ধানক্ষেতে চিংড়ি চাষের মাধ্যমে ধানের ফলন শতকরা কত ভাগ বৃদ্ধি করা যায়?
ধানক্ষেতে গলদা চিংড়ি চাষের ক্ষেত্রে প্রযোজ্য- i. ধানের রোপনকাল ডিসেম্বর-জানুয়ারিii. হেক্টর প্রতি পালন ১০০-১৫০ কেজিiii. মুখ্য ফসল চিংড়িনিচের কোনটি সঠিক?
ঘেরে গলদা চিংড়ি চাষে মাটির pH কত হয়?
গলদা চিংড়ি কত মাস বয়সে আহরণের উপযোগী হয়?
গলদা চিংড়ি চাষ বৃদ্ধির কারণ হলো - i.দ্রুত বর্ধনশীলii. সুদবিহীন ঋণ প্রাপ্তি iii. বিদেশে চাহিদা বৃদ্ধি নিচের কোনটি সঠিক?
গলদা চিংড়ির ক্যালসিয়ামের অভাবজনিত রোগ কোনটি?
গলদা চিংড়ির কোন রোগে লেজ ও ফুলকায় পচন দেখা যায়?
বাংলাদেশে সংরক্ষরণের অভাবে প্রতি বছর শতকরা কত ভাগ মাছ পচে?
ছোট মাছ শুঁটকিকরণে কতদিন রোদে শুকানো হয়?
মাছ পরিবহনের সময় গ্রীষ্মকালে মাছ ও বরফের অনুপাত কত থাকতে হয়?
হিমায়িতকরণের মাধ্যমে সংরক্ষিত মাছের গুণগতমান কতদিন ঠিক থাকে?
হিমায়িত মাছ সংরক্ষণের তাপমাত্রা কত?
সাধারণত কোন মাছ লবণ দিয়ে সংরক্ষণ করা হয়?
পানি থেকে মাছ আহরণের কত সময়ের মধ্যে মাছে পচন ক্রিয়া শুরু হয়?
শুঁটকিকরণের মাধ্যমে মাছের দেহ থেকে কতটুকু পানি অপসারণ করা হয়?
মাছ প্রক্রিয়াজাত করে বায়ুশূন্য পাত্রে সংরক্ষণ করে রাখাকে কী বলে?
শুকানো শুঁটকি মাছে সাধারণত কত ভাগ জলীয় অংশ থাকে?
মাছ সংরক্ষণের কোন পদ্ধতিতে অতি নিম্ন তাপমাত্রায় মাছের দেহের অভ্যন্তরীণ পানিকে বরফে পরিণত করা হয়?
মাছ প্রক্রিয়াজাতকরণের সনাতন পদ্ধতি হলো -i. শুঁটকিকরণii. হিমায়িতকরণiii. লবণজাতকরণনিচের কোনটি সঠিক?
মাছ প্রক্রিয়াজাতকরণের আধুনিক পদ্ধতি হলো - i. শুঁটকিকরণii. হিমায়িতকরণiii. টিনজাতকরণনিচের কোনটি সঠিক?