কোনটি নিত্য স্ত্রীবাচক বাংলা শব্দ?
'সংখ্যায় সূর্য অস্ত যায়।'- বাক্যটি কোন কালের উদাহরণ?
কোনটি দেশি শব্দ?
'পরীক্ষায় সফল হও'- এটি কোন ধরনের বাক্য?
'সীমার মাঝে অসীম তুমি'- বাক্যে 'মাঝে’ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
এ-ধ্বনির বিবৃত উচ্চারণ শব্দের কোন অংশে পাওয়া যায়?
ধাতুর 'গণ' নির্ণয় করতে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
ণত্ব ও ষত্ব বিধান ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয়?
'হিসেবে গরমিল থাকলে খাশমহল পাঠ উঠবে।'- এ বাক্যে গরমিল শব্দের 'পর' কোন উপসর্গ?
'জগতে কীর্তিমান হও সাধনায়।'- এখানে 'সাধনায়' কোন কারকের উদাহরণ?
'তুমি বাড়ি যাবে, না আমি যাব?' এ বাক্যে 'না' কী অর্থে ব্যবহৃত হয়েছে?
'মেঘ গর্জন করলে ময়ূর নৃত্য করে'- এটি কোন বাক্যের উদাহরণ?
'থেকে থেকে শিশুটি কাঁদছে'- এখানে থেকে থেকে দ্বিরুক্ত শব্দটি কী অর্থ প্রকাশ করছে?
'বিছানকে সকলেই আদর করে।'- এটি কোন বাচ্য?
স্কুল > ইস্কুল পরিবর্তন প্রক্রিয়ার নাম কী?
'সেইটেই ছিল আমার প্রিয় কলম'- এ বাক্যে ব্যবহৃত পদাশ্রিত নির্দেশক দ্বারা কী প্রকাশ পেয়েছে?
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
'শিক্ষায় মন সংস্কারমুক্ত হয়ে থাকে। এ বাক্যে কোন ধরনের ক্রিয়ার ব্যবহার হয়েছে?
কমার আরেক নাম কী?