কোন তাপমাত্রায় ফারেনহাইট ও কেলভিন স্কেলে একই পাঠ পাওয়া?
একই তাপমাত্রায় একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন 10% কমাতে হলে চাপ শতকরা কত বাড়াতে হবে?
হীরকের বরফ প্রতিসরাঙ্ক কত?
একটি সরু প্রিজম কোণ 6° । এই প্রিজমের মধ্য দিয়ে যাবার সময় একটি রশ্মির 4° বিচ্যুতি ঘটে, প্রিজমের উপাদানের প্রতিসরাঙ্ক কত?
6630×10-10m তরঙ্গ দৈর্ঘ্যের ফোটনের শক্তি কত?
কোনো দেশের উৎপাদিত তড়িৎশক্তির পরিমাণ বছরে 5.5×1011kWh । রূপান্তরিত ভরের পরিমাণ কত কিলোগ্রাম?
স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কিছু পরিমাণ শুষ্ক বায়ুকে ধ্রুবতাপমাত্রায় সংনমিত করে আয়তন অর্ধেক করা হল, চূড়ান্ত চাপ কত হবে?
কৃষ্ণকায়ার একক ক্ষেত্রফল হতে প্রতি সেকেন্ডে যে তাপশক্তি নিঃসৃত হয় তা এর পরম তাপমাত্রার সাথে কিভাবে সম্পর্কিত?
100°C তাপমাত্রার 1kg পানিকে 100°C তাপমাত্রার বাষ্পে পরিণত করতে এন্ট্রপির কি পরিবর্তন হবে?
বায়ুতে একক কুলম্বের দুটি আধান পরস্পর থেকে 1 km ব্যবধানে অবস্থিত হলে, এদের মধ্যকার বল কত হবে?
10 cm ও 30 cm ফোকাস দূরত্বের দুটি উত্তাল লেন্স পরস্পর জুড়ে দিলে উহাদের তুল্য ফোকাস দূরত্ব কত হবে?
কোন একটি বস্তু কণার মোট শক্তি এর স্থিতাবস্থায় শক্তির দ্বিগুণ । বস্তু কণাটির দ্রুতি কত?
কোন গোত্রে এক প্রান্তীয় অমরা বিন্যাস দেখা যায়?
Meiosis বিভাজনের কোন উপ-পর্যায়ে Bivalent chromosome দেখা যায়?
দ্বিবীজপত্রী গাছের কাণ্ডের প্রস্থচ্ছেদের যে স্তরে শ্বেতসার দানা পরিলক্ষিত হয় তার নাম কী?
আপেল ফলের খাদ্যাংশের নাম কী?
গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কোষের কোন অংশে সংঘটিত হয়?
কোষ বিভাজনের সময় সাইটোপ্লাজমের বিভাজনকে কী বলা হয়?
Law of segregation সূত্রটি কোন বিজ্ঞানী আবিষ্কার করেন?
পরিবেশ বিপর্যয় বোধে কমপক্ষে শতকরা কতভাগ অঞ্চল বনভূমি থাকা প্রয়োজন?
কোন ধরনের টিস্যু পানি ও খনিজ লবন পরিবহন করে?
ভাজক টিস্যুর বৈশিষ্ট্য কোনটি?
তেলাপোকার গিজার্ডে কয়টি দাঁত থাকে?
মানবদেহের কোন অঙ্গ গ্লাইকোজেন জমা করতে পারে?
কোনটি রক্ত জমাট বাঁধতে দেয় না?
মূত্র তৈরি হয় কোথায়?
কোথায় ইস্ট্রোজেন তৈরি হয়?
কোনটি ভাইরাসজনিত রোগ ?
Beauty bone বলা হয় কোন অস্থিকে?
নিচের কোনটি ম্যালেরিয়া জ্বরের লক্ষন?
পিটুইটারি গ্রন্থির পশ্চাদবতী অংশ হতে কোন হরমোন নিঃসৃত হয়?
কে শ্রেণী বিন্যাসের ভিত্তি রচনা করেন?
Fasciola hepatica কোন শ্রেণীভূক্ত প্রাণি?
সর্বপ্রথম টিস্যু শব্দটি ব্যবহার করেন কোন বিজ্ঞানী?
কোনটি অ্যান্টিবডি তৈরি করে?
স্টেইনলেস স্টীলে কতভাগ ক্রোমিয়াম থাকে?
বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কোনটি?
85 - 90%
90 - 95%
95 - 99%
100%
গাঢ় H2SO4 কে কপার কুচিসহ উত্তপ্ত করলে কোনটি উৎপন্ন হয়?
সোডিয়াম পটাশিয়াম টারটারেট যুক্ত কপার হাইড্রক্সাইডের অ্যালকলির দ্রবণকে কী বলা হয়?
বয়েল ও চার্লসের সমন্বয় সূত্র কোনটি?
ক্যান্সার চিকিৎসায় কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহত হয়?
500 ml 0.1 M NaOH দ্রবন তৈরি করতে কী পরিমাণ NaOH প্রয়োজন?
পর্যায় সারণির গ্রুপ 1 A তে কয়টি মৌল আছে?
নিচের কোনটি সবচেয়ে শক্তিশালী ক্ষারক?
কোনটিতে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রবণতা বেশি?
অ্যামোনিয়া প্লান্টে হেবারের পদ্ধতিতে N2 ও H3 গ্যাস থেকে NH3 প্রস্তুত করতে কী পরিমাণ তাপমাত্রা উৎপন্ন করতে হয়?
কোন দ্রবনের OH আয়নের ঘণমাত্রা 1 × 10-8 হলে তার pH মান কত হবে?
হ্যালোজেন সমূহের জারণ ক্ষমতার ক্রম কী?
মিউরেট অব পটাশ এ কী পরিমাণ K থাকে?
Epsom salt এর সংকেত কোনটি?
100°C তাপমাত্রা ও 1.0526 atm চাপে CO2 গ্যাসের ঘণত্ব কত?
10g FeSO4 কে জারিত করতে কতগ্রাম বিশুদ্ধ k2Cr2O7 প্রয়োজন হবে?
তুঁতের দ্রবণে 15 min ধরে 5A বিদ্যুৎ প্রবাহ করলে কী পরিমাণ কপার ক্যাথোডে জমা হবে?
30°C তাপমাত্রায় 740 m m চাপে 25 ml গ্যাসে কয়টি অণু খাকে?
একজন ডায়াবেটিকের রক্তে গ্লুকোজের পরিমাণ 360mg/dL হলে এর পরিমাণ mmol/L এককে কত?
জার্মান সিলভার কোন সংকর ধাতু?
কত তাপমাত্রায় উত্তপ্ত করলে হীরক গ্রাফাইটে পরিণত হয়?
হাইড্রোক্লোরিক এসিড ও সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবণের টাইট্রেশনে উপযোগী নিদের্শক কোনটি?
শীতকালে যে বস্তু জমা হয়ে উদ্ভিদ কোষের টিস্যুর সীভপ্লেটের ছিদ্র বহুলাংশে বন্ধ হয়ে যায় ফলে খাদ্য চলাচলের পরিমাপও হ্রাস পায় তা হলো-
হাইড্রোফিলিক পদার্থ হলো-
টিস্যু কালচার পদ্ধতিতে মেরিস্টেম করে উৎপাদিত চারার বৈশিষ্ট্য হলো-
HIV আক্রমণ করে মানব দেহের-
Spirogyra এর কোষ কত স্তরে গঠিত?
অসম্পূর্ণ প্রকটতার কারণে ফিনোটাইপিক অনুপাত কি?
ফটোপিরিয়ডিক ইনডাকসনের প্রভাবে সৃষ্ট উত্তেজক পদার্থের নাম-
পলিনিয়াম কোথায় পাওয়া যায়?
কোষপ্রাচীর সিলিকাযুক্ত এবং কপাটিকা উপস্থিত যে শৈবালে তার নাম-
ক্লোনিং পদ্ধতিতে ডলি নামক ভেড়ার জন্ম হয়-
গলদা চিংড়ির বৈজ্ঞানিক নাম-
মানুষের মেরুদন্ডের এটলাস ও এক্সিসের মধ্যবর্তী সচল সন্ধিকে বলে-
মানবদেহের স্পাইনাল অ্যাকসেসরি স্নায়ুর কাজ-
পানির নিচের মাটির স্তরে বসবাসকারী জীবদেরকে বলে-
চোখের নিউরোট্রান্সমিটার হিসেবে কার্যকরী রাসায়নিক নাম-
Hydra এর এপিডার্মিসে কোন কোষটি দেখা যায় না?
তেলাপোপার গ্রিজার্ডে কয়টি দাঁত থাকে?
প্লাটিপাস কোন ভৌগলিক অঞ্চলের প্রাণী?
জীববৈচিত্র রক্ষা করার জন্য স্থাপন করতে হয়-
বাংলাদেশের জাতীয় পাখির বৈজ্ঞানিক নাম-
নিচের কোন উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদগম হয়?
মিয়োসিস কোষ বিভাজনের কোন উপ-পর্যায়ে কায়াজমা দৃষ্টিগোচর হয়?
DNA তে কোন রাসায়নিক পদার্থটি অনুপস্থিত?
NADP কি?
প্লোটোপ্লাজমের কত শতাংশ পানি
গ্লেনয়েড গহ্বর থাকে-
মানুষের রক্তে গ্যামেটোসাইড কতদিন বাঁচে?
যে কলার কোষে মায়োবিন থাকে তাকে বলে-
ফাংশন f:R → R কে f(x) = x² দ্বারা সংগায়িত করা হলেf-1(16) এর সমান কোনটি?
c এর মান কত হলে x²+bx+c=0 সমীকরণটির একটির মূল অপরটির উল্টা হবে?
কোনো এলাকায় তিনটি চিঠির বাক্স আছে। এক ব্যক্তি কত প্রকারে চারটি চিঠি বাক্সে ফেলতে পারেন-
f(x) = 1x এর ডোমেন কোনটি?
x²+kx+1=0 সমীকরণের মূলদ্বয় জটিল এবং অসমান হলে কোনটি সত্য?
(4, π4) বিন্দুর কার্তেসীয় স্থানাংক কোনটি?
a এর মান কত হলে y = ax (1 - x) বক্ররেখার মূল বিন্দুতে স্পর্শকটি x অক্ষের সাথে 60° কোন উৎপন্ন করবে?
n-c N হলে tan = 1 সমীকরণের সাধারণ সমাধান কোনটি?
Z = 1 + i হলে arg z এর সমান কোনটি?
B একটি বর্গম্যাট্রিক্স এবং I একই ক্রমের একক ম্যাট্রিক্স হলে BI² এর মান কত?
î + ĵ + k^ এবং 3î + 3ĵ - 6k^ ভেক্টরদ্বয়ের মধ্যবর্তী কোণ কত?
36 কেজি ভরের একটি বস্তুর উপর কি পরিমান বল প্রয়োগ করলে এক মিনিটে এর বেগ ঘন্টায় 15 কিমি বৃদ্ধি পাবে?
(3, 4) এবং (7, 8) বিন্দুগামী রেখা এবং এর মধ্যবিন্দুগামী লম্বরেখার ছেদবিন্দুর স্থানাংক কত?
x² + y² - 4x + 6y + c = 0 বৃত্তটি y অক্ষকে স্পর্শ করলে c এর মান কত?