শীতকালে একটানা কত ঘণ্টার বেশি মাছ পরিবহন ঠিক নয়?
গ্রীষ্মকালে একটানা কত ঘণ্টার বেশি মাছ পরিবহন ঠিক নয়?
মাছের পরিবহনের জন্য প্রতি ঘণ্টায় প্রতি লিটার পানির জন্য কত গ্রাম বরফ মেশাতে হয়?
মাছের পোনা পরিবহনের কত ঘণ্টা পূর্বে খাদ্য প্রয়োগ বন্ধ করতে হয়?
মাছের পোনা পরিবহনে ব্যাগের কত শতাংশ অক্সিজেন দ্বারা পূর্ণ করা হয়?
মুরগির ডিম ফুটে বাচ্চা বের হতে কত দিন সময় লাগে?
কেরোসিন ইনকিউবেটরে একসাথে কতটি মুরগির ডিম ফুটানো যায়?
মুরগির ডিম ফুটানোর ট্রেতে ডিমের সরু অংশ নিচে ও মোটা অংশ উপরে কত ডিগ্রি কোণে বসাতে হবে?
মুরগির ডিম ফুটানোর যন্ত্র ইনকিউবেটরের ভিতরের তাপমান যন্ত্রের তাপমাত্রা কত ডিগ্রি সে. রাখতে হবে?
কোন ভিটামিনের অভাবে ডিম অনুর্বর হয়?
ইনকিউবেটর যন্ত্রের ভিতর একসাথে কয়টি ডিম বসিয়ে বাচ্চা উৎপাদন করা হয়?
১টি আদর্শ ডিমের ওজন কত?
ব্রুডার হাউজে কতদিনের বাচ্চাকে তাপ দেওয়া হয়?
মুরগির ডিম সংরক্ষণের ক্ষেত্রে প্রযোজ্য –
i. আদর্শ তাপমাত্রা ২০ ডিগ্রি সে.
ii. ০ ডিগ্রি সে. তাপমাত্রায় ভ্রূণ মারা যায়
iii. ২৭ ডিগ্রি সে. তাপমাত্রার বেশি হলে ভূণের অস্বাভাবিক বৃদ্ধি ঘটে
নিচের কোনটি সঠিক?
মুরগির আবাসস্থল শোধন করতে ব্যবহৃত কীটনাশক -
i. সোডিয়াম ক্লোরাইড
ii. ক্লোরোফর্ম
iii. গ্যামাবিএন
বাচ্চা ফোটানোর ডিম বাছাইয়ের ক্ষেত্রে -
i. ডিম নিষিক্ত হতে হবে
ii. ডিমের ওজন হবে ৫০ ৬০ গ্রাম
iii. ময়লাযুক্ত ডিম পানিতে সুন্দরভাবে ধুয়ে নিতে হবে
মুক্ত অবস্থায় পালন লাভজনক কোন মুরগির ক্ষেত্রে?
খাঁচায় পালিত মুরগিতে কোন ভিটামিনের ঘাটতি হয়?
লিটার পদ্ধতিতে মুরগি প্রতি ঘরের মেঝের আকৃতি কত বর্গমিটার হতে হবে?
ডিপ লিটার পদ্ধতিতে বর্ষাকালে লিটারের পুরুত্ব কত থাকা ভালো?