নিকোনটি সঠিক হলে Exclusive OR গেঠের আউটপুট 1 পাওয়া যাবে ?
কোন আদর্শ গ্যাসের তাপমাত্রা কেলভিন স্কেলে দ্বিগুন করা হলে তার অনুগুলোর rms বেগ কত বৃদ্ধি পাবে?
80 m উচ্চতা থেকে যদি একটি বল মেঝেতে পড়ে এবং বলটির ২০% শক্তি মেঝের সাথে প্রতিঘাতে হ্রাস পায়, তবে বলটি মেঝেতে বারি খেয়ে কত উচ্চতায় উঠবে?
হাইড্রোজেন পরমানুতে তৃতীয় বোর কক্ষের ব্যাসার্ধ কত?
একটি নক্ষত্র কৃষ্ণবিবরে পরিণত হলে এর ঘটনা দিগন্তের ব্যাসার্ধ হয় 17.70 km নক্ষত্রটির ভর সূর্যের ভরের কত গুন ( সূর্যের ভর 1.99× 1030 kg)
একক চিরের দরুন অপবর্তনের ক্ষেত্রে শর্ত কোনটি ?
বায়ুতে লাখা একটি উত্তল লেন্সের ( μg =1.5) ফোকাস দুরত্ব 8 cm. উক্ত লেন্সেটি পানিতে ( μw =1.33) রাখালে এর ফোকাস দূরত্ব কত হবে ?
নিচের কোনটি ডায়াচৌম্বক ?
তিনটি কৃষ্ণবিবরের ঘটনাদিগন্ত যথাক্্রমে 42 km, 21 km এবং 7 km, এদের ভরের অনূপাত কত ?
শব্দের প্রতিধ্বনি শুনতে হলে শ্রোতা হতে প্রতিফলকের নূন্যতম দূরত্ব কত হবে ?
ভর ধ্রুব রেখে পৃথিবীর ব্যাসার্ধ অর্ধেক করা হলে তোমার ওজন কত হবে ?
কোনটি ভেক্টর ?
90 ω রোধের একটি গ্যালভানোমিটারের সাথে 10 ω রোধের একটি সান্ট ব্যবহার করলে মূল প্রবাহের শতকরা কত অংশ গ্যালভানোমিটারের ভিতব্র দিযে প্রবাহিত হবে?
দুইটি সুরশলাকার কম্পাঙ্ক যথাক্রমে 128 Hz ও 384 Hz বাযুতে সুরশলাকা দুইটি হতে সৃষ্ট তরঙ্গদৈঘ্য এর অনুপাত কত?
50 cm অভিলক্ষের ফোকাস দূরত্ব বিশিষ্ট কোন নভো- দুরবীক্ষণ যন্ত্রের - নিকট ফোকাসিং এর ক্ষেত্রে যন্ত্রের দৈর্ঘ্য 55 cm হলে অভিনেত্রের ফোকাস দূরতু কত?
চৌম্বক ভ্রামক বিশিষ্ট কোন দন্ড চুম্বককে কম্পন ম্যাগনেটোমিটরের দোলনার উপর রাখলে চুম্বকটি প্রতি মিনিটে 30 বার দোল দেয় । ঐ স্থানে ভূ-চুম্বক ক্ষেত্রের আনুভমিক উপাংশ 30 μT হলে চুম্বকটির জড়তার ভ্রামক নির্ণয় কর।
একটি কাচ ইঞ্জিন হিমাকে ও সমুটনাংকের মধ্য কা্বরিত আছে । এর দক্ষতা কত?
“সান্দ্রতাংকে” এর মাত্রা সমীকরণ কোনটি?
একটি কোষের তড়িৎ চালক শক্তি 2.2 V । বখন কোরটিকে 15 ω রোধের একটি রোধকের সাথে সংযুক্ত করা হয় তখন প্রাপ্ত ভোল্ট 2 V হয় _ কোষটির অভ্যন্তরীণ রোধ কত?
একটি সেকেন্ড দোলকের কার্যকরী দের্ঘ্য কত?
একটি গোলকীয় তলের ক্ষেত্রফল 110 m2 । উক্ত তলে 550 C চার্জ প্রদান করা হলে চার্জের তল ঘনত্ব বের কর?
কোন বাড়ির মেইন মিটারে 60 Amp-220 Volt চিহ্নিত করা আছে। কত গুলো 60 Watt এর বাতি ঐ বাড়িতে নিরাপদ ভাবে ব্যবহার করা যাবে?
বায়ু সাপেক্ষে কাচের প্রতিসরাঙ্ক 1.5 । বায়ুতে এক আলোক বছর 9.4 × 1012 6.266 × 1012 km হলে কাচে এক আলোক বছর কত?
একটি প্রাসের সর্বোচ্চ উচ্চতা ও সর্বোচ্চ পাল্লার অনুপাত নিচের কোনটির উপর নির্ভর করে?
যদিএকটি লম্ব ফাপা তামার পাইপের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় তবে কোথায় চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হবে?
এক ছাত্র বাসা থেকে যশোর বিজ্ঞার ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাবার সময়ে গতিবেগ ছিল u km/hr এবং ফেরার সময় গতিবেগ ছিল v km/hrযাওয়া-আসায় ঐ ছাত্রের গড় গতিবেগ কত ছিল?
নিচের কোনটি বিবর্ধক (Amplifier) হিসাবে ব্যবহার করা হয়?
একটি কণার উপর F=(6i^+3j^+2k^)N বল প্রয়োগ কণাটির r=(2i^+2j^+k^)m সরণ হয়।বল কতৃক সম্পাদিত কাজের পরিমাণ বের কর?
একটি রাইফেলের গুলি একটি তক্তাকে ভেদ করতে পারে। যদি চারগুন করা হয় তবে অনুরূপ কয়টি তক্তা ভেদ করতে পারবে?
x = 3t3 – t3 সূত্রানুসারে একটি বস্তু অক্ষ বরাবর গতিশীল। 2 sec পর বস্তুটির ত্বরণ কত?
75 m ব্যসার্ধের বৃত্তকার পথে কোন সাইকেল আরোহী কতবেগে ঘুরলে উলম্ব তলের সাথে 30 ডিগ্রি কোণে আণত থাকবে?
10-4m ব্যাসার্ধ বিশিষ্ট পানির 1000 ক্ষুদ্র ফোঁটা মিলেএকটি বৃহৎ ফোঁটা তৈরি করল। এতে কি পরিমাণ শক্তি নির্গত হল। (পানির পৃষ্ঠটান = 72 × 10-3Nm-1)
নিচের কোন দুটির মাত্র একই?
একটি কার্বন রোধের প্রান্ত হতে বাদামী, হলুদ, লাল ও সোনালি রংয়ের পট্রি দেয়া আছে। রোধের সর্বোচ্চ ও সর্বনিম্ন মান কত?
বায়ুতে একটি বর্গ ক্ষেত্রের ৩টি কৌণিক বিন্দুতে যথাক্রমে 6C, 8C, -2C আধান স্থাপন করা হল। ৪র্থ কৌণিক বিন্দুতে কত আধান স্থাপন করলে বর্গ ক্ষেত্রের কেন্দ্রে বিভব শুন্য হবে?
একটি গাড়ি 8 km/hr বেগে চলে। গাড়ি থেকে 16 km/hr বেগে একটি বস্তু কত কোণে নিক্ষেপ করলে বস্তুটি গাড়ির বেগের সাথে সমকোওেণ চলবে?
একজন মহাশূন্যচারী 30 বছর বয়সে 2.4 × 108 m/s বেগে গতিশীল মহাশূন্যযানে চড়ে ছায়াপথ অনুসন্ধনে গেলে এবং 50 বছর পর (পৃথিবীর পঞ্জিকা হিসাবে) ফিরে এলেন। মহাশূন্যচারীর বয়স তখন কত হবে?
সূর্যের চারদিকে পৃথিবী ও মঙ্গল গ্রহের ব্যসার্ধের অনুপাত 3:4 এবং পৃথিবীতে 365 দিনে বছর হলে মঙ্গল গ্রহে কতদিনে এক বছর হবে?
B ভেক্টরের দিক বরাবর A ভেক্টরের উপাংশের দৈর্ঘ্য হবে
40 হতে 50 সংখ্যাগুলি থেকে দৈবচয়ন পদ্ধতিতে একটি সংখ্যা নেওয়া হলো।সংখ্যাটি মৌলিক হবারসম্ভবনা কত?
একটি অসম্ভব ঘটনা যা ঘটবেনা, তার সম্ভাব্যতা কত?
যশোর শহরের টেলিফোন নম্বর 72, 73 বা 76 দিয়ে শুরু এবং 6 অংক বিশিষ্ট হলে মোট সম্ভাব্য সংযোগ কত?
2 টি সমান বলের লব্ধি যদি 2য়টির সমান হয় তবে প্রথমোক্ত বল দ্বয়ের অন্তর্ভূক্ত কোণ-
কোন পরিবাহকের বিভব প্রতি একক বাড়াতে যে পরিমান আধারের প্রয়োজন হয়, তাকে কি বলে?
বল ও সরণের মধ্যবর্তী কোণ ক হলে কাজের পরিমাণ শুন্য হবে?
একটি সরল দোলকের দোলনকাল 8 sec হলে এর কম্পাঙ্ক কত?
নিচের কোনটি বলের ভ্রামকের মাত্রা সমীকরন?
িএকটি কার্নো ইঞ্জিন 600K তাপমাত্রায় যে দক্ষতায় কাজ করে, ঠিক সম দক্ষতায় কাজ করে 900K ও T তাপমাত্রায় । T এর মান কত?
আলোক তড়িৎ ক্রিয়া কোন তত্ত্বকে সমর্থন করে?