কোন ধরনের মুরগিকে ২০-৭২ সপ্তাহ পর্যন্ত রেশন দিতে হয়?
ব্রয়লার ফিনিশার রেশন কত সপ্তাহ পর্যন্ত সরবরাহ করা হয়?
শুঁটকি মাছের গুঁড়া, তিলের খৈল, রক্তের গুঁড়া ইত্যাদি কোন ধরনের পুষ্টি উপাদান?
মুরগির খাদ্যে কোন উপাদান মিশালে শর্করার অভাব পূরণ হবে?
খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য মুরগির খাদ্যে কি মিশাতে হয়?
কোনটি থেকে খনিজ পদার্থ পাওয়া যায়?
প্রথম সপ্তাহে ব্রয়লার জাতের ১টি মুরগিকে কত গ্রাম খাবার দিতে হয়?
বাড়ন্ত মুরগির প্রতিদিন কত গ্রাম পরিমাণ খাদ্য প্রয়োজন?
হাঁস-মুরগির জন্য মিশ্রিত খাদ্য কোন রঙের?
লেয়ার মুরগির খাদ্য তালিকায় শতকরা কত ভাগ গমের ভুসি থাকে?
লেয়ার মুরগির খাদ্য তালিকায় শুঁটকি মাছের গুঁড়ার পরিমাণ শতকরা কত ভাগ?
ব্রয়লার মুরগির প্রারম্ভিক রেশনে গম ভাঙার পরিমাণ কত ভাগ?
প্রথম কত সপ্তাহ হাঁসকে প্রচুর খাবার দিতে হয়?
চতুর্থ সপ্তাহের হাঁস দিনে কত গ্রাম খাবার খায়?
হাঁসের রেশনে ভুট্টার গুঁড়ার পরিমাণ শতকরা কত ভাগ?
হাঁসের রেশনে খৈলের পরিমাণ শতকরা কত ভাগ?
গৃহপালিত পাখির খাদ্যের বৈশিষ্ট্য -
i. খুব সুস্বাদু
ii. হজমযোগ্য ও সহজপাচ্য
iii. জীবাণু, ছত্রাক, ও পরজীবী মুক্ত
নিচের কোনটি সঠিক?
মুরগির খাদ্য হিসেবে ব্যবহৃত দানা শস্যগুলো হলো—
i. গম
ii. শিম
iii. ভুট্টা
হাঁস-মুরগির রেশন তৈরির জন্য বিবেচ্য বিষয়গুলো হলো—
i. পুষ্টিমান
ii. প্রাপ্যতা
iii. বাজারদর
মুরগির রেশনে খনিজ উপাদানের উৎস্য হিসেবে ব্যবহার করা হয় -
i. খাদ্য লবণ
ii. সয়াবিন মিল
iii. ডিমের খোসা