ভূমিকর্ষণের ফলে—
i. মাটিতে সহজেই বায়ু চলাচল করতে পারে
ii. উপরের মাটি নিচে আসে
iii. মাটিতে অণুজীবের কর্মক্ষমতা বৃদ্ধি পায়
নিচের কোনটি সঠিক?
আদিকালের মানুষের ভূমিকর্ষণে ব্যবহৃত যন্ত্রগুলো হলো—
i. কাঠের তৈরি সুচালো যন্ত্র
ii. পাথরের তৈরি সুচালো যন্ত্র
iii. লোহার ফলা
ভূমিকর্ষণের উদ্দেশ্য—
i. পানি বাষ্পায়িত করা
ii. উঁচু-নিচু জমি সমতল করা
iii. মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি করা
মাটিতে জৈব পদার্থ বেশি থাকলে—
i. মাটির কণা দানাদার ও সংযুক্ত হয়
ii. সহজে অঙ্কুরোদগম হয়
iii. বীজের অবস্থান ভালো থাকে
মাটিকে সুস্থ রাখতে সাহায্য করে এমন জীবাণু হলো—
i. ছত্রাক
ii. ব্যাকটেরিয়া
iii. পরজীবী
জমি চাষের বিবেচ্য বিষয়—
i. ফসলের প্রকার
ii. মাটির প্রকার
iii. আবহাওয়া
জমি প্রস্তুতকরণ নির্ভর করে—
i. মাটির প্রকারভেদের ওপর
ii. মাটির জৈব পদার্থ ও রসের ওপর
iii. ফসলের প্রকারের ওপর
মাটি মিহি ঝুরঝুরা করে চাষ করা হয়—
i. মিলেটের
ii. মুলার
iii. মরিচের
মাটিতে আর্দ্রতার অভাব ঘটে—
i. বৃষ্টিপাত কম হলে
ii. মাটিতে গভীর চাষ দিলে
iii. জৈব পদার্থ প্রয়োগে
নিবিড় শস্য চাষের সুবিধা হলো—
i. জমিতে গভীর চাষের প্রয়োজন নেই
ii. একটি ফসল তুলেই আরেকটি ফসল লাগানো যায়
iii. একই সাথে একাধিক ফসল চাষ করা যায়
উদ্দীপকের ফসল চাষের জন্য কী দেখে জমিতে লাঙল চালনা করা হয়?
উদ্দীপকের ফসলটির বীজ রোপণের জন্য -
i. ৩–৪টি চাষ প্ৰয়োজন
ii. মধ্য কার্তিক—মধ্য অগ্রহায়ণ উপযুক্ত সময়
iii. বারবার মাটি প্রয়োগ করতে হবে
কত ভাগে ভূমিক্ষয়কে ভাগ করা হয়?
বৃষ্টিপাতজনিত ভূমিক্ষয় কয় ধরনের?
আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কী?
আস্তরণ ভূমিক্ষয় কোথায় বেশি হয়?
রিল ভূমিক্ষয় ভূমিক্ষয়ের কততম ধাপ?
রিল ভূমিক্ষয়ে কী লক্ষণ প্রকাশ পায়?
রিল ভূমিক্ষয়ের পরবর্তী পর্যায়কে কী বলে?
গালি ভূমিক্ষয় আস্তরণ ভূমিক্ষয়ের কততম ধাপ?