সত্য কথা বলিনি, তাই বিপদে পড়েছি।— এটি কোন বাক্য?
'উপকারীর উপকার স্বীকার করে যে'- এর সঠিক বাক্য সংকোচন কোনটি?
'অগ্নিপরীক্ষা' বাগধারাটির সঠিক অর্থ কোনটি?
'পাবক' শব্দের সমার্থক শব্দ—
কোন যতিচিহ্ন ব্যবহারে ১ বলার দ্বিগুণ সময় লাগে?
শিক্ষক বললেন, “তোমরা কি ছুটি চাও?”- পরোক্ষ উক্তিতে হবে-
'পণ্ডিতমূর্খ' শব্দটি কোন বহুব্রীহি সমাস?
'ধীরে ধীরে বায়ু বয়'- বাক্যটিতে কোন বিশেষণ ব্যবহৃত হয়েছে?
'আদি স্বরাগম'-এর উদাহরণ কোনটি?
'আমরা তাজমহল দর্শন করলাম'- বাক্যটিতে ব্যবহৃত হয়েছে-
“আমরা তখন বই পড়ছিলাম- এখানে ক্রিয়াপদটির কাল হচ্ছে-
“পরীক্ষায় সফল হও।”- এটা কী ধরনের বাক্য?
র, এর, দিগের, দের, গুলির, গণের, গুলোর কোন বিভক্তির চিহ্ন?
বাংলা উপসর্গ মোট কয়টি?
ক্রিয়া প্রকৃতির সঙ্গে যে ধ্বনি বা ধ্বনিসমষ্টি যুক্ত হয়, তাকে বলে—
নিচের কোনটি যোগরূঢ় শব্দ?
চেষ্টা কর, বুঝতে পারবে- বাক্যটিতে কী অর্থে অনুজ্ঞার ব্যবহার হয়েছে?
গঠনরীতি ও অর্থের দিক থেকে সাধিত ধাতু কয় শ্রেণিতে বিভক্ত?
'সাহিত্যিক' শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি?
ভাববাচ্যের কর্তায় কোন বিভক্তি হয়?