বন্যাসহিষ্ণু স্থানীয় জাতের গভীর পানির আমন ধানের মধ্যে রয়েছে—
i. দিশারী
ii. বাজাইল
iii. ফুলকড়ি
নিচের কোনটি সঠিক?
নাবী জাতের আমন ধান—
i. জোয়ার-ভাটা অঞ্চলে চাষ করা হয়।
ii. কিছুটা লবণাক্ততা সহিষ্ণু
iii. যে কোন সময় চাষ করা যায়
আমন মৌসুমের জন্য উপযোগী —
i. ব্রি ধান ৫৫
ii. ব্রি ধান ৫১
iii. ব্রি ধান ৫২
আমন মৌসুমের জন্য অনুমোদিত ব্রি ধান ৫১ জাতের—
i. চাষ করা হয় দেশের উত্তর-পূর্বাঞ্চলে
ii. গাছের উচ্চতা ১১৬ সেমি।
iii. চারার বন্যা সহ্য ক্ষমতা বেশি
উচ্চফলনশীল ধানের জাত ব্রি ধান ৫২–
i. খরা প্রবণ এলাকার জন্য অনুমোদিত
ii. দেশের উত্তর-পূর্বাঞ্চলে চাষ করা হয়
iii. বন্যাকবলিত হলে জীবনকাল বেড়ে যায়
ঈশ্বরদী ৩৮—
i. জাতটির দৈহিক বৃদ্ধি তাড়াতাড়ি হয়
ii. ভয়াবহ বন্যাতেও ক্ষতিগ্রস্ত হয় না
iii. এর পরিপক্বতা একটু দেরিতে হয়
বিজেআরআই কেনাফ-৩ -
i. আঁশ জাতীয় ফসল
ii. বন্যা সহিষ্ণু ফসল
iii. লবণাক্ততা সহিষ্ণু ফসল
জিয়া সাহেব এ বছর কোন জাতের ধান চাষ করেন?
এ বছর জিয়া সাহেব তার জমি থেকে কত টন ফলন পাবেন?
উল্লিখিত জাতটি কোন মৌসুমের জন্য অনুমোদিত হয়?
আকবর সাহেবের চাষকৃত এ বছরের ধানের জাতটি কোন ধরনের প্রতিকূল পরিবেশ সহিষ্ণু ফসল?
গত বছরের তুলনায় আকবর সাহেব এ বছর কেমন ফলন পেতে পারেন?
উদ্দীপকে উল্লিখিত জাতের চারা -
i. চারা অবস্থায় বেশি লবণাক্ততা সহ্য করতে পারে
ii. উচ্চ মাত্রার খরাও সহ্য করতে পারে
iii. বয়স্ক অবস্থায় নিম্ন হতে মধ্যম মাত্রার লবণাক্ততা সহ্য করতে পারে
খরাপ্রবণ এলাকায় চাষ করা যায় -
i. ছোলা
ii. টমেটো
iii. তেল ফসল
বন্যার কারণ হলো—
i. অতিবৃষ্টি
ii. পাহাড়ি ঢল
iii. বৃক্ষ রোপণ
বন্যার তীব্রতা বৃদ্ধি পাওয়ার কারণ—
i. হিমালয়ের বরফগলা পানি
ii. অতিবৃষ্টি
iii. নদী ভরাট হওয়া
হাকিম সাহেবের এলাকায় ফসল উৎপাদনে প্রধান প্রতিকূলতা কী?
উল্লিখিত উৎসের পানির অনুপ্রবেশ ঠেকাতে গিয়ে—
i. ব্লুইস গেট নির্মাণ করা হয়
ii. বাঁধ নির্মাণ করা হয়
iii. নদী ভরাট হয়ে যায়
উল্লিখিত জেলা কোন ধরনের বন্যার শিকার হয়?
উক্ত এলাকার কোন ধান পাকার পর কর্তনের আগেই ঢল বন্যায় ক্ষতিগ্রস্ত হয়?