মূলের অধিক গভীরতা ও ঘনতৃ হওয়ায় কোন ফসল অধিক খরা প্রতিরোধী?
গভীরমূলী উদ্ভিদ কোনটি?
পাতা কুঞ্চিত করে প্রস্বেদন কমায় কোনটি?
লবণাক্ততার প্রতি সাড়া প্রদানের ওপর ভিত্তি করে ফসলকে কয় ভাগে ভাগ করা হয়?
হ্যালোফাইটস জাতীয় উদ্ভিদের উদাহরণ কোনটি?
লবণাক্ত পরিবেশে টিকে থাকতে হলে উদ্ভিদের কোষ রসের ঘনত্ মাটির পানির ঘনত্বের কেমন হতে হয়?
লবণাক্ততা সহিষ্ণু কিছু কিছু উদ্ভিদের কোন গহ্বরের আয়তন কোষের মোট আয়তনের শতকরা কত ভাগ হয়ে থাকে?
কোনটি পানি পছন্দকারী উদ্ভিদ?
ধান গাছে কোন ধরনের টিস্যু থাকে?
এ্যারেনকাইমা টিস্যুর বায়ু কুঠুরিতে কোনটি জমা থাকে?
জলাবদ্ধতার কোনটির অভাবে গাছ দ্রুত মরে যায়?
উচ্চ তাপমাত্রায় ফসলের কোন প্রক্রিয়ার হার কমে যায়?
উদ্ভিদের বিভিন্ন ধরনের শারীরবৃত্তীয় ও জৈব রাসায়নিক পরিবর্তন দেখা যায়—
i. ফসলের অভিযোজনের ক্ষেত্রে
ii. ফসলের প্রজননের ক্ষেত্রে
iii. প্রতিকূল পরিবেশে টিকে থাকার ক্ষেত্রে
নিচের কোনটি সঠিক?
ফসল খরা কবলিত হলে -
i. মাটির আর্দ্রতা কমে যায়
ii. বায়ুর আর্দ্রতা কমে যায়
iii. মাটির তাপমাত্রা কমে যায়
ফসল খরা সহাকরণে -
i. কোষের মধ্যে পর্যাপ্ত পরিমাণ দ্রাব জমিয়ে রাখে
ii. সালোকসংশ্লেষণের হার বৃদ্ধি করে
iii. কোষপ্রাচীরের ভূমিকা রয়েছে
খরার প্রভাবে প্রোটিন ভেঙ্গে তৈরি হয় -
i. বিষাক্ত দ্রব্য
ii. প্রোলিন
iii. অ্যামোনিয়া
ফসল খরা পরিহারকরণ কৌশল হলো—
i. পাতার আকার হ্রাস
ii. প্রস্বেদন হার বাড়ানো
iii. পাতার উপর লিপিড জমা করে
পাতার দিক পরিবর্তন করে খরা প্রতিরোধ করে—
i. চিনাবাদাম
ii. তুলা
iii. ফেলন
লবণাক্ত এলাকার উদ্ভিদের বৈশিষ্ট্য হলো—
i. পাতায় লবণ জালিকা থাকে
ii. পাতার আয়তন বাড়াতে পারে
iii. পাতার কোষে অতিরিক্ত আয়ন জমিয়ে রাখে
আমিন সাহেবের ফসল উল্লিখিত পরিস্থিতিতে কোন কৌশলে নিজেকে টিকিয়ে রেখেছিল?