কোন গেটটি মৌলিক গেট নয়?
একটি তেজস্ক্রিয় মৌলের অর্ধজীবনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক?
একটি ফেরোচৌম্বকের ক্ষেত্রে-
গ্যালভানোমিটারের প্রবাহ শূন্য হবে যখন-
স্থির তরঙ্গের পরপর দুইটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব-
জলীয় বাষ্পের ঘনত্বের সাথে বায়ুর চটাপের সম্পর্ক হলো-
একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব 15 সেমি। লেন্সটির প্রধান অক্ষের উপর একটি বস্তু রাখা হলে বস্তুর আঁকারের তিনগুণ বিবর্ধিত বিম্ব পাওয়া যায়। বস্তু কত দূরে অবস্থিত?
একটি সলিনয়ডের দৈর্ঘ্য 3.0 cm এবং 500 টি পাক আছে। এর মধ্যে দিয়ে 2.0A বিদ্যুৎ হলে ক্ষেত্র প্রাবল্য কত?
ন্যূনতম বিচ্যুতির ক্ষেত্রে কোনটি সঠিক?
কোন কণা ‘ঈশ্বর কণা’ নামে পরিচিত?
একটি তারের উপাদানের ইয়ং এর গুণাঙ্ক 2×1011N2m2 তারটির দৈর্ঘ্য 15% বৃদ্ধি করতে প্রযুক্ত পীড়ন কত?
একটি তাপ ইঞ্জিনের কার্যকর বস্তু 400K তাপমাত্রার উৎস থেকে 840 J তাপ গ্রহণ করে শীতল আধারে 630J তাপ বর্জন করে। ইঞ্জিনের দক্ষতা কত?
কোনটি সংরক্ষণশীল বলের উদাহরণ?
কৌণিক ভরবেগ ও কৌণিক বেগের মধ্যে সম্পর্ক কী?
P-টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য যে পরমাণু দ্বারা ডোপায়ন করা হয় তারা-
ইউরেনিয়াম এর অর্ধায়ু 50×108 বছর। এর গড় আয়ু কত বছর?
একটি লনরোলার ঠেলার জন্য অনুভূমিকের সাথে 60p কোণ 10N বল প্রয়োগ করা হলো। রোলারটির ওজন স্থির অবস্থার ওজনের চেয়ে বেশি হবে।
ভেক্টর P→ ও Q→ পরস্পর লম্ব হলে ভেক্টর দুটির ক্ষেত্রের প্রযোজ্য হবে-
5Ω রোধের অ্যালুমিনিয়াম তারকে দৈর্ঘ্য চারগুণ করা হলে রোধ হবে-
1m ব্যাসার্ধের একটি গোলকে বায়ুতে স্তাপন করে 2×10-9C চার্জে চার্জিত করা হলো। গোলকের কেন্দ্র থেকে 0.1m দূরে কোন বিন্দুতে তড়িৎ প্রবাল্য ও বিভব যথাক্রমে-
কোন একটি গ্রহের ব্যাসার্ধ পৃথিবীর ব্যাসার্ধের অর্ধেক। কিন্তু গ্রহের পৃষ্ঠের অভিকর্সজ ত্বরণ পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের চারগুণ। উক্ত গ্রহের মুক্তিবেগ পৃতিথীর মুক্তিবেগের-
একটি সীসার বুলেট কোথাও বাধাপ্রাপ্ত হয়ে তাপমাত্রা 100oC বৃদ্ধি পেল সীসার আপেক্ষিক তাপ 200jkg-1k-1 । যদি অন্য কোন ভাবে তাপ নষ্ট হয় তাহলে বুলেটটির বেগ হবে।
একটি ট্রান্সফরমারের ইনপুট ক্ষমতা 100 W মূখ্য ও গেীন কুন্ডলী পাকসংখ্যার অনুপাত 20:1। মুখ্য কুন্ডলীর প্রবাহমাত্রা 1A হলে গেীল কুন্ডলীর তড়িচ্চালক বল হবে-
একটি বস্তকে 20ms-1 পতিবেগে এবং 30o নিক্ষেপন কোণে শূণ্যে নিক্ষেপ করা হলে, R েএর মান কত হবে?
একটি হুইটস্টোন ব্রীজের চার বাহুতে যথাক্রমে 6Ω,3Ω,4Ω এর চারটি রোধ রয়েছে। চতুর্থ বাহুর রেখার রোধের সাথে বতমানের রোধ সমান্তরাল ব্যবহার করলে বব্রীজটি সাম্যাবস্থার থাকবে?
একটি ট্রেনের চলমান দৈর্ঘ্য নিশ্চল দৈর্ঘ্যের এক-তৃতীয়াংশ পেতে হলে। আলোর দ্রুতির কতগুণ দ্রুতিতে চলতে হবে?
কোন পরমাণু থেকে নিঃসুত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য 3315×10-10m । যে দুটি শক্তি স্তরের মধ্যে এই বিকিরণ হয় তাদের শক্তির পার্থক্য হবে-
একটি তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1×10-4m2 । তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করার জন্য 2×106N বল প্রয়োগ করা হলে তারের উপাদানের ইয়াং এর গুণাস্ক হবে-
2ms-2 ত্বরণে উপরে উঠন্ত একটি লিফট এ একটি লোক দাড়ানোর ফলে উর্দ্ধমুখী বল। 1180 N হলে লোকটির ভর হবে-
3×606m গভীরতা বিশিষ্ট একটি কুনর তলদেশে অভিকর্ষজ ত্বরণের মান হবে? ভূ-পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ 10ms2 এবং পৃথিবীর ব্যাসার্ধ 6×106m
সমদশার দুটি তরঙ্গের প্রতিটির তরঙ্গদৈর্ঘ্য 6000 A । এদর মধ্যে দশা পার্থক্য 6π হলে শেষ বিন্দুদ্বয়ের পথ পার্থ্ক্য হবে-
দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কত হলে গুণফলের মান ক্রস গুণফলের মানের 3 গুণ হবে-
300Ω রোধ বিশিষ্ট একটি ইস্পাতের তারকে টেনে দৈর্ঘ্য 1.5 গুণ করা হলে রোধ হবে-
দক্ষিণ দিকে 30ms1 বেগে বায়ু প্রবাহিত হওয়ার সময় 30ms1 বেগে উলম্ব ভাবে বৃষ্টি পড়ছে। বৃষ্টি হতে রক্ষা পেতে হলে কতকোণে ছাতা ধরতে হবে?
পৃথিবীর ব্যাসার্ধ 6×106m হলে, ভূ-পৃষ্ঠে হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূ-পৃষ্ঠের অভিকর্ষজ ত্বরণের মানের এক শতাংশ হবে?
R রোধের একটি তারকে দৈর্ঘ্য চারগুণ ও প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/4 করা হলো। তারপর তারটিকে সমান চারটি অংশে বিভক্ত করে শ্রেণী সমবায়ে যুক্ত করা হলে তুল্য রোধ হবে-
পৃথিবীর পৃষ্ঠ থেকে পৃথিবীর ব্যাসার্ধের সামন উচ্চতায় উপরে গেলে অভিকর্ষজ ত্বরণ হবে-
400 m উচ্চতা বিশিষ্ট মিনারের চুড়া থেকে এক খন্ড ধাতব ফেলে দেয়া হলো। পতনের সমস্ত শক্তি তাপে রুপান্তরিত হলো। 50% ভাগ তাপ ধাতব খন্ড দ্বারা শোষিত হলে তাপমাত্রার বৃদ্ধি কত হবে? ধাতব খন্ডের আপেক্ষিক তাপ 200JKg-1K-1
একটি সরল অনুবীক্ষণ যন্ত্রে ব্যবহৃত লেন্সের ফোকাস দূরত্ব কত হবে? স্পস্ট দর্শনের ন্যুনতম দূরত্ব 0.25m এবং ঐ যন্ত্রের বিবর্ধন 3।
একটি ক্ষেত্র 5→=5i^T এক খোলা পৃষ্ঠ A→=i→+j→-k→m2 এর সাথে 60° কোণ করে থাকলে চৌম্বক ফ্লাক্স কত হবে?
একটি বালক খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করল। বলটি দুই সেকেন্ড পরে বালকটির কাছে ফিরে আসলে বলটির সর্বাধিক উচ্চতা হবে-
ভেক্টর A→=i^+k^। Y ও Z অক্ষের সাথে উৎপন্ন কোণ যথাক্রমে-
একটি ফেরো চৌম্বক পদার্থের চৌম্বক প্রবণতার মান-
6.630×10-24kg-ms-1 ভরবেগ সম্পন্ন একটি ইলেকট্রনের দ্য ব্রগলি তরঙ্গদৈর্ঘ্য হবে-
কোন একটি বস্তুর মোট শক্তি এর স্থিতিবস্থার শক্তির দ্বিগুণ। বস্তুটির দ্রুতি-
1cm ব্যাসার্ধের একটি পিতলের তারের অসহ পীড়ন 9.8×104Nm-2 ন্যূনতম কত ভর ঝুলালে তারটি ছিঁড়ে যাবে?
একজন ছাত্রের চশমার লেন্সের ক্ষমতা 0.25D। ছাত্রটি বিনা চশমায় কতদূর পর্যন্ত পরিষ্কার দেখতে পাবে?
কোন মাধ্যমে 400 Hz কম্পাঙ্ক 200 Hz কম্পাঙ্কের দুট শব্দের তরঙ্গদৈর্ঘ্যর পার্থক্য 2m হলে মাধ্যমে শব্দের দ্রুতি হবে-
K স্প্রিং ধ্রুবকের একটি স্প্রিংকে টেনে লম্বা করা হল। দ্বিতীয় একটি স্প্রিংকে এর অর্ধেক পরিমাণ লম্বা করতে দ্বিগুণ কাজ করতে হয়। দ্বিতীয় স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কত?
কোন একটি নির্দিষ্ট মাধ্যমে 480 Hz ও 360 Hz কম্পাঙ্গের দু'টি শব্দ তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2m হলে, মাধ্যমে শব্দের বেগ কত?