'ঝির ঝির করে বাতাস বইছে'- বাক্যে 'ঝির ঝির' কোন ধরনের দ্বিরুক্তি?
সম্বোধনের পর কোন চিহ্ন বসে?
'কান্নায় শোক মন্দীভূত হয়’– “কান্নায় কোন কারকে কোন বিভক্তি?
মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
বিভক্তিহীন নামশব্দকে কী বলে?
প্রত্যেক ভাষার মৌলিক অংশ কয়টি?
'সন্ধি' ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় ?
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
কোন ব্যঞ্জনধ্বনির বর্ণসমূহের উচ্চারণস্থান জিহ্বামূল?
'শরতের পর আসে বসন্ত'- এখানে 'পর' অনুসর্গটি কী অর্থ প্রকাশ করছে?
'এ' ধ্বনির বিবৃত উচ্চারণ কেবল শব্দের কোন অংশে পাওয়া যায়?
প্রাণিবাচক ও অপ্রাণিবাচক শব্দের বহুবচনে ব্যবহৃত হয় কোনগুলো?
‘শীতার্ত' শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?
বাক্যস্থিত পদসমূহের অন্তর্গত এবং ভাবগত মিলবন্ধনের নাম-
কোনটি দেশি শব্দ নয়?
হামিদ বলল, “তোমরা আগামীকাল এসো” পরোক্ষ উক্তিতে হবে-
নিচের কোনটি মৌলিক ধাতু?
“ভালো ছেলেরা শিক্ষকের আদেশ পালন করে”- এটি কী ধরনের বাক্য?
এক এককের চার ভাগের এক ভাগকে বলা হয়-
"মহাকীর্তি'-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?