রফিকের প্রক্রিয়াজাতকৃত খাদ্যটি কী ছিল?
সংরক্ষণকৃত খাদ্যে -
i. শুষ্ক পদার্থের পরিমাণ থাকে ৩০-৩৫%
ii. ক্যারোটিন বেশি থাকে
iii. আর্দ্রতার পরিমাণ থাকে ২০%
নিচের কোনটি সঠিক?
ফসল ফলানোর জন্য প্রয়োজনীয় মৌলিক উপাদানগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনটি?
বীজ
সার
কীটনাশক
সেচ
আখের বংশ বিস্তারের মাধ্যম কোনটি?
নিচের কোনটির বংশবিস্তার কন্দের মাধ্যমে হয়?
বীজ উৎপাদনের জন্য অবশ্যই কোন বীজ সংগ্রহ করতে হবে?
কত পর্যায়ে বীজ রোগিং করা হয়?
রোগিং এর অপর নাম কী?
বীজ আলুর ভালো ফলনের জন্য কোন মাটি সর্বোত্তম?
কোন ফসলটি সোলানেসি শ্রেণিভুক্ত?
বীজ আলু শোধন করতে ৩ লিটার পানিতে কত গ্রাম বরিক এসিড মিশাতে হবে?
আলু বীজ শোধন করতে ব্যবহার করা হয় -
আলু চাষের জন্য প্রতি শতাংশে কত কেজি জৈব সার প্রয়োগ করতে হয়?
শওকত আলী তার ১৫০ শতক জমিতে আলু লাগান। তিনি তার জমিতে কী পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করেছিলেন?
আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি?
কোন পোকার কীড়া (Larva) আলু গাছ কেটে দেয়?
আলু চাষের জন্য কতটি সেচ দেওয়া প্রয়োজন?
আলুর ব্যাপক ক্ষতি করে কোন রোগ?
আলুর মড়ক রোগে কোন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয়?
আলুর ভাইরাস রোগের বিকল্প বাহক হিসেবে কোনটি কাজ করে?