২৫টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
কেন্দ্রিয় প্রবণতা নির্ণয়ে কম সময় সাপেক্ষ পদ্ধতি কোনটি?
২, ৪, ৮, ১৬, ৩২ সংখ্যাগুলির জ্যামিতিক গড় কত
বিভেদাংক পরিমাপ করা যায় নিম্নের কোনটি দ্বারা-
১, ০, ১ সংখ্যা তিনটির ভেদাংক কত?
একটি নিবেশনের গড় ৩০ এবং মধ্যমা ২৫ হলে উহার প্রচুরক কত?
পরিমিত ব্যবধান গড় ব্যবধান অপেক্ষা-
জনসংখ্যার হ্রাস-বৃদ্ধি নির্ণয়ে কোনটি ব্যবহৃত হয়?
প্রথম অশোধিত পরিঘাতের মান কত?
x - 2y = -5 হলে x ও y এর সংশ্লেষ কত? সমান সংখ্যক মান বিশিষ্ট দুটি শাখার ছাত্রদের গড় বয়স ১৬ বৎসর ও ২১ বৎসর হলে তাদের সকলের গড় বয়স কত?
একটি ছক্কা তিনবার নিক্ষেপ করা হলো। উপরের পিঠে একই সংখ্যা আসার সম্ভাবনা কত?
পৈঁসো বিন্যাসের পরিধি 2 হলে P(4)= কত?
দুইটি সমকালীন চলকের মধ্যে বিদ্যমান সম্পর্ককে বলা হয়-
১২ হতে ১৭ সংখ্যাগুলির দ্বিতীয় কেন্দ্রিয় পরিঘাত কোনটি?
x ও y এর সংশেষাংক 0.5 হলে (a+2x) ও (c-5y) এর সংশেষাংক কত?
দুটি বর্জনশীল ঘটনা একত্রে ঘটার সম্ভাবনা কত?
দ্বিপদী বিন্নাসের পরিমিতি n ও p হলে গড় কত?
সূচক সংখ্যা নির্ণয়ের সমস্যা কোনটি?
একটি ঝুড়ির ৬০% আম ভাল। উহা হতে আধ ডজন আম নেয়া হল কমপক্ষে দুটি আম ভালো হবার সম্ভাবনা কত?
কোন গ্রামে 300টি পরিবার আছে। প্রতি পরিবারে গড়ে 2 জন লোক নিরক্ষর। কয়টি পরিবারে কম পক্ষে 1 জন নিরক্ষর লোক আছে?
একটি মিলের উৎপাদিত দ্রব্যের 0.1% খারাপ। উৎপাদিত 100টি দ্রব্যের মধ্যে কমপক্ষে 1টি খারাপ হওয়ার সম্ভাবনা কত?
অবরোহী সম্ভাবনা নয় কোনটি?
কোন কলেজের মানবিক, বিজ্ঞান ও বাণিজ্য শাখার 20, 45 ও 60 জন ছাত্রদের নম্বরের গড় যথাক্রমে 42, 50 ও 62 নম্বর হলে তাদের যৌঘ গড় কত হবে?
25 টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
পরিসংখ্যানের উদ্দেশ্য নয় কোনটি?
জীবনযাত্রার ব্যায়সূচক সংখ্যা নির্ণয় করার সময় ভোগ্যপণ্য ও সেবাকর্মসমূহকে প্রধানত কয়টি শিরোনামে ভাগ করা যায়?
52 খানা তাসের প্যাকেট হতে দৈবভাবে 4 খানা তাস নির্বাচন করা হলো। সে ক্ষেত্রে কমপক্ষে একটি রাজা পাওয়ার সম্ভাবনা কত?