাপমাত্রায় সমআয়তন পানির ওজন W1 হলে কোন ক্ষেত্রে বস্তুটির আপক্ষিপ গুরুত্ব 1 অপেক্ষা কম হবে?
একটি দিক পরিবর্তী তড়িৎ প্রবাহের সমীকরন i=50 sin 628t হলে তড়িৎ প্রবাহের কম্পাঙ্কের মান কত?
একটি শূন্য কূপে একটি পাতরের টুকরা ফেলা হল এবং 3.5 সে. পরে টুকরাটির কূপের তলোদেশে পতনের শব্দ শোনা গেল। শব্দের বেগ 327 মি/সে. এবং g=9.8 মি./সে² হলে কূপের গভীরতা কত?
60 cycles/sec কম্পাঙ্কের আড় তরঙ্গ একটি টানা তারের মাধ্যমে 60 ms-1 গতিতে যায়। 25 cm ব্যবধান যে কোন দুটি বিন্দুর কম্পনের দশায় ব্যবধান কত?
আদর্শ গ্যাসের ক্ষেত্রে Cp এবং Cv এর সম্পর্ক কি?
A→ = l^-3j^+5k^ এবং B→ =m l^-6j^+10k^। m এর মান কত হলে ভেক্টরদ্বয় পরস্পর সমান্তরাল হবে?