বীজের জীবনীশক্তি হ্রাস পায়—
i. বেশি তাপমাত্রায় বীজ শুকালে
ii.. অপর্যাপ্ত তাপে বীজ শুকালে
iii. বীজের আর্দ্রতা ১২% এর কম থাকলে
নিচের কোনটি সঠিক?
বীজকে সুষ্ঠুভাবে প্রক্রিয়াজাত করলে -
i. বীজের বিশুদ্ধতা বাড়ে
ii. বীজ দেখতে আকর্ষণীয় হয়
iii. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়ে
বীজের মান নিয়ন্ত্রণ করা হয়েছে বলতে আমরা বুঝি–
i. বীজ সঠিকভাবে মাড়াই হয়েছে
ii. বীজ শুকিয়ে নির্দিষ্ট আর্দ্রতায় আনা হয়েছে
iii. ফসল সঠিকভাবে কর্তন করা হয়েছে
একটি বীজ নমুনার মধ্যে থাকতে পারে-
i. বিশুদ্ধ বীজ
ii. পাথর
iii. ঘাসের বীজ
বীজ সংরক্ষণের উদ্দেশ্য হলো—
i. বীজের গুণগতমান রক্ষা করা
ii. বীজের জীবনীশক্তি দীর্ঘদিন বজায় রাখা
iii. বীজের আর্দ্রতা বৃদ্ধি করা
ডোল তৈরি করা হয়-
i. বাঁশ দিয়ে
ii. বেত দিয়ে
iii. কাঠ দিয়ে
বীজ হিসেবে ব্যবহারের পূর্বে—
i. সঠিক আর্দ্রতায় শুকাতে হবে
ii. বীজের মান ভালো হতে হবে
iii. অঙ্কুরোদগমের হার পরীক্ষা করতে হবে
বীজ হিসেবে ব্যবহারে পূর্বে তাকে -
i. সঠিক আর্দ্রতায় বীজ শুকাতে হবে
ii. মান ঠিক আছে কিনা দেখতে হবে
iii. মান ভালো না হলে বীজ হিসেবে ব্যবহার করা ঠিক নয়
কৃষিবিদের পরামর্শ মতো রহমত আলী বস্তায়—
i. নিমের পাতা দিলেন
ii. বিষকাটালি দিলেন
iii. ফরমালিন দিলেন