জিএম ফসলের সৃষ্টির কৌশলকে কী বলে?
ফসলের ক্ষেত্রে মৌসুম নির্ভরশীলতার প্রধান কারণ কোনটি?
সংকরায়ণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যমে অর্জিত ফসলকে বলে-
জিএম ফসলের পূর্ণরূপ কী?
কোন পদক্ষেপ গ্রহণ করলে বাংলাদেশের কৃষকগণ ব্যাপকভাবে ধান- গম মৌসুম নির্ভরতা কাটিয়ে উঠবে?
ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটানোর কৌশল হলো-
i. কৃত্রিম পরিবেশ সৃষ্টি
ii. বংশগতির পরিবর্তন
iii. পারী বা আগাম জাতের চাষ
নিচের কোনটি সঠিক?
মৌসুম নির্ভরশীলহীন ফসলের সুবিধা—
i. বেশি দাম পাওয়া যায়
ii. বৈদেশিক মুদ্রা আয় করা যায়।
iii. পুষ্টি সমস্যার সমাধান হয়
ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার ফলে -
i. বাজারে কৃষিপণ্যের বৈচিত্র্য বৃদ্ধি পায়
ii. গ্রামীণ কর্মশক্তি একটি নির্দিষ্ট সময়ে কাজের নিশ্চয়তা পায়
iii. বৈদেশিক বাণিজ্যের প্রসার ঘটে
কৃত্রিম উপায়ে ফসল চাষ করতে হলে নিয়ন্ত্রণ করতে হয়-
i. দিবা দৈর্ঘ্য
ii. বায়ুর আর্দ্রতা
iii. উত্তাপ
গ্রিন হাউজে ফসল উৎপাদন করার অসুবিধা হলো—
i. পরিবেশের ক্ষতি হয়।
ii. উৎপাদন খরচ বেশি
iii. অতিমাত্রায় যন্ত্র নির্ভর
গ্রিন হাউজে ফসল ফলানোর সুবিধা হলো—
i. রোগবালাই কম হয়
ii. ফসল স্বাস্থ্যসম্মত হয়
iii. উৎপাদন ব্যয় কম হয়
উপযুক্ত শস্য উৎপাদন পদ্ধতির নাম কী?
শস্য উৎপাদনে উপযুক্ত পদ্ধতিটিতে নিয়ন্ত্রণ করা হয়—
i. তাপমাত্রা
iii. কার্বন ডাইঅক্সাইডের মাত্রা
উত্ত পদ্ধতিতে কোনটি দূর করা যায়?
উক্ত পদ্ধতিতে চাষ করার শর্ত হলো—
i. ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে জানতে হবে
ii. বিশেষ ফসলের ক্ষেত্রে প্রযোজ্য
iii. বিদ্যুৎ ব্যবহার করা যাবে না
মৃত পশুর সৎকারে কোনটি ব্যবহৃত হয়?
গরুকে ইউরিয়া ও ঝোলাগুড় খাওয়ানো হয় –
i. খড়ের সাথে মিশিয়ে
ii. দানাদার খাদ্যের সাথে মিশিয়ে
iii. পানির সাথে মিশিয়ে
রিনা বেগম তার আঙিনায় কয়টি গরুর বাসস্থান নির্মাণ করতে পারবেন ?
রিনা বেগমের খামারটি তার পরিবারে কী ধরনের সুফল বয়ে নিয়ে আসবে?
নাইট্রোজেন সমৃদ্ধ সার কোনটি?