একটি নির্দিষ্ট বলকে দুইটি অংশক এ বিভাজিত করা যায়-
স্থানাঙ্কের অক্ষস্বরের সাথে সমান সমান কোণ উৎপন্নকারী সরলরেখা সমূহের ঢালের মান হবে-
কোণ উৎপন্নকারী চাপের দৈর্ঘ্য ঠিক রেখে বৃত্তের ব্যাসার্ধ বৃদ্ধি করলে রেডিয়ান কোণের মান-
দুইটি কোণ পরস্পর পরিপূরক হলে একটি কোণের Cosecant অপর কোণটির ____ এর সমান-
x2+y2=b(5x-12y) বৃত্তে অঙ্কিত ব্যাস মূলবিন্দু দিয়ে যায়,মূলবিন্দুতে অঙ্কিত স্পরশকটির সমীকরণ হবে-
limx→0-xএর মান কত?
dydx প্রতীকটি ___ বোঝাতে ব্যবহার করা হয়-
λ -এর মান কত হলে x2+λ-6x সমীকরণ এর মূলদ্বয় সমান হবে?
-2+1+4+..... ধারাটির n তম পদ কত?
x+2x6 এর বিস্তৃতিতে x বর্জিত পদটির মান কত?
b=0 হলে ax2+bx+c=0 সমীকরণের মূল দুইটি-
x+y+1=0 এবং x+y=1 রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত?
x2 এর সাপেক্ষে x3 এর অন্তরক সহগ-
কোন উপবৃত্তের উপকেন্দ্রিক লম্ব উপবৃত্তটির বৃহৎ অক্ষের অর্ধেক । উপবৃত্তিটির উৎকেন্দ্রিকতা -
∫01(sin-1x)2(1-x2)-12dx=?
7 সে. মি. উঁচু একটি সিলিন্ডারের ক্ষেত্রফল 550 বর্গ সে.মি. হলে, ব্যাসার্ধ-
21 এর দ্বিমিক আকার-
P এবং 2P মানের দুটি বল ক্রিয়াশীল প্রথম বলটি দ্বিগুণ এবং দ্বিতীয়াটির মান 8 একক বৃদ্ধির ফলে লব্ধির দিক অপরিবর্তি ত থাকলে, P এর মান-
500 জন লোকের একটি দলে 375 জন ইংরেজী ও 200 জন বাংলায় কথা বলতে পারলে, উভয় ভাষায় কথা বলতে পারে।
১০, ১২, ১৬, ২২, ৩০ ধারার পরবর্তী সংখ্যাটি কত হবে?
প্রত্যেক সংখ্যায় প্রতিটি অংক কেবল একবার ব্যবহার করে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 অংক গুলো দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যায়, যাদের প্রথমে ও শেষে জোড় অংক থাকবে
কোন পরীক্ষায় কতৃকার্য হতে ৬টি বিষয়ের প্রত্যেকটিতে ন্যূনতম নম্বর পেতে হয়, একজন পরীক্ষার্থী কত প্রকারের অকৃতকার্য হবে-
কোন সুষম বহুভুজের বহিঃস্থ কোণসমূহ 72 ডিগ্রী হলে বহুভূজটির বাহুর সংখ্যা কত?
এককের কাল্পনিক ঘনমূলের যোগফল কত?
MOtherland থেকে 3টি ব্যঞ্জনবর্ণ ও 2টি স্বরবর্ণ একত্রে কত উপায়ে বাছাই করা যেতে পারে-
y অক্ষ ও (7, 2) থেকে (a, 5) বিন্দুটির দূরত্ব সমান হলে, a এর মান কত?
একটি ত্রিভূজের দুইটি শীর্ষ(বিন্দু যথাক্রমে 2, 7) ও (6, 1) এবং এর ভরকেন্দ্র (6, 4)। তৃতীয় শীর্ষব্নিদুর স্থানাংক কত?
P বিন্দুটি x-3y = 2 রেখার উপর অবস্থিত এবং তা (2, 3), (6,-5) বিন্দু দুইটি হতে সমদূরবর্তী P এর স্থানাংক কত-
একটি সরল রেখার সমীকরণ র্নিয় কর যাহা (3, 5) বিন্দু দিয়ে যায় এবং অক্ষ দুটি থেকে বিপরীত চিহ্ন বিশিষ্ট সমান মানের অংশ ছেদ করে।
(1, -1) বিন্দু হতে x2+y2+4x+4y+1=0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় কর।
যে শর্তে a1i^+a2j^+a3k^ এবং b1i^+b2j^+b3k^ ভেক্টর দুটি লম্ব হবে তা নির্ণয় কর।
একটি ক্লাশে 100 জন শিক্ষার্থীর মধ্যে 60 জন বাংলায় এবং 75 জন অংকে পাম করলে কত জন শিক্ষার্থী উভয় বিষয়ে পােশ করেছে-
প্রত্যেকটি অংক কেবল একাবর নিয়ে 7, 3, 8, 5 অংক গুলো দিয়ে দুই অংক বিশিষ্ট কত গুলো ভিন্ন ভিন্ন সংখ্যা গঠন করা যায়?
C2n=25×C4n হলে n এর মান কত?
ex=?
যদি O→A=2i^+3j^-4k^ এবং O→B=4i^-3j^+2k^ হয়, তবে, A→B=?
2i^-3k^ এবং i^+j^+k^ ভেক্টর দুটির মধ্যবর্তী হবে-
cotA cot B+cotB cotC+cotC cot A=1 হলে, A, B এবং C এর মধ্যে সর্ম্পক কি?
(xy+yx)10 এর বিস্তৃেতিতে মধ্যম পদ কত?
10010 কে দশমিক সংখ্যায় প্রকাশ কর-
1.2+2.5+3.8+........+n(3n-1)=?
limx→2x3+8x+2=?
dydx নির্ণয় কর যেখানে y=tan-11+x1-x
tany=2t1-t2 এবং sinx=2t1+t2 হলে dydx এর মান নির্ণয় কর।
যদি y=a sinx+b cosx হয়, তবে, d2ydx2+y=?
∫x1-x2dx=? 0
∫0π2sin2xdx=?
∫01dx2x-x2=?
∫0π2cosxsin3xdx=?
x29+y24=1 ইলিপস দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় কর।