উষ্ণতামিতি ধর্মসম্পন্ন বস্তু দিয়ে প্রধানত তৈরি হয়-
একটি তড়িৎবাহী বৃত্তাকার তারকুন্ডলীর ব্যাসার্ধ 0. 314m এবং পাকসংখ্যা 400। তারটিতে 5×10-7 তড়িৎ প্রবাহ হলে, কেন্দ্রে চৌম্বক ফ্লাস্কের মান-
একটি স্থির বস্তু 5m/s2 সম-ত্বরণে চলা শুরু করল। কত দূরত্বে বস্তুটির বেগ 25m/s হবে?
50gm ভরের একটি বস্তুকে 30cm দীর্ঘ একটি সুতার একপ্রান্তে বেঁধে বৃত্তপথে প্রতি সেকেন্ডে 3 বার ঘুরানো হচ্ছে। কেন্দ্রমুখী ত্বরণ কত?
একটি নিরেট সিলিন্ডারের ভর M ও ব্যাসার্ধ R। জ্যামিতিক অক্ষ সাপেক্ষে-এর জড়তার ভ্রামক কত?
ভূপৃষ্ঠ হতে 400km অভ্যন্তরে ও ভূপৃষ্ঠে অভিকর্ষীয় ত্বরণের অনুপাত বের করো। পৃথিবীর ব্যাসার্ধ 6400km।
একটি হালকা স্প্রিংয়ে 50 × 10-3kg ঝুলানো হলে, 10 × 10-2m দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। দোলনের পর্যায়কাল নির্ণয় কর।
একটি তারের উপাদানের ইয়ং এর গুনাংককে 2× 1011 Nm-2 এবং তারটির ব্যাস 0.4mm। তারটির দৈর্ঘ্য 25% বৃদ্ধি করতে কত বল প্রয়োজন?
কোন ট্রানজিস্টরে 8.0mA নিসঃরক প্রবাহ পরিবর্তনের জন্য 7.0mA সংগ্রাহকে প্রবাহের পরিবর্তন ঘটলে, প্রবাহ বিবর্ধক গুণকের মান-
আলোর তরঙ্গদৈর্ঘ্য এবং ফোটনের শক্তি E-এর মধ্যে সম্পর্ক -
আলোর অনুপ্রস্থ তরঙ্গে সম্ভব কিন্তু অনুদৈর্ঘ্য সম্ভব নয় -
আলোর চলার পথে শক্তির অপচয় কম করে যে পথে চলে সে নীতিকে বলে -
পাঁচটি অভিন্ন কোষের প্রতিটির তড়িচ্চালক বল 1.5V এবং অভ্যন্তরীণ রোধ 0.05 ওহম। যখন এরা শ্রেণি সমবায়ে থাকে, তখন 0.5 ওহম-এর বহিরোধের মধ্য দিয়ে প্রবাহিত তড়িতের মান অ্যাম্পিয়ারে -
বাহ্যিক তড়িৎক্ষেত্রের প্রভাবে যেসকল মাধ্যমের প্রতিটি পরমাণু এক একটি তড়িৎ দ্বিমেরুতে পরিণত হয় তাকে বলা হয় -
এক স্থির বিন্দু পদ্ধতিতে বিশুদ্ধ প্লাটিনামের তৈরি থার্মোমিটারের রোধ 32.316 ওহম এবং অন্য পরিবেশে এর রোধ 27.316 ওহম হলে, পরিবেশের তাপমাত্রা কেলভিনে কত?
20 cm প্রস্থ এবং 1mm পুরুত্বের একটি ধাতব পাত 5T চৌম্বকক্ষেত্রে লম্বভাবে রাখা হলো। পাতে ইলেক্ট্রন তড়িৎ দ্রুতি 4×10-3 m/s হলে, সৃষ্ট বিভব-
i এবং j মধ্যবর্তী কোণ হচ্ছে-
2N বল কোন নির্দিষ্ট ভরের বস্তুর উপর ক্রিয়া করায় বস্তুটি বলের দিকের সাথে 60° কোণ উৎপন্ন করে 5m দূরে সরে গেল। কাজের পরিমাণ কত?
ইস্পাতের দৃঢ়তা গুনাঙ্ক কত?
0.5 cm ব্যাসার্ধবিশিষ্ট পানির একটি ফোঁটা 25 টি ক্ষুদ্র ফোঁটায় বিচ্ছিন্ন হলো । পানির পৃষ্ট টান 72dyne/cm হলে পৃষ্ঠ শক্তি বৃদ্ধি কত?
ছিপি আটকানো একটি বোতলে স্বাভাবিক চাপে 27°C তাপমাত্রায় কিছু গ্যাস আছে । বোতলের তাপমাত্রা 67° -এ উন্নীতকরনে গ্যাসের চাপ কত হবে?
রকেট উড্ডয়ন নিউটনের কোন সূত্রের ফল?
যদি আর্দ্র ও শুষ্ক থার্মোমিটার একই তাপমাত্রা নির্দেশ করে তবে আর্দ্রতা হবে-
পাইরোমিটার দ্বারা কত পর্যন্ত তাপমাত্রা পরিমাপ করা যায়?
দুটি সুর শলাকার কম্পাঙ্ক যথাক্রমে 256Hz এবং 798Hz । বায়ুতে এদের দ্বারা সৃষ্ট শব্দের তরঙ্গ দৈর্ঘ্য তুলনা কর।
ইনসুলেটর এমন একটি বস্তু যাকে-
স্থায়ী চুম্বক তৈরী হয়-
একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলী পাকসংখ্যা যথাক্রমে 100 ও 200 । মুখ্যা কুণ্ডলীর ভোল্টেজ 220V হলে। গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত?
স্থির তরঙ্গের নিচের কোন বিন্দুর গতি সরল ছন্দিত গতি নয়?
কোনটি সত্য?
শূন্যস্থানে আলোর বেগ কত?
মৃদু তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
স্বাভাবিক চোখে সুক্ষ্ম দৃষ্টির নিকটতম দূরত্ব কত ?
নিম্নের কোন উক্তিটি সত্য?
স্বর্ণপাত বিদ্যুৎবীক্ষণ বস্ত্রে নিরুদক হিসেবে ব্যবহৃত হয়-
রৈখিক ত্বরণ ও কৌণিক ত্বরণের মধ্যে সম্পর্ক হচ্ছে-
একটি ধাতব গোলকের ভর 6mg। একটিকে 3m দীর্ঘ একটি সুতার প্রান্তে বেঁধে সেকেন্ডে 4 বার ঘুরানো হচ্ছে। এর কৌণিক ভরবেগ কত?
গতিশক্তি 4 গ্রণ বৃদ্ধি পেলে ভরবেগ কত হবে?
মহাকর্ষীয় ধ্রুবকের মাত্রা সমীকরণ কোনটি?
তাপগতিবিদ্যার প্রথম সূত্র কোনটি?
6630×10-10m তরঙ্গদৈর্ঘ্যর ফোটনের শক্তি কত?
গতিশক্তি 4গুণ বৃদ্ধি পেলে ভরবেগ কত হবে?
0∘C তাপমাত্রার 1kg বরফকে 0∘C পানিতে পরিণত করতে এন্ট্রপির কী পরিবর্তন হবে?
25cm ফোকাস দূরত্ব বিশিষ্ট উত্তল লেন্সের ক্ষমতা কত?
একটি সেকেন্ড দোলকের প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে কত সময় লাগে?
একটি সমবাহু প্রিজমের প্রতিসরাঙ্ক 2। এর ন্যূনতম বিচ্যুতি কোণ কত?
একটি মার্বেলকে সুতায় বেঁধে বৃত্তাকার পথে ঘুরালে কাজের পরিমাণ হবে-
যে সব তরল পদার্থ কাচ ভেজায় তাদের ক্ষেত্রে স্পর্শ কোণ-
রাস্তার বাঁকে সাইকেল চালানোর সময় আরোহীর নতি কোণ হবে-
একটি ট্রানজিস্টর সাধরণ পীঠ (Common bias) সংযোগে আছে। এর নিঃসারক প্রবাহ 0.85 mA এবং পীঠ প্রবাহ 0.05 mA। প্রবাহ বিবর্ধন গুণক α এর মান কত?