খরাতে খাপ খাওয়ানোর কৌশল হিসেবে করতে হবে—
i. চাষ পদ্ধতির পরিবর্তন
ii. জাবড়া প্রয়োগ
iii. কম পানি লাগে এমন ফসলের চাষ
নিচের কোনটি সঠিক?
দেশের বিভিন্ন খরা প্রবণ এলাকার মধ্যে—
i. দিনাজপুর ও বগুড়া অঞ্চল তীব্র খরা প্রবণ এলাকা
ii. কুষ্টিয়া ও মেঘনার পলল ভূমি এলাকা মাঝারি খরা প্রবণ এলাকা
iii. দিনাজপুর ও যশোর জেলার কিছু অংশ মাঝারি খরা প্রবণ এলাকা
প্রতিকূল পরিবেশের সাথে উদ্ভিদের খাপ খাইয়ে নেওয়ার কৌশলকে কী বলে?
কোনটি খরা অবস্থায় ফসলের অভিযোজনের সবচেয়ে সহজ উপায়?
ফেলনের ফুল ফোটা থেকে দানা পরিপক্ক হতে কতদিন লাগে?
ফসলের খরা প্রতিরোধ কৌশলকে কতভাগে ভাগ করা যায়?
খরা সহ্যকরণ কৌশলে ফসল ফুল-ফল ধারণ করে কখন?
খরা সহিষ্ণু ফসল খরাবস্থায় কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ কোনটি জমিয়ে রাখে?
অনেক ফসলে পাতার কোষে পানির পরিমাণ কমে গেলেও কোনটির জন্য পাতা নেতিয়ে পড়ে না?
খরার প্রভাবে উদ্ভিদ দেহের কোনটি ভেঙ্গে বিভিন্ন জৈব রাসায়নিক কর্মকাণ্ডে ব্যবহৃত হয়?
কিছু কিছু উদ্ভিদ প্রোলিন নামক যে রাসায়নিক দ্রব্য তৈরি করে তার কাজ কী?
কোন ফসল পত্ররন্দ্র খোলা ও বন্ধ হওয়াকে নিয়ন্ত্রণ করে খরাবস্থা মোকাবেলা করে?
লম্বা জাতের অনেক গম কখন অল্প সময়ের জন্য পত্ররন্ত খোলা রাখে?
কোন কারণে অনেক ফসল পত্ররন্দ্রের আকার কমিয়ে দেয়?
উদ্ভিদ খরা পরিহারের জন্য কোন পদ্ধতি অবলম্বন করে?
পত্ররন্দ্র নিয়ন্ত্রণের মাধ্যমে কোন ফসলের অধিকাংশ জাত খরা পরিহার করে?
খরার মাত্রা বৃদ্ধি পেলে উদ্ভিদ কোন ধরনের পাতা ঝরিয়ে প্রস্বেদন হ্রাস করে?
খরার সময় কোনটি বৃদ্ধি পাওয়াতে উদ্ভিদের পাতা ঝরার ঘটনাটি ঘটে?
কোন ফসল খুব কম পরিমাণ CO2 গ্রহণ করে বেশি পরিমাণ খাদ্য তৈরি করতে পারে?
কোন উদ্ভিদ মূলের দৈর্ঘ্য, সংখ্যা ও ঘনত্ব বাড়িয়ে অধিক পানি আহরণের মাধ্যমে ব্যাবস্থা মোকাবেলা করে?