সাইলেজের জন্য ভুট্টা গাছকে ভূমি থেকে কত সেমি উপরে কাটতে হয়?
হে প্রস্তুতের জন্য সবুজ ঘাসকে শুকিয়ে এর আর্দ্রতা শতকরা কত ভাগে আনতে হয়?
হে কী অবস্থায় সংরক্ষণ করা হয়?
কোন গাছটির মূলে রাইজোবিয়াম থাকে?
রাইজোবিয়াম কী?
হে এর খাদ্যমান কীসের গুণগতমানের ওপর নির্ভর করে?
হে কোন বর্ণের হবে?
সবুজ ঘাসে কত ভাগ আর্দ্রতা থাকে?
হে-এর পুষ্টি উপাদান কম হলে রং কীরূপ হয়?
ভালো মানের হে তে সর্বোচ্চ আর্দ্রতা শতকরা কত ভাগ থাকে?
আহার্যরূপে গৃহীত খাদ্য—
i. পরিপাক ও শোষণ হয়
ii. মল ত্যাগের জন্য খেতে হয়
iii. বিপাকের মাধ্যমে শক্তি উৎপাদন করে
নিচের কোনটি সঠিক?
দানা জাতীয় ফসল বীজ হলো—
i. ধান
ii. গম
iii. কাউন
গবাদিপশুর দানাদার খাদ্য হলো—
i. ভুসি
ii. খৈল
iii. চালের কুঁড়া
ঘাস সংরক্ষণের পদ্ধতি —
i. সাইলেজ
ii. হে
iii. পিট
সাইলেজ ব্যবহারের সুবিধা হলো—
i. দীর্ঘদিন পুষ্টিমান অক্ষুণ্ণ থাকে না
ii. এতে হে এর তুলনায় কম পুষ্টিমান অপচয় হয়
iii. সাইলেজ আর্দ্র আবহাওয়াতে তৈরি করা যায়
সাইলেজ বায়ুরোধী পরিবেশে রেখে রক্ষা করা যায় -
i. ঈস্টের সংক্রমণ থেকে
ii. মোডের সংক্রমণ থেকে
iii. ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে
হে তৈরির জন্য-
i. ফুল আসার সময় গাছ কাটতে হবে
ii. কম বয়সে গাছ কাটতে হবে
iii. বেশি বয়সে গাছ কাটতে হবে
হে এর গুণগত মান মূল্যায়ন করা হয়ে থাকে –
i. ঘাসের রং দ্বারা
ii. পাতার পরিমাণ দ্বারা
iii. ঘাসের পূর্ণতা প্রাপ্তির ওপর
গোলাম কাদেরের প্রথমে সরবরাহকৃত খাদ্যগুলো কী জাতীয়?
উল্লিখিত খাদ্য মূলত প্রদান করতে হয়—
i. দুধাল গবাদি পশুকে
ii. সদ্যজাত বাছুরকে
iii. মাংস উৎপাদনকারী গবাদিপশুকে