পাহাড়ি জমিতে ভূমিক্ষয় হয়—
i. আড়াআড়ি চাষ করলে
ii. ঢাল বরাবর চাষ করলে
iii.. ধাপ সৃষ্টি না করে চাষ করলে
নিচের কোনটি সঠিক?
নদী ভাঙনজনিত ভূমিক্ষয় হয়—
i. বর্ষার শুরুতে
ii. শীতের শেষে
iii. বর্ষার শেষে
নদী ভাঙনের প্রকটতা দেখা যায় —
i. চাঁদপুরে
ii. সিরাজগঞ্জে
iii. কুষ্টিয়ায়
বায়ু ভূমিক্ষয় হয় —
i. এঁটেল মাটিতে
ii. বেলে মাটিতে
iii. বেলে দোআঁশ মাটিতে
বাংলাদেশে বায়ু প্রবাহজনিত কারণে ভূমিক্ষয় দেখা যায় -
i. রাজশাহী অঞ্চলে
ii. দিনাজপুর অঞ্চলে
iii. কুমিল্লা অঞ্চলে
বায়ুজনিত ভূমিক্ষয়—
i. দেখা যায় চৈত্র-বৈশাখ মাসে
ii. আবাদি জমির উর্বরতা নষ্ট করে
iii. দেখা যায় পলি মাটিতে
কৃষি কর্মকর্তা তাকে কোন পদ্ধতিতে চাষ করতে বললেন?
জাহিদের জমিতে উল্লিখিত প্রকারের ভূমিক্ষয়ের কারণে —
i. জমি উর্বরতা হারায়
ii. জমি অম্ল হয়
iii. কৃষি যন্ত্রপাতি ব্যবহারে অসুবিধা সৃষ্টি করে
এক মৌসুমের বীজ পরবর্তী মৌসুমে ব্যবহারের জন্য আর্দ্রতা কত হওয়া উচিত?
কতটি পদ্ধতিতে বীজ শুকানো যায়?
কোনো বীজ নমুনা থেকে শতকরা কতটি বীজ গজায় তা বের করাকে কী বলে?
কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করা হয়?
বীজ বিপণনের সময় ক্রেতাদের বইতে উল্লিখিত কতটি তথ্য প্রদান করতে হবে?
কাঙ্ক্ষিত আর্দ্রতায় আনতে বীজকে কত দিন রোদে শুকাতে হয়?
গ্রাম বাংলায় বীজ সংরক্ষণের কোন পদ্ধতিটি বহুল পরিচিত?
বীজ সংরক্ষণের জন্য পাঁচ কেজি ধারণক্ষমতাসম্পন্ন পলিথিন ব্যাগ কোন প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত হয়েছে?
কত কেজি ধারণক্ষমতা সম্পন্ন পলিথিন ব্যাগে বীজ সংরক্ষণ করা হয়?
বীজ উৎপাদনের জন্য মনে রাখা দরকার—
i. কেবল বীজের জন্যই ফসলের চাষ করা
ii. ফসল পাকার আগেই কেটে ফেলা
iii. নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে বীজ সংগ্রহ করা
বীজ শুকানোর সময় নির্ভর করে –
i. বীজের আর্দ্রতার মাত্রার ওপর
ii. বীজের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার ওপর
iii. বাতাসের তাপমাত্রা ও আর্দ্রতার মাত্রার ওপর
বীজ শুকানোর কোনো বিকল্প নেই—
i. বীজের জীবনীশক্তি বাড়াতে
ii. বীজের অঙ্কুরোদগম ক্ষমতা বাড়াতে
iii. বীজের আর্দ্রতা বাড়াতে