পাহাড়ি বনের আয়তন কত লক্ষ হেক্টর?
প্রাকৃতিক সৌন্দর্যের কারণে কোন বন বিশ্ব ঐতিহ্য হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে ?
কোন বনের মাটি ক্ষারীয় প্রকৃতির?
বাংলাদেশে প্রাকৃতিক ম্যানগ্রোভ বনের পরিমাণ প্রায় কত লক্ষ হেক্টর?
চিরসবুজ বনের বৃক্ষ কোনটি?
গাছের প্রজাতি ও বনায়নের উদ্দেশ্যের ভিত্তিতে কৃষি বনায়নকে প্রধানত কত শ্রেণিতে ভাগ করা যায়?
পরিকল্পিতভাবে সৃষ্টি করা নতুন বনকে কী বলে ?
সড়ক ও বাঁধ বনে রোপণ উপযোগী বৃক্ষ কোনটি?
সামাজিক বনের আয়ের শতকরা কত অংশ বনায়নকারী প্রতিষ্ঠান নেয়?
কোন ধরনের বনায়নে ভূমির সর্বোত্তম ব্যবহার হয়?
জ্বালানি কাঠের কত শতাংশ বসতবাড়ির বন হতে আসে?
সামাজিক বনায়ন বিধিমালা তৈরি হয় কত সালে?
কত সালে চট্টগ্রামে ভূমিহীনদের নিয়ে সামাজিক বনায়ন কার্যক্রম শুরু হয়?
বৃক্ষের চারা রোপণের উত্তম সময় কোনটি?
দুই সারি করে গাছ লাগালে কত মিটার দূরে দূরে গাছ লাগানো উচিত?
ডাল ছাঁটাইয়ের তীব্রতার ভিত্তিতে প্রুনিংকে কতভাগে ভাগ করা যায়?
গাছে প্রুনিং সাধারণত কখন করতে হয়?
গাছের শিকড় ছাটাই করাকে কী বলে?
উচ্চ কেন্দ্র ট্রেনিং করা হয় কোন গাছে?
কাঠ প্রদানকারী গাছে সাধারণত কোন ধরনের ট্রেনিং করা হয়?